ETV Bharat / bharat

হোটেলের তোয়ালেতে রক্তের দাগ সূচনারই, সন্তান খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের - Mother killed son

Bengaluru CEO Mother killed son: সাংসারিক অশান্তি নিয়ে দুশ্চিন্তায় ছিল ছেলে খুনে অভিযুক্ত সূচনা শেঠ ৷ স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল তার ৷ পুলিশ জানিয়েছে ছেলেকে খুন করার পর সে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ৷

ETV Bharat
বেঙ্গালুরুতে ছেলেকে খুনে অভিযুক্ত মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 6:32 PM IST

Updated : Jan 9, 2024, 8:02 PM IST

গোয়া/চিত্রদুর্গ, 9 জানুয়ারি: স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে সূচনা শেঠের ৷ সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি ৷ এই সবকিছু নিয়ে হতাশ হয়ে পড়েছিল সে ৷ সন্তান খুনের অভিযোগে পুলিশি জেরায় দাম্পত্য অশান্তির কথাই জানিয়েছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার সিইও সূচনা ৷ শুধু তাই নয়, নর্থ গোয়ার ওই সার্ভিস অ্যাপাটমেন্টে সন্তান খুনের পর সূচনা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল ৷ মঙ্গলবার প্রাথমিক তদন্তে পুলিশের হাতে এমনই তথ্য এসেছে ৷ সার্ভিস অ্যাপার্টমেন্টের তোয়ালেতে লেগে থাকা রক্তের দাগ সূচনারই ৷ তবে খুনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ ৷

4 বছরের ছেলের দেহ নিয়ে পালানোর পথে সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গে ধরা পড়ে অভিযুক্ত সূচনা ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ তার বিরুদ্ধে ছেলে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷ আজ গোয়া পুলিশ তাকে মাপুসা কোর্টে পেশ করেছে ৷ তাকে ছ'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূচনা শেঠ পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ তবে এখন কর্ণাটকের বেঙ্গালুরুতে থাকে ৷ তার স্বামী কেরলের বাসিন্দা ৷ স্বামীর সঙ্গে সূচনার বিবাহবিচ্ছেদের মামলা চলছে ৷ তার নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিল সূচনা ৷ গত সপ্তাহে বিবাহ বিচ্ছেদের মামলায় আদালত যে নির্দেশ দেয়, তা সূচনার বিরুদ্ধে ছিল ৷ সেই নির্দেশ নিয়ে হতাশ ছিল সূচনা ৷ উত্তর গোয়ার এসপি নিধিন ভালসান জানিয়েছেন, সূচনার স্বামী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় ৷ পুলিশ ছেলের মর্মান্তির মৃত্যুর খবর তাঁকে জানিয়েছেন ৷

  • Goa murder | "The body of the 4-year-old boy found has been shifted to a hospital in Aimangala. After the postmortem of the body, it will be handed over to Goa Police," says Kumar Naik, Health inspector at Hiriyur government hospital in Karnataka's Chitradurga district.

    — ANI (@ANI) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 39 বছরের সূচনা 6 জানুয়ারি গোয়ার কান্ডোলিমের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে একটি ঘর ভাড়া নেন ৷ সেখানেই সে তার ছেলেকে হত্যা করে ৷ এরপর নিজেও তার বাঁ হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ৷ ঠিক কেন সে তার সন্তানকে খুন করল ? এর কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথাই সে পুলিশকে জানিয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, কোন্ডালিমের সার্ভিস অ্যাপার্টমেন্টের তোয়ালেতে লেগে থাকা রক্তের দাগ থেকেই সন্দেহ দানা বাঁধে হোটেলকর্মী থেকে পুলিশের ৷ তবে সেই দাগ সূচনার ৷ ছেলেকে খুন করে তার দেহ একটি ব্যাগে ভরে নেয় সূচনা ৷ তারপর সোমবার সকালে ওই ব্যাগ নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় ৷ হোটেলকর্মী ঘরটি পরিষ্কার করতে গিয়ে এই খুনের বিষয়টি সামনে আসে ৷ তারা জানায়, যে ঘরে সূচনা ও তার ছেলে ছিল, সেই ঘরের তোয়ালেতে রক্তে দাগ পেয়েছে ৷ এরপরই সার্ভিস অ্যাপার্টমেন্ট পুলিশকে খবর দেয় ৷

পুলিশ ইনসপেক্টর ওই ট্যাক্সিচালকের সঙ্গে ফোনে কথা বলেন ৷ ওই চালক সূচনাকে বেঙ্গালুরু নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছনোর পর পুলিশ চালককে কাছাকাছি থানায় যেতে নির্দেশ দেয় ৷ কালাঙ্গুটে থানার এক দল পুলিশ চিত্রদুর্গে পৌঁছে সূচনাকে ট্রানজিট রিম্যান্ডে গোয়ায় নিয়ে আসে ৷ সূচনার লিঙ্কডইন পেজ অনুযায়ী, তার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ মাইন্ডফুল এআই ল্যাব 2021 সালে মহিলা পরিচালিত প্রথম 100 টি এআই ল্যাবের মধ্যে অন্যতম ৷

আরও পড়ুন:

  1. চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের
  2. মা'কে খুন করে দেহ লোপাট, এক বছর পর 'গুণধর' মেয়ের কীর্তি এল সামনে
  3. পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বহরমপুরে বাড়ির সামনে খুন তৃণমূল নেতা

গোয়া/চিত্রদুর্গ, 9 জানুয়ারি: স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে সূচনা শেঠের ৷ সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি ৷ এই সবকিছু নিয়ে হতাশ হয়ে পড়েছিল সে ৷ সন্তান খুনের অভিযোগে পুলিশি জেরায় দাম্পত্য অশান্তির কথাই জানিয়েছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার সিইও সূচনা ৷ শুধু তাই নয়, নর্থ গোয়ার ওই সার্ভিস অ্যাপাটমেন্টে সন্তান খুনের পর সূচনা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল ৷ মঙ্গলবার প্রাথমিক তদন্তে পুলিশের হাতে এমনই তথ্য এসেছে ৷ সার্ভিস অ্যাপার্টমেন্টের তোয়ালেতে লেগে থাকা রক্তের দাগ সূচনারই ৷ তবে খুনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ ৷

4 বছরের ছেলের দেহ নিয়ে পালানোর পথে সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গে ধরা পড়ে অভিযুক্ত সূচনা ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ তার বিরুদ্ধে ছেলে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷ আজ গোয়া পুলিশ তাকে মাপুসা কোর্টে পেশ করেছে ৷ তাকে ছ'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূচনা শেঠ পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ তবে এখন কর্ণাটকের বেঙ্গালুরুতে থাকে ৷ তার স্বামী কেরলের বাসিন্দা ৷ স্বামীর সঙ্গে সূচনার বিবাহবিচ্ছেদের মামলা চলছে ৷ তার নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিল সূচনা ৷ গত সপ্তাহে বিবাহ বিচ্ছেদের মামলায় আদালত যে নির্দেশ দেয়, তা সূচনার বিরুদ্ধে ছিল ৷ সেই নির্দেশ নিয়ে হতাশ ছিল সূচনা ৷ উত্তর গোয়ার এসপি নিধিন ভালসান জানিয়েছেন, সূচনার স্বামী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় ৷ পুলিশ ছেলের মর্মান্তির মৃত্যুর খবর তাঁকে জানিয়েছেন ৷

  • Goa murder | "The body of the 4-year-old boy found has been shifted to a hospital in Aimangala. After the postmortem of the body, it will be handed over to Goa Police," says Kumar Naik, Health inspector at Hiriyur government hospital in Karnataka's Chitradurga district.

    — ANI (@ANI) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 39 বছরের সূচনা 6 জানুয়ারি গোয়ার কান্ডোলিমের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে একটি ঘর ভাড়া নেন ৷ সেখানেই সে তার ছেলেকে হত্যা করে ৷ এরপর নিজেও তার বাঁ হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ৷ ঠিক কেন সে তার সন্তানকে খুন করল ? এর কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথাই সে পুলিশকে জানিয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, কোন্ডালিমের সার্ভিস অ্যাপার্টমেন্টের তোয়ালেতে লেগে থাকা রক্তের দাগ থেকেই সন্দেহ দানা বাঁধে হোটেলকর্মী থেকে পুলিশের ৷ তবে সেই দাগ সূচনার ৷ ছেলেকে খুন করে তার দেহ একটি ব্যাগে ভরে নেয় সূচনা ৷ তারপর সোমবার সকালে ওই ব্যাগ নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় ৷ হোটেলকর্মী ঘরটি পরিষ্কার করতে গিয়ে এই খুনের বিষয়টি সামনে আসে ৷ তারা জানায়, যে ঘরে সূচনা ও তার ছেলে ছিল, সেই ঘরের তোয়ালেতে রক্তে দাগ পেয়েছে ৷ এরপরই সার্ভিস অ্যাপার্টমেন্ট পুলিশকে খবর দেয় ৷

পুলিশ ইনসপেক্টর ওই ট্যাক্সিচালকের সঙ্গে ফোনে কথা বলেন ৷ ওই চালক সূচনাকে বেঙ্গালুরু নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছনোর পর পুলিশ চালককে কাছাকাছি থানায় যেতে নির্দেশ দেয় ৷ কালাঙ্গুটে থানার এক দল পুলিশ চিত্রদুর্গে পৌঁছে সূচনাকে ট্রানজিট রিম্যান্ডে গোয়ায় নিয়ে আসে ৷ সূচনার লিঙ্কডইন পেজ অনুযায়ী, তার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ মাইন্ডফুল এআই ল্যাব 2021 সালে মহিলা পরিচালিত প্রথম 100 টি এআই ল্যাবের মধ্যে অন্যতম ৷

আরও পড়ুন:

  1. চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের
  2. মা'কে খুন করে দেহ লোপাট, এক বছর পর 'গুণধর' মেয়ের কীর্তি এল সামনে
  3. পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বহরমপুরে বাড়ির সামনে খুন তৃণমূল নেতা
Last Updated : Jan 9, 2024, 8:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.