বেঙ্গালুরু, 27 সেপ্টেম্বর : বেঙ্গালুরুতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় সেই বাড়ির মালিকের বিরুদ্ধেই দায়ের হল এফআইআর ৷ অভিযুক্তের নাম সুরেশ (Suresh) ৷ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বেঙ্গালুরুর উইলসন গার্ডেনের কাছাকাছি লাক্কাসান্দ্রা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি ৷ এই বাড়িতেই ভাড়া থাকতেন নাম্মা মেট্রো প্রকল্পের শ্রমিকরা ৷
আরও পড়ুন : Bharat Bandh: কোথায় কতটা প্রভাব পড়ল বনধের ? রইল কয়েকটি টুকরো ছবি...
তবে সময়মতো তৎপর হওয়ায় এদিনের এই ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে ৷ সূত্রের খবর, বহুতলটি ভেঙে পড়ার আগেই কী ঘটতে চলেছে, তা আঁচ করে সেখান থেকে বেরিয়ে যান শ্রমিকরা ৷ সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয় ৷ কিন্তু, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভেঙে পড়ে গোটা বাড়ি ৷ তবে তাতে কারও আহত হওয়ার বা মারা যাওয়ার খবর মেলেনি ৷
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়িটি তৈরি করা হয়েছিল 1962 সালে ৷ তৈরি করেছিলেন নানজাপ্পা নামে এক ব্যক্তি ৷ তাঁরই ছেলে সুরেশ ৷ বর্তমানে তিনিই বাড়ির মালিক ৷ বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিল সুরেশের কাঁধেই ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বছর দুয়েক আগেই বাড়ির নানা জায়গায় ফাটল ধরতে শুরু করে ৷ কিন্তু, সুরেশ বিষয়টিকে পাত্তা দেননি ৷
আরও পড়ুন : Bombay High Court : স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে দ্রুত পেনশন দেওয়ার নির্দেশ বম্বে হাইকোর্টের
পুলিশের প্রাথমিক অনুমান, সময়মতো রক্ষণাবেক্ষণ না করাতেই বাড়িটি এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ আর তার জন্য সুরেশের দায়িত্বজ্ঞানহীনতাই দায়ী ৷ এই কারণেই তাঁর বিরুদ্ধে আদুগোডি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যদিও ঘটনার পর থেকেই চম্পট দিয়েছেন সুরেশ ৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ ৷