গোয়া/চিত্রদুর্গ, 9 জানুয়ারি: স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে সূচনা শেঠের ৷ সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি ৷ এই সবকিছু নিয়ে হতাশ হয়ে পড়েছিল সে ৷ সন্তান খুনের অভিযোগে পুলিশি জেরায় দাম্পত্য অশান্তির কথাই জানিয়েছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার সিইও সূচনা ৷ শুধু তাই নয়, নর্থ গোয়ার ওই সার্ভিস অ্যাপাটমেন্টে সন্তান খুনের পর সূচনা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল ৷ মঙ্গলবার প্রাথমিক তদন্তে পুলিশের হাতে এমনই তথ্য এসেছে ৷ সার্ভিস অ্যাপার্টমেন্টের তোয়ালেতে লেগে থাকা রক্তের দাগ সূচনারই ৷ তবে খুনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ ৷
4 বছরের ছেলের দেহ নিয়ে পালানোর পথে সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গে ধরা পড়ে অভিযুক্ত সূচনা ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ তার বিরুদ্ধে ছেলে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷ আজ গোয়া পুলিশ তাকে মাপুসা কোর্টে পেশ করেছে ৷ তাকে ছ'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূচনা শেঠ পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ তবে এখন কর্ণাটকের বেঙ্গালুরুতে থাকে ৷ তার স্বামী কেরলের বাসিন্দা ৷ স্বামীর সঙ্গে সূচনার বিবাহবিচ্ছেদের মামলা চলছে ৷ তার নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিল সূচনা ৷ গত সপ্তাহে বিবাহ বিচ্ছেদের মামলায় আদালত যে নির্দেশ দেয়, তা সূচনার বিরুদ্ধে ছিল ৷ সেই নির্দেশ নিয়ে হতাশ ছিল সূচনা ৷ উত্তর গোয়ার এসপি নিধিন ভালসান জানিয়েছেন, সূচনার স্বামী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় ৷ পুলিশ ছেলের মর্মান্তির মৃত্যুর খবর তাঁকে জানিয়েছেন ৷
-
Goa murder | "The body of the 4-year-old boy found has been shifted to a hospital in Aimangala. After the postmortem of the body, it will be handed over to Goa Police," says Kumar Naik, Health inspector at Hiriyur government hospital in Karnataka's Chitradurga district.
— ANI (@ANI) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Goa murder | "The body of the 4-year-old boy found has been shifted to a hospital in Aimangala. After the postmortem of the body, it will be handed over to Goa Police," says Kumar Naik, Health inspector at Hiriyur government hospital in Karnataka's Chitradurga district.
— ANI (@ANI) January 9, 2024Goa murder | "The body of the 4-year-old boy found has been shifted to a hospital in Aimangala. After the postmortem of the body, it will be handed over to Goa Police," says Kumar Naik, Health inspector at Hiriyur government hospital in Karnataka's Chitradurga district.
— ANI (@ANI) January 9, 2024
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 39 বছরের সূচনা 6 জানুয়ারি গোয়ার কান্ডোলিমের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে একটি ঘর ভাড়া নেন ৷ সেখানেই সে তার ছেলেকে হত্যা করে ৷ এরপর নিজেও তার বাঁ হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ৷ ঠিক কেন সে তার সন্তানকে খুন করল ? এর কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথাই সে পুলিশকে জানিয়েছে ৷
পুলিশ আরও জানিয়েছে, কোন্ডালিমের সার্ভিস অ্যাপার্টমেন্টের তোয়ালেতে লেগে থাকা রক্তের দাগ থেকেই সন্দেহ দানা বাঁধে হোটেলকর্মী থেকে পুলিশের ৷ তবে সেই দাগ সূচনার ৷ ছেলেকে খুন করে তার দেহ একটি ব্যাগে ভরে নেয় সূচনা ৷ তারপর সোমবার সকালে ওই ব্যাগ নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় ৷ হোটেলকর্মী ঘরটি পরিষ্কার করতে গিয়ে এই খুনের বিষয়টি সামনে আসে ৷ তারা জানায়, যে ঘরে সূচনা ও তার ছেলে ছিল, সেই ঘরের তোয়ালেতে রক্তে দাগ পেয়েছে ৷ এরপরই সার্ভিস অ্যাপার্টমেন্ট পুলিশকে খবর দেয় ৷
পুলিশ ইনসপেক্টর ওই ট্যাক্সিচালকের সঙ্গে ফোনে কথা বলেন ৷ ওই চালক সূচনাকে বেঙ্গালুরু নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছনোর পর পুলিশ চালককে কাছাকাছি থানায় যেতে নির্দেশ দেয় ৷ কালাঙ্গুটে থানার এক দল পুলিশ চিত্রদুর্গে পৌঁছে সূচনাকে ট্রানজিট রিম্যান্ডে গোয়ায় নিয়ে আসে ৷ সূচনার লিঙ্কডইন পেজ অনুযায়ী, তার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ মাইন্ডফুল এআই ল্যাব 2021 সালে মহিলা পরিচালিত প্রথম 100 টি এআই ল্যাবের মধ্যে অন্যতম ৷
আরও পড়ুন: