বেঙ্গালুরু, 7 নভেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় এক দক্ষিণ ভারতীয় সিনেমার গানের কপিরাইট ভঙ্গের অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বেঙ্গালুরুর এক আদালত টুইটারকে নির্দেশ দিয়েছে কংগ্রেসের অ্যাকাউন্ট ও ভারত জোড়ো যাত্রার অ্যাকাউন্ট বন্ধ রাখার (Congress Twitter Accounts blocked) ৷ একই সঙ্গে কংগ্রেসের করা 3টি টুইটও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (Bengaluru court directs Twitter to temporarily block accounts of Congress party and Bharat Jodo Yatra) ৷
জানা গিয়েছে, এমআরটি মিউজিক নামে একটি সংস্থা কংগ্রেসের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করে ৷ কেজিএফ-2 সিনেমার গানের কপিরাইট রয়েছে এই সংস্থাটির হাতে ৷ আদালতে সংস্থাটি অভিযোগ করে, তাদের অনুমতি না নিয়েই কংগ্রেসের ওই সিনেমার গান ভারত জোড়ো যাত্রার (congress Bharat Jodo Yatra) প্রচারে টুইটারে ব্যবহার করেছে ৷
আরও পড়ুন: পারস্য থেকে এসেছে 'হিন্দু' শব্দ, যোগ নেই ভারতের সঙ্গে, বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের
আদালতে এই মামলার শুনানিতে, সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, যদি কংগ্রেসের এই নিয়ম লঙ্ঘণের পরেও তাতে মদত দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও সমস্যা তৈরি হতে পারে ৷ এরপরেই আদালত কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয় ৷