ETV Bharat / bharat

Sukanta Majumdar: 4 বছরে রাজ্য থেকে নিখোঁজ হয়েছেন প্রায় দেড় লাখ মহিলা ! চাঞ্চল্যকর দাবি সুকান্তর - দ্য কেরলা স্টোরি

দ্য কেরলা স্টোরির প্রদর্শন বন্ধ করা নিয়ে তরজা চলছে। প্রশাসনের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পালটা বিজেপির দাবি, ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখাই এমন পদক্ষেপের উদ্দেশ্য । এই আবহে রাজ্য থেকে মহিলাদের নিখোঁজ হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 10, 2023, 9:15 AM IST

Updated : May 10, 2023, 9:56 AM IST

কলকাতা, 10 মে: রাজ্যে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে তরজা এখনও চলছে। ভোটব্যাংকে আঘাত লাগতে পারে ধরে নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করে বিজেপি। তবে রাজ্যের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না-হয় তার জন্যই ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে বলে নবান্ন জানিয়েছে । এবার কয়েক ধাপ এগিয়ে রাজ্য বিজেপির সভাপতির দাবি, সত্য গোপন করে ইসলামিক চরমপন্থীদের রক্ষা করতেই দ্য কেরালা স্টোরির প্রদর্শন বন্ধ করা হয়েছে।

নিজের বক্তব্যের সমর্থনে কয়েকটি পরিসংখ্যানও তুলে ধরেছেন বালুরঘাটের এই সাংসদ। তথ্য সূত্র হিসেবে তিনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির কথা উল্লেখ করে তিনি জানান, 2016 সাল থেকে 2020 সালের মধ্যে রাজ্য থেকে 1 লাখ 43 হাজার 102 জন মহিলা নিখোঁজ হয়েছেন । আর এই সময়ের মধ্যে তামিলনাড়ু থেকে নিখোঁজ হয়েছেন 53 হাজার 780 জন মহিলা। রাজ্য সভাপতির অভিযোগ, এই সত্য যাতে কেউ জানতে না পারে তার জন্যই এই দুটি রাজ্যে সিনেমার প্রদর্শন বন্ধ করা হয়েছে। পাশাপাশি এভাবে ইসলামিক চরমপন্থীদেরও সাহায্য করা হচ্ছে বলে সাংসদ মনে করেন।

  • 1,43,102 women went missing in West Bengal and 53,780 women went missing in Tamil Nadu from 2016-2020. These are the same states where ‘The Kerala Story’ is banned or not screened by multiplexes. Of course, hiding the truth and shielding lslamists is more important! pic.twitter.com/aqg2Bg0Zxy

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য কেরলা স্টোরি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি এই ছবিতে কেরলার কয়েকটি ঘটনা তুলে ধরো হয়েছে। দেখানো হয়েছে, নানাভাবে ভুল বুঝিয়ে হিন্দু থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মেয়েদের ধর্মান্তর করে আইএসআইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়ার মতো দেশে পাঠানো হয় ।

মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছিল। মুক্তি পাওয়ার পর তা আরও বেড়েছে। কেরলের মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, ছবির তৈরি আসল কারণ নিয়ে। আবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা মনে করেন, ভুল বুঝিয়ে মেয়েদের ধর্মান্তর করে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া নতুন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ। এমনই উতপ্ত রাজনৈতিক আবহে সোমবার দুপরে নবান্ন রাজ্যে ছবির প্রদর্শন বন্ধ করে দেয় । সেদিন রাতে কয়েকটি জায়গায় এই ছবি দেখানো হচ্ছে খবর পেয়ে ব্যবস্থা নেয় পুলিশ। অন্যদিকে, এই সিদ্ধান্তের পর আরও একবার তোষণের রাজনীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি ।

আরও পড়ুন: কংগ্রেস-বিজেপির মহারণ! কর্ণাটকে 224 আসনে ভোট শুরু

কলকাতা, 10 মে: রাজ্যে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে তরজা এখনও চলছে। ভোটব্যাংকে আঘাত লাগতে পারে ধরে নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করে বিজেপি। তবে রাজ্যের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না-হয় তার জন্যই ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে বলে নবান্ন জানিয়েছে । এবার কয়েক ধাপ এগিয়ে রাজ্য বিজেপির সভাপতির দাবি, সত্য গোপন করে ইসলামিক চরমপন্থীদের রক্ষা করতেই দ্য কেরালা স্টোরির প্রদর্শন বন্ধ করা হয়েছে।

নিজের বক্তব্যের সমর্থনে কয়েকটি পরিসংখ্যানও তুলে ধরেছেন বালুরঘাটের এই সাংসদ। তথ্য সূত্র হিসেবে তিনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির কথা উল্লেখ করে তিনি জানান, 2016 সাল থেকে 2020 সালের মধ্যে রাজ্য থেকে 1 লাখ 43 হাজার 102 জন মহিলা নিখোঁজ হয়েছেন । আর এই সময়ের মধ্যে তামিলনাড়ু থেকে নিখোঁজ হয়েছেন 53 হাজার 780 জন মহিলা। রাজ্য সভাপতির অভিযোগ, এই সত্য যাতে কেউ জানতে না পারে তার জন্যই এই দুটি রাজ্যে সিনেমার প্রদর্শন বন্ধ করা হয়েছে। পাশাপাশি এভাবে ইসলামিক চরমপন্থীদেরও সাহায্য করা হচ্ছে বলে সাংসদ মনে করেন।

  • 1,43,102 women went missing in West Bengal and 53,780 women went missing in Tamil Nadu from 2016-2020. These are the same states where ‘The Kerala Story’ is banned or not screened by multiplexes. Of course, hiding the truth and shielding lslamists is more important! pic.twitter.com/aqg2Bg0Zxy

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য কেরলা স্টোরি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি এই ছবিতে কেরলার কয়েকটি ঘটনা তুলে ধরো হয়েছে। দেখানো হয়েছে, নানাভাবে ভুল বুঝিয়ে হিন্দু থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মেয়েদের ধর্মান্তর করে আইএসআইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়ার মতো দেশে পাঠানো হয় ।

মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছিল। মুক্তি পাওয়ার পর তা আরও বেড়েছে। কেরলের মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, ছবির তৈরি আসল কারণ নিয়ে। আবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা মনে করেন, ভুল বুঝিয়ে মেয়েদের ধর্মান্তর করে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া নতুন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ। এমনই উতপ্ত রাজনৈতিক আবহে সোমবার দুপরে নবান্ন রাজ্যে ছবির প্রদর্শন বন্ধ করে দেয় । সেদিন রাতে কয়েকটি জায়গায় এই ছবি দেখানো হচ্ছে খবর পেয়ে ব্যবস্থা নেয় পুলিশ। অন্যদিকে, এই সিদ্ধান্তের পর আরও একবার তোষণের রাজনীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি ।

আরও পড়ুন: কংগ্রেস-বিজেপির মহারণ! কর্ণাটকে 224 আসনে ভোট শুরু

Last Updated : May 10, 2023, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.