ETV Bharat / bharat

Bharat Biotech donates Covaxin to Vietnam: ভিয়েতনামকে কোভ্যাকসিনের 2 লক্ষ ডোজ দান ভারত বায়োটেকের - কৃষ্ণ এল্লা

সৌজন্য বিনিময় ও কোভিডকে প্রতিহত করার উদ্দেশ্যে ভিয়েতনামকে কোভ্যাকসিনের 2 লক্ষ ডোজ দান করেছে ভারত বায়োটেক (Bharat Biotech donates Covaxin to Vietnam) ও ডাংক মিন (Dunc Minh)৷

bharat-biotech-and-dunc-minh-donate-2 lakh-doses-of-covaxin-to-vietnam
ভিয়েতনামকে কোভ্যাকসিনের 2 লক্ষ ডোজ দান ভারত বায়োটেকের
author img

By

Published : Dec 17, 2021, 9:24 AM IST

নয়াদিল্লি/হায়দরাবাদ, 17 ডিসেম্বর: ভিয়েতনামকে কোভ্যাকসিনের 2 লক্ষ ডোজ দান করল ভারত বায়োটেক (Bharat Biotech donates Covaxin to Vietnam) ও তার স্থানীয় পার্টনার ডাংক মিন (Dunc Minh)৷ নয়াদিল্লিতে সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এইচই ভিরোং দিন হিউ-এর ডাকে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানান ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা ৷

সীমান্ত ছাড়িয়ে বিদেশের মাটিতেও কোভিড 19-এর (COVID19 Pandemic) সঙ্গে লড়াই এবং ভিয়েতনামের সঙ্গে সৌজন্য বিনিময়ের উদ্দেশ্যেই তাদের টিকার ডোজ দান করেছে ভারত বায়োটেক ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দিয়েছে ভিয়েতনাম ৷

ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য তাদের দূতাবাসে ভারত বায়োটেককে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই বৈঠকে দু দেশের মধ্যে সমঝোতা, টিকা সরবরাহ ও প্রযুক্তির আদান প্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় ৷ সুচিত্রা এল্লার (Joint Managing Director of Bharat Biotech Suchitra Ella) কথায়, "এ ভাবে ভিয়েতনামের পাশে দাঁড়াতে পারাটা আমাদের কাছে সম্মানের (Bharat Biotech claims donation as a honour)৷ আশা করব, সে দেশের টিকাকরণ অভিযানকে আরও চাঙ্গা করে অতিমারী থেকে সারিয়ে তুলবে কোভ্যাকসিন ৷"

আরও পড়ুন: Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা (Chairman and Managing Director of Bharat Biotech Krishna Ella) বলেছেন, "টিকাকরণে সমতা ও বিশ্ব জনস্বাস্থ্যে আমরা বিশ্বাসী ৷ আশা করব, রিপাবলিক অফ ভিয়েতনামের মানুষ কোভ্যাকসিন গ্রহণ করে নিজেদের সুরক্ষিত করতে পারবেন ৷"

ইতিমধ্যেই 2-18 বছর বয়সিদের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল সেরে ফেলেছে কোভ্যাকসিন ৷ সেই ট্রায়ালের রিপোর্ট সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশনকে (Central Drugs Standard Control Organisation) পাঠিয়েছে ভারত বায়োটেক ৷ CDSCO-র চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ সেই ছাড়পত্র এসে গেলে নাবালকদেরও কোভ্যাকসিন টিকা দেওয়া সম্ভব হবে ৷

আরও পড়ুন : Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন

ভিয়েতনামে ডাংক মিন মেডিক্যাল জেএসসি-র সঙ্গে জোট বেঁধে কাজ করে ভারত বায়োটেক ৷ ভিয়েতনামে ডাংক মিন ভারত বায়োটেকের স্থানীয় পার্টনার ৷

নয়াদিল্লি/হায়দরাবাদ, 17 ডিসেম্বর: ভিয়েতনামকে কোভ্যাকসিনের 2 লক্ষ ডোজ দান করল ভারত বায়োটেক (Bharat Biotech donates Covaxin to Vietnam) ও তার স্থানীয় পার্টনার ডাংক মিন (Dunc Minh)৷ নয়াদিল্লিতে সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এইচই ভিরোং দিন হিউ-এর ডাকে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানান ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা ৷

সীমান্ত ছাড়িয়ে বিদেশের মাটিতেও কোভিড 19-এর (COVID19 Pandemic) সঙ্গে লড়াই এবং ভিয়েতনামের সঙ্গে সৌজন্য বিনিময়ের উদ্দেশ্যেই তাদের টিকার ডোজ দান করেছে ভারত বায়োটেক ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দিয়েছে ভিয়েতনাম ৷

ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য তাদের দূতাবাসে ভারত বায়োটেককে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই বৈঠকে দু দেশের মধ্যে সমঝোতা, টিকা সরবরাহ ও প্রযুক্তির আদান প্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় ৷ সুচিত্রা এল্লার (Joint Managing Director of Bharat Biotech Suchitra Ella) কথায়, "এ ভাবে ভিয়েতনামের পাশে দাঁড়াতে পারাটা আমাদের কাছে সম্মানের (Bharat Biotech claims donation as a honour)৷ আশা করব, সে দেশের টিকাকরণ অভিযানকে আরও চাঙ্গা করে অতিমারী থেকে সারিয়ে তুলবে কোভ্যাকসিন ৷"

আরও পড়ুন: Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা (Chairman and Managing Director of Bharat Biotech Krishna Ella) বলেছেন, "টিকাকরণে সমতা ও বিশ্ব জনস্বাস্থ্যে আমরা বিশ্বাসী ৷ আশা করব, রিপাবলিক অফ ভিয়েতনামের মানুষ কোভ্যাকসিন গ্রহণ করে নিজেদের সুরক্ষিত করতে পারবেন ৷"

ইতিমধ্যেই 2-18 বছর বয়সিদের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল সেরে ফেলেছে কোভ্যাকসিন ৷ সেই ট্রায়ালের রিপোর্ট সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশনকে (Central Drugs Standard Control Organisation) পাঠিয়েছে ভারত বায়োটেক ৷ CDSCO-র চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ সেই ছাড়পত্র এসে গেলে নাবালকদেরও কোভ্যাকসিন টিকা দেওয়া সম্ভব হবে ৷

আরও পড়ুন : Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন

ভিয়েতনামে ডাংক মিন মেডিক্যাল জেএসসি-র সঙ্গে জোট বেঁধে কাজ করে ভারত বায়োটেক ৷ ভিয়েতনামে ডাংক মিন ভারত বায়োটেকের স্থানীয় পার্টনার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.