ETV Bharat / bharat

দিদি জিও দিদি ! মোদিকে জবাব দিয়ে মমতাকে অভিনন্দন অখিলেশের - অখিলেশ যাদব

বাংলায় তৃণমূলের জয়ের আশা জোরদার হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন অখিলেশ যাদব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'দিদি ও... দিদি' কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি ৷

Bengal Election Result 2021: akhilesh yadav congratulates mamata banerjee as trend shows tmc sweep in bengal
দিদি জিও দিদি ! মোদিকে জবাব দিয়ে মমতাকে অভিনন্দন অখিলেশের
author img

By

Published : May 2, 2021, 1:01 PM IST

কলকাতা, 2 মে: 'দিদি ও... দিদি ৷' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে প্রচারে এসে বারবার এ কথা বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এ বার ভোটগণনার ট্রেন্ডে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অনেকটা এগিয়ে যেতেই মোদিকে সেই কটাক্ষের জবাব দিলেন মমতা-ঘনিষ্ঠ অখিলেশ যাদব ৷ টুইটে তিনি লিখলেন, 'দিদি জিও দিদি ৷'

বাংলায় ভোটগণনার ট্রেন্ড তৃণমূলের জয়ের ইঙ্গিত করার সঙ্গে সঙ্গেই অভিনন্দনের ঝড় বইতে শুরু করেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব ৷ মমতার সঙ্গে তাঁর একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়ে দেওয়া সচেতন জনতা, যুদ্ধরত শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা ও কর্মকর্তাদের হার্দিক শুভেচ্ছা ৷ একজন মহিলাকে বিজেপি দিদি ও দিদি বলে যে কটাক্ষ করেছিল, এটা তার বিরুদ্ধে মুখের উপর যোগ্য জবাব জনতার ৷" টুইটের শেষে হ্যাশট্যাগ দিয়ে 'দিদি জিও দিদি' লিখেছেন অখিলেশ ৷

  • प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!

    ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।

    # दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA

    — Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ট্রেন্ড অনুযায়ী ডাবল ডিজিট পেরোচ্ছে না বিজেপি, 191 আসনে এগিয়ে তৃণমূল

ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছিল সমাজবাদী পার্টি ৷ ভোটের প্রচারে তারা দলীয় নেত্রী জয়া বচ্চনকে বাংলায় পাঠিয়েছিলেন ৷ তৃণমূলের প্রার্থীদের হয়ে রোড শো ও সভা করতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে ৷

কলকাতা, 2 মে: 'দিদি ও... দিদি ৷' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে প্রচারে এসে বারবার এ কথা বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এ বার ভোটগণনার ট্রেন্ডে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অনেকটা এগিয়ে যেতেই মোদিকে সেই কটাক্ষের জবাব দিলেন মমতা-ঘনিষ্ঠ অখিলেশ যাদব ৷ টুইটে তিনি লিখলেন, 'দিদি জিও দিদি ৷'

বাংলায় ভোটগণনার ট্রেন্ড তৃণমূলের জয়ের ইঙ্গিত করার সঙ্গে সঙ্গেই অভিনন্দনের ঝড় বইতে শুরু করেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব ৷ মমতার সঙ্গে তাঁর একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়ে দেওয়া সচেতন জনতা, যুদ্ধরত শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা ও কর্মকর্তাদের হার্দিক শুভেচ্ছা ৷ একজন মহিলাকে বিজেপি দিদি ও দিদি বলে যে কটাক্ষ করেছিল, এটা তার বিরুদ্ধে মুখের উপর যোগ্য জবাব জনতার ৷" টুইটের শেষে হ্যাশট্যাগ দিয়ে 'দিদি জিও দিদি' লিখেছেন অখিলেশ ৷

  • प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!

    ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।

    # दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA

    — Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ট্রেন্ড অনুযায়ী ডাবল ডিজিট পেরোচ্ছে না বিজেপি, 191 আসনে এগিয়ে তৃণমূল

ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছিল সমাজবাদী পার্টি ৷ ভোটের প্রচারে তারা দলীয় নেত্রী জয়া বচ্চনকে বাংলায় পাঠিয়েছিলেন ৷ তৃণমূলের প্রার্থীদের হয়ে রোড শো ও সভা করতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.