ETV Bharat / bharat

Pulwama Attack: পুলওয়ামা হামলা নিয়ে অবমাননাকর পোস্ট, 5 বছরের কারাদণ্ড বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

author img

By

Published : Nov 1, 2022, 11:19 AM IST

পুলওয়ামা হামলা নিয়ে সোশাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট (Derogatory Posts on Pulwama Attack) করেছিল বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ৷ 2019 সালের সেই মামলায় ফইজ রাশিদ নামে ওই যুবককে 5 বছরের কারাদণ্ডের (Bengaluru Student Sentences 5 Years Jail) নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷

bengaluru-student-sentences-5-years-jail-for-derogatory-posts-on-pulwama-attack
bengaluru-student-sentences-5-years-jail-for-derogatory-posts-on-pulwama-attack

বেঙ্গালুরু, 1 নভেম্বর: পুলওয়ামা হামলার ঘটনা উদযাপনের অভিযোগে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল সেখানকার বিশেষ আদালত ৷ সেই সঙ্গে দোষী ওই পড়ুয়াকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সাজাপ্রাপ্ত ওই পড়ুয়ার নাম ফইজ রাশিদ ৷ সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, বেঙ্গালুরুর কাছারাকানহালির বাসিন্দা ফইজকে 2019 সালে সোশাল মিডিয়ায় একটি অবমাননাকর পোস্ট (Derogatory Posts on Pulwama Attack) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷

অভিযোগ ছিল, 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আধাসেনার কনভয়ে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল ফইজ রাশিদ ৷ সেখানে ওই হামলায় শহিদ 40 জন জওয়ানদের মৃত্যুকে উদযাপন করেছিল সে ৷ সেই পোস্টটি প্রকাশ্যে আসতেই নিন্দা শুরু হয় ৷ সেই সময় বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত ফইজ রাশিদকে গ্রেফতার করে ৷ তার ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেটিকে ফরেন্সিক ল্যাবে পরীক্ষাও করা হয় ৷ সব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ অভিযুক্ত ফইজ রাশিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে ৷

চার্জশিটে রাশিদের বিরুদ্ধে ধারা 153এ যোগ করা হয় ৷ যার অর্থ ধর্মকে হাতিয়ার করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা ৷ রাষ্ট্রদ্রোহ আইন 124এ, 201 অর্থাৎ, অপরাধ সংক্রান্ত প্রমাণ নষ্ট-সহ বেশ কয়েকটি ধারা যোগ করা হয় চার্জশিটে ৷ 2019 সাল থেকে এই মামলার শুনানি চলছিল ৷ মাঝে ফইজ রাশিদ জামিনের আবেদনও করেছিল ৷ কিন্তু, বেঙ্গালুরুর বিশেষ আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দেয় বলে জানিয়েছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ৷

আরও পড়ুন: শ্রীনগরে জঙ্গি হামলা, নিহত এক পুলিশকর্মী

প্রসঙ্গত, 2019 সালের 14 ফেব্রুয়ারি 78টি বাসে 2500 আধাসেনা জওয়ানদের নিয়ে একটি কনভয় শ্রীনগর হাইওয়ে দিয়ে যাচ্ছিল ৷ বেলা আড়াইটে নাগাদ আরডিএক্স ভর্তি একটি গাড়ি সেনা কনভয়ের মাঝখানে ঢুকে যায় এবং বাসে ধাক্কা মারে ও সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় আধাসেনার 40 জন জওয়ান প্রাণ হারান ৷

বেঙ্গালুরু, 1 নভেম্বর: পুলওয়ামা হামলার ঘটনা উদযাপনের অভিযোগে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল সেখানকার বিশেষ আদালত ৷ সেই সঙ্গে দোষী ওই পড়ুয়াকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সাজাপ্রাপ্ত ওই পড়ুয়ার নাম ফইজ রাশিদ ৷ সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, বেঙ্গালুরুর কাছারাকানহালির বাসিন্দা ফইজকে 2019 সালে সোশাল মিডিয়ায় একটি অবমাননাকর পোস্ট (Derogatory Posts on Pulwama Attack) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷

অভিযোগ ছিল, 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আধাসেনার কনভয়ে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল ফইজ রাশিদ ৷ সেখানে ওই হামলায় শহিদ 40 জন জওয়ানদের মৃত্যুকে উদযাপন করেছিল সে ৷ সেই পোস্টটি প্রকাশ্যে আসতেই নিন্দা শুরু হয় ৷ সেই সময় বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত ফইজ রাশিদকে গ্রেফতার করে ৷ তার ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেটিকে ফরেন্সিক ল্যাবে পরীক্ষাও করা হয় ৷ সব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ অভিযুক্ত ফইজ রাশিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে ৷

চার্জশিটে রাশিদের বিরুদ্ধে ধারা 153এ যোগ করা হয় ৷ যার অর্থ ধর্মকে হাতিয়ার করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা ৷ রাষ্ট্রদ্রোহ আইন 124এ, 201 অর্থাৎ, অপরাধ সংক্রান্ত প্রমাণ নষ্ট-সহ বেশ কয়েকটি ধারা যোগ করা হয় চার্জশিটে ৷ 2019 সাল থেকে এই মামলার শুনানি চলছিল ৷ মাঝে ফইজ রাশিদ জামিনের আবেদনও করেছিল ৷ কিন্তু, বেঙ্গালুরুর বিশেষ আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দেয় বলে জানিয়েছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ৷

আরও পড়ুন: শ্রীনগরে জঙ্গি হামলা, নিহত এক পুলিশকর্মী

প্রসঙ্গত, 2019 সালের 14 ফেব্রুয়ারি 78টি বাসে 2500 আধাসেনা জওয়ানদের নিয়ে একটি কনভয় শ্রীনগর হাইওয়ে দিয়ে যাচ্ছিল ৷ বেলা আড়াইটে নাগাদ আরডিএক্স ভর্তি একটি গাড়ি সেনা কনভয়ের মাঝখানে ঢুকে যায় এবং বাসে ধাক্কা মারে ও সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় আধাসেনার 40 জন জওয়ান প্রাণ হারান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.