ETV Bharat / bharat

Bhagwant Mann Big Announcement : জুলাই থেকে প্রতি ঘরে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ, পঞ্জাবে বড় ঘোষণা মানের

পঞ্জাবে আগামী 1জুলাই থেকে রাজ্যের প্রতিটি ঘরে বিনামূল্যে 300 ইউনিট (প্রত্যেক মাসে) বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করল ভগবন্ত মানের সরকার (Bhagwant Mann government announces 300 units of free power for Punjab from July) ৷

Bhagwant Mann Big Announcement
জুলাই থেকে প্রতি ঘরে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ, পঞ্জাবে বড় ঘোষণা মানের
author img

By

Published : Apr 16, 2022, 11:46 AM IST

চণ্ডীগড়, 16 এপ্রিল : পঞ্জাবের মসনদে আম আদমি পার্টি সরকারের একমাস পূর্তি উপলক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের ৷ আগামী 1 জুলাই থেকে রাজ্যের প্রতিটি ঘরে বিনামূল্যে 300 ইউনিট (প্রত্যেক মাসে) বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করল ভগবন্ত মানের সরকার (Bhagwant Mann government announces 300 units of free power for Punjab from July) ৷ গত বৃহস্পতিবার জলন্ধরে এক সাংবাদিক সম্মেলনে শনিবার বড় ঘোষণার পূর্বাভাস দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

মান সেদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, "16ই পঞ্জাবের সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা আসতে চলেছে ৷" সেই প্রতিশ্রুতিতে সিলমোহর দিয়েই শনিবার বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান টার্নড রাজনীতিবিদ ৷

আম আদমি পার্টি সূত্রে খবর, ফ্রি বিদ্যুৎ পরিষেবার পরিকল্পনার বাস্তব রূপায়নের জন্য মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন মান ৷ যা বিধানসভা নির্বাচনে দলের ইস্তাহারে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল ৷ উল্লেখ্য, দিল্লিতে কেজরিওয়ালের সরকারও অতীতে সাধারণ মানুষকে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ পরিষেবা প্রদান করে নজর কেড়েছিল ৷

আরও পড়ুন : ঠিকাদার আত্মহত্যায় অভিযুক্ত কর্নাটকের মন্ত্রীর পদত্যাগ

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার আগে গত মাসে প্রতিশ্রুতি মেনে সাধারণ মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন পঞ্চনদের দেশের নয়া মুখ্যমন্ত্রী ৷ যদিও একাধিক জনদরদী প্রকল্প সত্ত্বেও মানেকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা ৷ তারা বলছে, "পঞ্জাবে নবনির্বাচিত সরকার আদতে পরিচালিত হচ্ছে দিল্লি থেকে ৷"

চণ্ডীগড়, 16 এপ্রিল : পঞ্জাবের মসনদে আম আদমি পার্টি সরকারের একমাস পূর্তি উপলক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের ৷ আগামী 1 জুলাই থেকে রাজ্যের প্রতিটি ঘরে বিনামূল্যে 300 ইউনিট (প্রত্যেক মাসে) বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করল ভগবন্ত মানের সরকার (Bhagwant Mann government announces 300 units of free power for Punjab from July) ৷ গত বৃহস্পতিবার জলন্ধরে এক সাংবাদিক সম্মেলনে শনিবার বড় ঘোষণার পূর্বাভাস দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

মান সেদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, "16ই পঞ্জাবের সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা আসতে চলেছে ৷" সেই প্রতিশ্রুতিতে সিলমোহর দিয়েই শনিবার বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান টার্নড রাজনীতিবিদ ৷

আম আদমি পার্টি সূত্রে খবর, ফ্রি বিদ্যুৎ পরিষেবার পরিকল্পনার বাস্তব রূপায়নের জন্য মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন মান ৷ যা বিধানসভা নির্বাচনে দলের ইস্তাহারে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল ৷ উল্লেখ্য, দিল্লিতে কেজরিওয়ালের সরকারও অতীতে সাধারণ মানুষকে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ পরিষেবা প্রদান করে নজর কেড়েছিল ৷

আরও পড়ুন : ঠিকাদার আত্মহত্যায় অভিযুক্ত কর্নাটকের মন্ত্রীর পদত্যাগ

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার আগে গত মাসে প্রতিশ্রুতি মেনে সাধারণ মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন পঞ্চনদের দেশের নয়া মুখ্যমন্ত্রী ৷ যদিও একাধিক জনদরদী প্রকল্প সত্ত্বেও মানেকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা ৷ তারা বলছে, "পঞ্জাবে নবনির্বাচিত সরকার আদতে পরিচালিত হচ্ছে দিল্লি থেকে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.