ETV Bharat / bharat

Kolkata to Ladakh on Foot : 100 দিনে কলকাতা থেকে হেঁটে লাদাখ পৌঁছনোর লক্ষ্যে পথচলা শুরু সিঙ্গুরের মিলনের - সিঙ্গুরের বাসিন্দা 26 বছরের মিলনকুমার মাঝি

মিলন জানিয়েছেন, তাঁর ইচ্ছে ছিল বাইকে চেপে লাদাখ যাওয়ার । কিন্তু আর্থিক কারণে তা সম্ভব হয়নি । তাই হেঁটেই পাড়ি দিয়েছেন তিনি (Kolkata to Ladakh on foot in 100 days)।

Kolkata to ladakh in 100 days
লক্ষ্য 100 দিন হেঁটে কলকাতা থেকে লাদাখ পৌঁছনো
author img

By

Published : Apr 23, 2022, 7:46 PM IST

মান্ডি, 23 এপ্রিল : হুগলির সিঙ্গুরের বাসিন্দা 26 বছরের মিলনকুমার মাঝি (Milan Kumar Manjhi from West Bengal) । বাংলার এই যুবক শপথ নিয়েছেন তাঁর এক দুর্দান্ত লক্ষ্য পূরণের । আর সেই লক্ষ্য পূরণের তাগিদে বর্তমানে পথ হাঁটছেন মিলন । হাঁটছেন মাইলের পর মাইল, পেরিয়ে যাচ্ছেন পথের ধারের একের পর এর মাইল ফলক । সিঙ্গুরের এই যুবকের ইচ্ছা, তিনি লাদাখ যাবেন পায়ে হেঁটে । তাও মাত্র 100 দিনে (Kolkata to Ladakh on foot in 100 days) ।

ইতিমধ্যেই নিজে্র এই যাত্রা শুরু করে দিয়েছেন মিলনকুমার মাঝি । 22 ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ থেকে হেঁটে লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই যুবক । নিজের দৃঢ় সংকল্পে ভর করে 60 দিনের মাথায় ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন হিমাচলের মান্ডি জেলায় । কলকাতা থেকে লাদাখের দুরত্ব প্রায় 2500 কিমি । 100 দিনে এই বিপুল পথ পাড়ি দেওয়ার ইচ্ছা মিলনের । 60 দিনের মধ্যে যার অনেকটা অর্থাৎ 1800 কিমি পথ ইতিমধ্যেই তিনি পেরিয়ে গিয়েছেন । প্রতিদিন প্রায় 30 কিমি করে হাঁটছেন যুবক ।

আরও পড়ুন : চলন্ত বাইকে তুঙ্গে 'হেলমেটবিহীন' রোম্যান্স ! ভিডিয়ো ভাইরাল হতেই আটক যুবক

কিন্তু কেন তাঁর এই কঠিন পথ চলার ইচ্ছা? মিলন জানিয়েছেন, লাদাখ ভ্রমণের স্বপ্ন তাঁর বহুদিনের । মাঝে ভেবে ছিলেন বাইকে করে কলকাতা থেকে লাদাখ যাবেন । কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় বাইক আর তাঁর কেনা হয়ে ওঠেনি । তাই ভরসা দু’পা । আর তাতে ভর দিয়েই সমতল থেকে পাহাড়, একের পর এক শহর, গ্রাম, জেলা, রাজ্য পেরিয়ে এগিয়ে চলেছেন সিঙ্গুরের এই যুবক । লকডাউনে কাজ হারিয়েছেন মিলন । বাবার সঙ্গে তাই চায়ের দোকান চালাতে হয় তাঁকে । তারই মাঝে কয়েকটা মাস সময় নিয়ে তাঁর এই লাদাখ সফর । নিজের এই চলার পথে অনেকের সাহায্য পাচ্ছেন বলে জানিয়েছেন মিলন । অচেনা হলেও পথের মাঝে কেউ তাঁকে দেখে খাবার এগিয়ে দিচ্ছেন, কেউ বা জল । কেউ দিচ্ছেন রাতে মাথা গোঁজার ঠাঁই । বেশ কিছু সামাজিক সংস্থা এই যুবককে আর্থিক সাহায্য করার আগ্রহও দেখিয়েছে, কিন্তু মিলন জানিয়েছেন তিনি কারও থেকে আর্থিক সাহায্য নেবেন না । গাড়ি চড়ার থেকে হাঁটা শরীরের পক্ষে বেশি উপকারী, নিজের এই পথচলা দিয়ে সেই বার্তাও দিতে চান মিলন মাঝি ।

মান্ডি, 23 এপ্রিল : হুগলির সিঙ্গুরের বাসিন্দা 26 বছরের মিলনকুমার মাঝি (Milan Kumar Manjhi from West Bengal) । বাংলার এই যুবক শপথ নিয়েছেন তাঁর এক দুর্দান্ত লক্ষ্য পূরণের । আর সেই লক্ষ্য পূরণের তাগিদে বর্তমানে পথ হাঁটছেন মিলন । হাঁটছেন মাইলের পর মাইল, পেরিয়ে যাচ্ছেন পথের ধারের একের পর এর মাইল ফলক । সিঙ্গুরের এই যুবকের ইচ্ছা, তিনি লাদাখ যাবেন পায়ে হেঁটে । তাও মাত্র 100 দিনে (Kolkata to Ladakh on foot in 100 days) ।

ইতিমধ্যেই নিজে্র এই যাত্রা শুরু করে দিয়েছেন মিলনকুমার মাঝি । 22 ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ থেকে হেঁটে লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই যুবক । নিজের দৃঢ় সংকল্পে ভর করে 60 দিনের মাথায় ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন হিমাচলের মান্ডি জেলায় । কলকাতা থেকে লাদাখের দুরত্ব প্রায় 2500 কিমি । 100 দিনে এই বিপুল পথ পাড়ি দেওয়ার ইচ্ছা মিলনের । 60 দিনের মধ্যে যার অনেকটা অর্থাৎ 1800 কিমি পথ ইতিমধ্যেই তিনি পেরিয়ে গিয়েছেন । প্রতিদিন প্রায় 30 কিমি করে হাঁটছেন যুবক ।

আরও পড়ুন : চলন্ত বাইকে তুঙ্গে 'হেলমেটবিহীন' রোম্যান্স ! ভিডিয়ো ভাইরাল হতেই আটক যুবক

কিন্তু কেন তাঁর এই কঠিন পথ চলার ইচ্ছা? মিলন জানিয়েছেন, লাদাখ ভ্রমণের স্বপ্ন তাঁর বহুদিনের । মাঝে ভেবে ছিলেন বাইকে করে কলকাতা থেকে লাদাখ যাবেন । কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় বাইক আর তাঁর কেনা হয়ে ওঠেনি । তাই ভরসা দু’পা । আর তাতে ভর দিয়েই সমতল থেকে পাহাড়, একের পর এক শহর, গ্রাম, জেলা, রাজ্য পেরিয়ে এগিয়ে চলেছেন সিঙ্গুরের এই যুবক । লকডাউনে কাজ হারিয়েছেন মিলন । বাবার সঙ্গে তাই চায়ের দোকান চালাতে হয় তাঁকে । তারই মাঝে কয়েকটা মাস সময় নিয়ে তাঁর এই লাদাখ সফর । নিজের এই চলার পথে অনেকের সাহায্য পাচ্ছেন বলে জানিয়েছেন মিলন । অচেনা হলেও পথের মাঝে কেউ তাঁকে দেখে খাবার এগিয়ে দিচ্ছেন, কেউ বা জল । কেউ দিচ্ছেন রাতে মাথা গোঁজার ঠাঁই । বেশ কিছু সামাজিক সংস্থা এই যুবককে আর্থিক সাহায্য করার আগ্রহও দেখিয়েছে, কিন্তু মিলন জানিয়েছেন তিনি কারও থেকে আর্থিক সাহায্য নেবেন না । গাড়ি চড়ার থেকে হাঁটা শরীরের পক্ষে বেশি উপকারী, নিজের এই পথচলা দিয়ে সেই বার্তাও দিতে চান মিলন মাঝি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.