আমেদাবাদ (গুজরাত), 17 ডিসেম্বর: সরকারি গাড়ি চুরির অভিযোগে গুজরাতের আমেদাবাদের গায়কোয়াড় হাভেলি পুলিশ (Gaikwad Haveli Police) একজন ভিক্ষুককে গ্রেফতার করেছে । সেখানকার জামালপুরের গীতা মন্দির এসটি বাস স্ট্যান্ডের কাছে আমেদাবাদ পৌরনিগমের (Ahmedabad Municipal Corporation) আরোগ্য ভবন থেকে ওই সরকারি গাড়ি চুরি যায় ৷ ওই ভবন চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চুরির ঘটনা । তার পরই গ্রেফতার করা হয় ওই ভিক্ষুককে ৷
অভিযুক্তের নাম সাহিল মাকসুদ খান পাঠান । সরকারি ভবনের কাছে তিনি ভিক্ষা করতেন । ভিক্ষুক স্বাস্থ্য আধিকারিকদের জন্য রাখা একটি স্করপিও গাড়ি আরোগ্য ভবন চত্বর থেকে নিয়ে বরোদায় পালিয়ে যায় বলে অভিযোগ ৷ কিন্তু নদিয়াড়ে পৌঁছে গাড়িটির জ্বালানি তেল ফুরিয়ে যায় ৷ তখন টাকার অভাবে তিনি গাড়িটি সেখানে রেখে আমেদাবাদে (Ahmedabad) ফিরে আসেন ।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পাঠানকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ তাঁর অতীতের রেকর্ড খতিয়ে দেখছে ৷ তিনি এর আগে কোনও অপরাধ করেছেন কি না, ওই দফতরের কেউ ডাকাতির সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।
আরও পড়ুন: চুরি গেল ট্রান্সফর্মার, অন্ধকারে দিন কাটাচ্ছেন 5টি গ্রামের বাসিন্দারা