ETV Bharat / bharat

Lovers Body Found from Lodge: চেন্নাইয়ের লজ থেকে উদ্ধার বাঙালি প্রেমিক যুগলের দেহ - bengali lovers found dead in chennai

চেন্নাইয়ের একটি লজ থেকে বাংলার এক তরুণ-তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ (Couple Bodies Found from Lodge) ৷ প্রাথমিক তদন্তে অনুমান তাঁরা প্রেমিক-প্রেমিকা ৷

Etv Bharat
চেন্নাইয়ের লজ থেকে উদ্ধার বাঙালি প্রেমিক যুগলের দেহ
author img

By

Published : Sep 8, 2022, 5:20 PM IST

Updated : Sep 8, 2022, 5:38 PM IST

চেন্নাই, 8 সেপ্টেম্বর: বাঙালি প্রেমিকযুগলের দেহ উদ্ধার হল চেন্নাইয়ের লজ থেকে(Bengali lovers found dead in chennai in Chennai) ৷ বুধবার সকালে চেন্নাইয়ের তিরুভাল্লিকেনি হাইওয়েতে হোয়াইট হাউস নামে যে লজ রয়েছে তাতে এক কর্মী দোতলার একটি ঘর পরিষ্কার করতে দুর্গন্ধ পায় ৷ এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তিরুভাল্লিকেনির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের দরজা ভাঙতেই যুগলের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ দ্রুত দেহগুলি উদ্ধার করে স্থানীয় ওমান্তুরার সরকারি হাসপাতালে পাঠায় পুলিশ ৷

এরপর সন্দেহজনক মৃত্যু মামলা নথিভুক্ত করে প্রাথমিক তদন্তে জানা যায়, দেহ দুটি পশ্চিমবঙ্গের প্রেমিক যুগলের(mysterious death of bengali couple at Chennai)৷ নাম প্রসেনজিৎ ঘোষ(23) ও অর্পিতা পাল(20)৷ তবে তাঁরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা তা এখনও জানা যায়নি ৷ তাঁরা 3 সেপ্টেম্বর চেন্নাইয়ের তিরুভাল্লিকেনির একটি লজে ওঠেন ৷ এরপর তাঁরা দু'জনেই গত তিনদিন ধরে লজের রুম থেকে বের হননি ৷ অর্পিতার দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান তিনি 2দিন আগেই মারা গিয়েছেন ৷ বান্ধবীর মৃত্যুর পর দু'দিন মৃতদেহের সঙ্গেই ছিলেন প্রেমিক ৷ তবে মুখে বালিশ থাকায় বান্ধবীকে খুন করার পর প্রেমিকের মৃত্যু হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷

চেন্নাই, 8 সেপ্টেম্বর: বাঙালি প্রেমিকযুগলের দেহ উদ্ধার হল চেন্নাইয়ের লজ থেকে(Bengali lovers found dead in chennai in Chennai) ৷ বুধবার সকালে চেন্নাইয়ের তিরুভাল্লিকেনি হাইওয়েতে হোয়াইট হাউস নামে যে লজ রয়েছে তাতে এক কর্মী দোতলার একটি ঘর পরিষ্কার করতে দুর্গন্ধ পায় ৷ এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তিরুভাল্লিকেনির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের দরজা ভাঙতেই যুগলের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ দ্রুত দেহগুলি উদ্ধার করে স্থানীয় ওমান্তুরার সরকারি হাসপাতালে পাঠায় পুলিশ ৷

এরপর সন্দেহজনক মৃত্যু মামলা নথিভুক্ত করে প্রাথমিক তদন্তে জানা যায়, দেহ দুটি পশ্চিমবঙ্গের প্রেমিক যুগলের(mysterious death of bengali couple at Chennai)৷ নাম প্রসেনজিৎ ঘোষ(23) ও অর্পিতা পাল(20)৷ তবে তাঁরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা তা এখনও জানা যায়নি ৷ তাঁরা 3 সেপ্টেম্বর চেন্নাইয়ের তিরুভাল্লিকেনির একটি লজে ওঠেন ৷ এরপর তাঁরা দু'জনেই গত তিনদিন ধরে লজের রুম থেকে বের হননি ৷ অর্পিতার দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান তিনি 2দিন আগেই মারা গিয়েছেন ৷ বান্ধবীর মৃত্যুর পর দু'দিন মৃতদেহের সঙ্গেই ছিলেন প্রেমিক ৷ তবে মুখে বালিশ থাকায় বান্ধবীকে খুন করার পর প্রেমিকের মৃত্যু হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : কলকাতায় উদ্ধার রাজস্থানি যুগলের ঝুলন্ত দেহ, প্রেমঘটিত কারণে মৃত্যু ?

Last Updated : Sep 8, 2022, 5:38 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.