ETV Bharat / bharat

Malaria Vaccine : বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা উৎপাদন করবে ভারত বায়োটেক

ম্যালেরিয়ার প্রকোপ দূর করতে উদ্যোগ ৷ বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা উৎপাদন করবে ভারত বায়োটেক ৷ বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যক্সোস্মিথক্লাইনের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ করবে তারা ৷ 2028 সালের মধ্যে তৈরি হবে দেড় কোটি টাকা ৷

Bharat Biotech to produce world's first malaria vaccine
Malaria Vaccine : বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা উৎপাদন করবে ভারত বায়োটেক
author img

By

Published : Oct 10, 2021, 1:27 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর : বিশ্বের প্রথম ম্যালেরিয়ার প্রতিষেধক (Malaria Vaccine) উৎপাদন করতে চলেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ প্রথম সারির ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যক্সোস্মিথক্লাইন (GlaxoSmithKline) বা জিএসকে-র (GSK) সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই প্রতিষেধক তৈরি করবে তারা ৷ টুইটারে একথা জানিয়েছেন ভারত বায়োটেকের আন্তর্জাতিক বাণিজ্যিক প্রধান ড. ব়্যাচেস এল্লা (Dr. Raches Ella) ৷

আরও পড়ুন : Krishna Ella : ডেল্টার দৌরাত্ম্যের সময় ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার-মডার্না : কৃষ্ণ এল্লা

আগামী দিনে গোটা বিশ্বেই ম্য়ালেরিয়ার এই প্রতিষেধক পাওয়া যাবে ৷ ইতিমধ্যেই জিএসকে-র তৈরি ম্যালেরিয়ার প্রতিষেধক ‘আরটিএস,এস’-কে (RTS,S) স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ আফ্রিকার উপসাহারা এলাকায় এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে হু (WHO) ৷ পাশাপাশি, পৃথিবীর যেসমস্ত দেশে ম্যালেরিয়ার দাপট বেশি, সেখানেও এই প্রতিষেধক ব্যবহারে করা যাবে ৷ আপাতত এটাই হবে ম্যালেরিয়ার সার্বিক টিকাকরণের ‘পাইলট প্রজেক্ট’ বা প্রাথমিক ধাপ ৷

জিএসকে স্থির করেছে, 2028 সালের মধ্যে ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধে টিকার দেড় কোটি ডোজ তৈরি করবে তারা ৷ এর জন্য ভারত বায়োটেককে প্রয়োজনীয় প্রযুক্তিও সরবরাহ করবে এই সংস্থা ৷ উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই ম্যালেরিয়ার টিকাকরণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয় ৷ জিএসকে এবং ভারত বায়োটেক ছাড়াও এই চুক্তিতে স্বাক্ষর করেছে পাথ (Path ) নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ৷ স্থির হয়েছে, প্রাথমিকভাবে ম্যালেরিয়াপ্রবণ ঘানা, কেনিয়া এবং মালাবিতে টিকাকরণ শুরু করা হবে ৷ টিকার ক্ষেত্রে হু-এর ছাড়পত্র পাওয়ার পরই এই ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে ৷

আরও পড়ুন : জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

ইতিমধ্যেই প্রায় আট লক্ষ শিশুর উপর এই টিকা প্রয়োগ করা হয়েছে ৷ সেই টিকাকরণের ফলাফল বিশ্লেষণের পরই বিশ্বব্যাপী এই টিকা প্রয়োগের ছাড়পত্র দিয়েছে হু ৷ আর সেই কারণেই বিপুল পরিমাণে টিকা বা প্রতিষেধক উৎপাদনের পথে এগোচ্ছে ভারত বায়োটেক ৷

হায়দরাবাদ, 10 অক্টোবর : বিশ্বের প্রথম ম্যালেরিয়ার প্রতিষেধক (Malaria Vaccine) উৎপাদন করতে চলেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ প্রথম সারির ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যক্সোস্মিথক্লাইন (GlaxoSmithKline) বা জিএসকে-র (GSK) সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই প্রতিষেধক তৈরি করবে তারা ৷ টুইটারে একথা জানিয়েছেন ভারত বায়োটেকের আন্তর্জাতিক বাণিজ্যিক প্রধান ড. ব়্যাচেস এল্লা (Dr. Raches Ella) ৷

আরও পড়ুন : Krishna Ella : ডেল্টার দৌরাত্ম্যের সময় ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার-মডার্না : কৃষ্ণ এল্লা

আগামী দিনে গোটা বিশ্বেই ম্য়ালেরিয়ার এই প্রতিষেধক পাওয়া যাবে ৷ ইতিমধ্যেই জিএসকে-র তৈরি ম্যালেরিয়ার প্রতিষেধক ‘আরটিএস,এস’-কে (RTS,S) স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ আফ্রিকার উপসাহারা এলাকায় এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে হু (WHO) ৷ পাশাপাশি, পৃথিবীর যেসমস্ত দেশে ম্যালেরিয়ার দাপট বেশি, সেখানেও এই প্রতিষেধক ব্যবহারে করা যাবে ৷ আপাতত এটাই হবে ম্যালেরিয়ার সার্বিক টিকাকরণের ‘পাইলট প্রজেক্ট’ বা প্রাথমিক ধাপ ৷

জিএসকে স্থির করেছে, 2028 সালের মধ্যে ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধে টিকার দেড় কোটি ডোজ তৈরি করবে তারা ৷ এর জন্য ভারত বায়োটেককে প্রয়োজনীয় প্রযুক্তিও সরবরাহ করবে এই সংস্থা ৷ উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই ম্যালেরিয়ার টিকাকরণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয় ৷ জিএসকে এবং ভারত বায়োটেক ছাড়াও এই চুক্তিতে স্বাক্ষর করেছে পাথ (Path ) নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ৷ স্থির হয়েছে, প্রাথমিকভাবে ম্যালেরিয়াপ্রবণ ঘানা, কেনিয়া এবং মালাবিতে টিকাকরণ শুরু করা হবে ৷ টিকার ক্ষেত্রে হু-এর ছাড়পত্র পাওয়ার পরই এই ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে ৷

আরও পড়ুন : জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

ইতিমধ্যেই প্রায় আট লক্ষ শিশুর উপর এই টিকা প্রয়োগ করা হয়েছে ৷ সেই টিকাকরণের ফলাফল বিশ্লেষণের পরই বিশ্বব্যাপী এই টিকা প্রয়োগের ছাড়পত্র দিয়েছে হু ৷ আর সেই কারণেই বিপুল পরিমাণে টিকা বা প্রতিষেধক উৎপাদনের পথে এগোচ্ছে ভারত বায়োটেক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.