ETV Bharat / bharat

নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে মুম্বইয়ে মৃত 1 - under construction building

মুম্বইয়ের ধারাবিতে নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে মৃত এক, আহত আরও তিন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বইয়ের ধারাবিতে নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে
author img

By

Published : Apr 15, 2019, 6:46 AM IST

মুম্বই, 15 এপ্রিল : নির্মীয়মাণ বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাটি মুম্বইয়ের ধারাবি এলাকার।

গতরাতে ধারাবির PMGP কলোনিতে ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে পড়ে। PMGP কলোনির এক বাসিন্দা নইম কুরেশি বলেন, বিল্ডিংয়ের একাংশ ভেঙে রাস্তার উপরে পড়ে। যার জেরে এক অটোচালকের মৃত্যু হয়। এক বাইক আরোহী আহত হন। সবমিলিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রোমোটারের গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বই, 15 এপ্রিল : নির্মীয়মাণ বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাটি মুম্বইয়ের ধারাবি এলাকার।

গতরাতে ধারাবির PMGP কলোনিতে ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে পড়ে। PMGP কলোনির এক বাসিন্দা নইম কুরেশি বলেন, বিল্ডিংয়ের একাংশ ভেঙে রাস্তার উপরে পড়ে। যার জেরে এক অটোচালকের মৃত্যু হয়। এক বাইক আরোহী আহত হন। সবমিলিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রোমোটারের গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Bulandshahr (UP) Apr 15 (ANI): The police here on Sunday arrested two persons while allegedly smuggling 578 cartons of foreign liquor worth Rs 52 lakh in a truck. This comes ahead of the Lok Sabha elections in the Bulandshahr Parliamentary seat. The constituency will go for polls in the second phase of ongoing general elections, on April 18.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.