ETV Bharat / bharat

ওকুজেন ইংকের সঙ্গে কানাডায় কোভ্য়াকসিন সরবরাহ করবে ভারত বায়োটেক - করোনার টিকা

এবার কানাডার বাজারেও মিলবে ভারত বায়োটেকর তৈরি কোভ্য়াকসিন ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে ৷ মার্কিন সংস্থা তথা ভারত বায়োটেকের পার্টনার ওকুজেন ইংক করোনার এই টিকা কানাডায় সরবরাহের অনুমোদন পেয়েছে ৷

bharat biotech signs pact with ocugen for covaxin expanded to canada
ওকুজেন ইংকের সঙ্গে কানাডায় কোভ্য়াকসিন সরবরাহ করবে ভারত বায়োটেক
author img

By

Published : Jun 3, 2021, 7:27 PM IST

হায়দরাবাদ, 3 জুন : এবার কানাডার নাগরিকরাও পাবেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে তাদের মার্কিন পার্টনার ওকুজেন ইংকের সঙ্গে ৷ উল্লেখ্য, কোভ্য়াকসিন তৈরি ও বাজারজাত করার ক্ষেত্রে মার্কিন এই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিল ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷ আর এবার সেই চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

এর আগে গত 2 ফেব্রুয়ারি ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভ্য়াকসিন তৈরি ও বিক্রির জন্য তাদের সঙ্গে অংশীদারিত্বে রাজি হয়েছে সেখানকারই সংস্থা ওকুজেন ইংক ৷ সূত্রের খবর, জরুরি ভিত্তিতে কানাডায় কোভ্য়াকসিন সরবরাহের জন্য অন্তর্বর্তী অনুমোদন পেয়েছে ওকুজেন ৷ প্রেস বিবৃতি জারি করে একথা জানিয়েছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা বোর্ড চেয়ারম্য়ান এবং সিইও শংকর মুসুনুরি ৷

আরও পড়ুন : রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট

এই প্রসঙ্গে শংকর মুসুনুরি বলেন, ‘‘এই সংস্কারের মাধ্যমে আমরা কানাডার বাজারেও কোভ্য়াকসিন বিক্রি করতে পারব ৷ যা ভারত বায়োটেকের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককেই প্রতিষ্ঠিত করে এবং অন্যান্য দেশে টিকা সরবরাহের এই অনন্য অথচ ঐতিহ্যবাহী যুগ্ম প্রয়াসকেও মজবুত করে ৷’’

হায়দরাবাদ, 3 জুন : এবার কানাডার নাগরিকরাও পাবেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে তাদের মার্কিন পার্টনার ওকুজেন ইংকের সঙ্গে ৷ উল্লেখ্য, কোভ্য়াকসিন তৈরি ও বাজারজাত করার ক্ষেত্রে মার্কিন এই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিল ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷ আর এবার সেই চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

এর আগে গত 2 ফেব্রুয়ারি ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভ্য়াকসিন তৈরি ও বিক্রির জন্য তাদের সঙ্গে অংশীদারিত্বে রাজি হয়েছে সেখানকারই সংস্থা ওকুজেন ইংক ৷ সূত্রের খবর, জরুরি ভিত্তিতে কানাডায় কোভ্য়াকসিন সরবরাহের জন্য অন্তর্বর্তী অনুমোদন পেয়েছে ওকুজেন ৷ প্রেস বিবৃতি জারি করে একথা জানিয়েছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা বোর্ড চেয়ারম্য়ান এবং সিইও শংকর মুসুনুরি ৷

আরও পড়ুন : রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট

এই প্রসঙ্গে শংকর মুসুনুরি বলেন, ‘‘এই সংস্কারের মাধ্যমে আমরা কানাডার বাজারেও কোভ্য়াকসিন বিক্রি করতে পারব ৷ যা ভারত বায়োটেকের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককেই প্রতিষ্ঠিত করে এবং অন্যান্য দেশে টিকা সরবরাহের এই অনন্য অথচ ঐতিহ্যবাহী যুগ্ম প্রয়াসকেও মজবুত করে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.