ETV Bharat / bharat

Bengal Monitor Lizard Rape : গোসাপকে ধর্ষণ, মহারাষ্ট্রে গ্রেফতার তিন

চোরাশিকারির খোঁজ করতে গিয়ে একটি ভিডিয়ো হাতে আসে বনকর্মীদের ৷ সেখানেই এই ভয়ঙ্কর ঘটনাটি পাওয়া গিয়েছে (Bengal Monitor Lizard Raped in Sahyadri Tiger Project Area) ৷ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ৷

bengal monitor lizard raped in sahyadri tiger project area
Bengal Monitor Lizard Rape : গোসাপকে ধর্ষণ, মহারাষ্ট্রে গ্রেফতার তিন
author img

By

Published : Apr 8, 2022, 5:32 PM IST

কোলাপুর (মহারাষ্ট্র), 8 এপ্রিল : কেঁচো খুঁড়তে কেউটে ! মহারাষ্ট্রের শেয়াদ্রি ব্যাঘ্র প্রকল্পের (Sahyadri Tiger Project Area) ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ কারণ, চোরাশিকারির খোঁজ করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার হদিশ পেয়েছেন বনকর্মীরা ৷ সামনে এসেছে গোসাপকে ধর্ষণের ঘটনা (Bengal Monitor Lizard Raped in Sahyadri Tiger Project Area) ৷

ঘটনাটি চলতি বছরের 31 মার্চের ৷ বনকর্মীদের সূত্রে জানা গিয়েছে, সেদিন বাঘের গতিবিধি নজরদারি করার জন্য বসানো ক্যামেরায় তিন যুবককে দেখা যায় ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল ৷ বনকর্মীরা বুঝতে পারেন যে ওই তিন যুবক চোরাশিকারি ৷ সঙ্গে সঙ্গে তাদের ধরার চেষ্টা শুরু হয় ৷

বেশ কয়েকদিন আশপাশের এলাকায় তল্লাশি চালানোর পর বনকর্মীদের হাতে ওই তিন যুবক ধরা পড়ে ৷ তখনই ভয়ঙ্কর ঘটনাটি সামনে আসে বলে জানা গিয়েছে ৷ বনকর্মীদের সূত্রে খবর, ওই তিনজনের মধ্যে একজনের মোবাইলে একটি ভিডিয়ো পাওয়া যায় ৷ সেখানে দেখা যাচ্ছে, তিনজনের মধ্যে একজন একটি গোসাপকে ধর্ষণ করছে ৷

বনকর্মীরা ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেন ৷ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে (3 persons arrested) ৷ তাদের মনোবিদের কাছে পাঠানো হচ্ছে ৷ পুলিশ ধৃতদের কাছ থেকে একটি বাইক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে ৷

আরও পড়ুন : UP Rape Threat : অপহরণ ও ধর্ষণের হুমকি দিয়ে বিতর্কে ধর্মগুরু, তদন্তে পুলিশ

কোলাপুর (মহারাষ্ট্র), 8 এপ্রিল : কেঁচো খুঁড়তে কেউটে ! মহারাষ্ট্রের শেয়াদ্রি ব্যাঘ্র প্রকল্পের (Sahyadri Tiger Project Area) ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ কারণ, চোরাশিকারির খোঁজ করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার হদিশ পেয়েছেন বনকর্মীরা ৷ সামনে এসেছে গোসাপকে ধর্ষণের ঘটনা (Bengal Monitor Lizard Raped in Sahyadri Tiger Project Area) ৷

ঘটনাটি চলতি বছরের 31 মার্চের ৷ বনকর্মীদের সূত্রে জানা গিয়েছে, সেদিন বাঘের গতিবিধি নজরদারি করার জন্য বসানো ক্যামেরায় তিন যুবককে দেখা যায় ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল ৷ বনকর্মীরা বুঝতে পারেন যে ওই তিন যুবক চোরাশিকারি ৷ সঙ্গে সঙ্গে তাদের ধরার চেষ্টা শুরু হয় ৷

বেশ কয়েকদিন আশপাশের এলাকায় তল্লাশি চালানোর পর বনকর্মীদের হাতে ওই তিন যুবক ধরা পড়ে ৷ তখনই ভয়ঙ্কর ঘটনাটি সামনে আসে বলে জানা গিয়েছে ৷ বনকর্মীদের সূত্রে খবর, ওই তিনজনের মধ্যে একজনের মোবাইলে একটি ভিডিয়ো পাওয়া যায় ৷ সেখানে দেখা যাচ্ছে, তিনজনের মধ্যে একজন একটি গোসাপকে ধর্ষণ করছে ৷

বনকর্মীরা ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেন ৷ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে (3 persons arrested) ৷ তাদের মনোবিদের কাছে পাঠানো হচ্ছে ৷ পুলিশ ধৃতদের কাছ থেকে একটি বাইক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে ৷

আরও পড়ুন : UP Rape Threat : অপহরণ ও ধর্ষণের হুমকি দিয়ে বিতর্কে ধর্মগুরু, তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.