হায়দরাবাদ, 4 জুলাই : ভারত বায়োটেকের করোনার টিকা কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্বের ট্রায়াল শেষ হয়েছে শনিবার ৷ যার পর প্রস্তুতকারক সংস্থার দাবি, উপসর্গযুক্ত কোভিড রোগীর ক্ষেত্রে 77.8 শতাংশ কার্যকর কোভ্যাক্সিন ।
এদিন সংস্থার তরফে আরও দাবি করা হয়, কোভিডের ডেল্টা প্রজাতির ক্ষেত্রে কোভ্যাক্সিন 65.2 শতাংশ কার্যকরী । উপসর্গহীন করোনা রোগীর ক্ষেত্রে এই টিকা কার্যকরী 63.6 শতাংশ । তীব্র উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে 93.4 শতাংশ কার্যকরী ৷
সংস্থার দাবি, কোভ্যাক্সিনের ক্ষেত্রে যেটুকু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে তা অন্য করোনার টিকাগুলির তুলনায় খুবই কম । পরীক্ষা করে দেখা গিয়েছে, এই টিকা ব্যবহারের পর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার হার মাত্র 12 শতাংশ । 0.5 শতাংশেরও কম ক্ষেত্রে গুরুতর প্রতিক্রিয়া দেখা গিয়েছে ।
আরও পড়ুন: ভারত বায়োটেকের ফেজ-3 ট্রায়ালের তথ্য জমা পড়ল
ইতিমধ্যে বিশ্বের 16টি দেশে জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক । যার মধ্যে ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, মেক্সিকো, ইরান ও ফিলিপিন্স । ভারত বায়োটেকের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO) জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের তালিকায় কোভ্যাক্সিনকে যাতে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে ।