ETV Bharat / bharat

Assembly Election Result 2022 : ফলপ্রকাশের প্রাক্কালে পাঁচ রাজ্যে বিধানসভার খুঁটিনাটি, নজরে থাকছে যে সকল কেন্দ্র

পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছরের জন্য কুর্সিতে কারা, জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘণ্টার (Vote counting in five states set to take place on March 10) ৷ বুথ ফেরৎ সমীক্ষায় এর আভাস মিলেছে ইতিমধ্যেই ৷ কিন্তু বুথ ফেরৎ সমীক্ষার হিসেব উল্টে যাওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে নেহাত কম নেই ৷

Assembly Election
ফলপ্রকাশের প্রাক্কালে পাঁচ রাজ্যে বিধানসভার খুঁটিনাটি, নজরে থাকছেন যাঁরা বা যে সকল কেন্দ্র
author img

By

Published : Mar 9, 2022, 10:26 PM IST

হায়দরাবাদ, 9 মার্চ : উত্তরপ্রদেশ, পঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড এবং গোয়া ৷ পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছরের জন্য কুর্সিতে কারা, জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘণ্টার (Vote counting in five states set to take place on March 10) ৷ বুথ ফেরৎ সমীক্ষায় যার আভাস মিলেছে ইতিমধ্যেই ৷ কিন্তু বুথ ফেরৎ সমীক্ষার হিসেব উল্টে যাওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে নেহাত কম নেই ৷ তাছাড়া ভিন্ন এজেন্সির বুথ ফেরৎ সমীক্ষায় উঠে আসা ভিন্ন তথ্যে বিভ্রান্ত মানুষ শেষ পর্যন্ত চেয়ে থাকেন ফল প্রকাশের দিকেই ৷

তবু বিভিন্ন এজেন্সির বুথ ফেরৎ সমীক্ষার ট্রেন্ড যা আভাস দিচ্ছে তাতে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ফের 'সিকন্দর' হলেও আসন কমছে পদ্মশিবিরের ৷ কংগ্রেসের অন্তর্কলহের সুযোগে পঞ্জাবে বাজিমাত করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ উত্তরাখণ্ডের যা ট্রেন্ড তাতে ক্ষমতা ধরে রাখলেও সেখানে গেরুয়া শিবিরকে যথেষ্ট বেগ পেত হবে ৷

বুথ ফেরৎ সমীক্ষায় গোয়া বিধানসভায় আবার ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত মিলছে ৷ জান লড়িয়েও সেখানে ঘাসফুল ফোটাতে ব্যর্থ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে কয়েকটি এজেন্সির বুথ ফেরৎসমীক্ষা সত্যি হলে 40 আসনের পশ্চিমের ছোট্ট রাজ্যটিতে 'কিংমেকার' হতে পারে তৃণমূল কংগ্রেস ৷ এদিকে 60 আসনের মণিপুর ফের বিজেপির দখলে যাচ্ছে বলেই ইঙ্গিত এক্সিট পোলে ৷

তবে ফল প্রকাশের আগে 5টি রাজ্যের বেশ কিছু হেভিওয়েট বিধানসভা কেন্দ্র এবং প্রার্থীদের নামের দিকে চোখ বোলানো যাক :

  • উত্তরপ্রদেশ : 403 আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় 15কোটি 2 লক্ষ 84 হাজার 5 জন ভোটারের হাতে 4,442 জন প্রার্থীর ভাগ্যগণনা ৷ এরমধ্যে 2017 নির্বাচনে বিজেপি জোটের দখলে ছিল 325টি আসন ৷ বিজেপি একাই জিতেছিল 312টি-তে ৷ এবার সেই সংখ্যাটা কমে আসতে পারে আড়াইশোর আশেপাশে ৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি দু'অঙ্কেই সীমাবদ্ধ থাকবে বলে আভাস এক্সিট পোলে ৷

নজরে রয়েছেন যোগী আদিত্যনাথ (গোরক্ষপুর), অখিলেশ যাদব, (কারহাল), কেশব প্রসাদ মৌর্য (সিরাথু), অনিল রাজভর (শিবপুর), বিনয় শঙ্কর তিওয়ারি (চিল্লুপার) ৷

  • পঞ্জাব : 117 আসনের পঞ্জাবে 1,304 জন প্রার্থীর ভাগ্যগণনা 2 কোটি 14 লক্ষ 99 হাজার 804 ভোটারের হাতে ৷ 77টি আসনে জয়লাভ করে গতবার কুর্সিতে এসেছিল কংগ্রেস ৷ কিন্তু এবার হাওয়া ব্যাপকভাবে বইছে আম আদমি পার্টির দিকে ৷

নজরে থাকছেন চরণজিৎ সিং চন্না (চমকুর সাহিব), নভজোৎ সিং সিধু (অমৃতসর পূর্ব), অমরিন্দর সিং (পাতিয়ালা), ভগবৎ মান (ধুরি) ৷

  • উত্তরাখণ্ড : দেবভূমির 70টি আসনে 632 জন প্রার্থীর ভাগ্য 81 লক্ষ ভোটারের হাতে ৷ নজরে থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (খতিমা), মদন কৌশিক (হরিদ্বার), ধন সিং রাওয়াত (শ্রীনগর) ৷
  • গোয়া : সৈকতরাজ্যে 40টি আসনে ভাগ্যপরীক্ষা 301 প্রার্থীর ৷ নজরে নির্দল প্রার্থী প্রয়াত মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্কর (পানাজি), নজরে ফতোরদা, বেনোলিমের মত কেন্দ্রগুলিও ৷
  • মণিপুর : 60 আসনের মণিপুরে প্রায় সাড়ে 8 লক্ষ মানুষের হাতে 265 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৷ নজরে মুখ্যমন্ত্রী বিজেপির এন বীরেন সিং (হেইনগং), ওয়াই খেমচাঁদ সিং (সিংজামেই ) ৷

হায়দরাবাদ, 9 মার্চ : উত্তরপ্রদেশ, পঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড এবং গোয়া ৷ পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছরের জন্য কুর্সিতে কারা, জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘণ্টার (Vote counting in five states set to take place on March 10) ৷ বুথ ফেরৎ সমীক্ষায় যার আভাস মিলেছে ইতিমধ্যেই ৷ কিন্তু বুথ ফেরৎ সমীক্ষার হিসেব উল্টে যাওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে নেহাত কম নেই ৷ তাছাড়া ভিন্ন এজেন্সির বুথ ফেরৎ সমীক্ষায় উঠে আসা ভিন্ন তথ্যে বিভ্রান্ত মানুষ শেষ পর্যন্ত চেয়ে থাকেন ফল প্রকাশের দিকেই ৷

তবু বিভিন্ন এজেন্সির বুথ ফেরৎ সমীক্ষার ট্রেন্ড যা আভাস দিচ্ছে তাতে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ফের 'সিকন্দর' হলেও আসন কমছে পদ্মশিবিরের ৷ কংগ্রেসের অন্তর্কলহের সুযোগে পঞ্জাবে বাজিমাত করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ উত্তরাখণ্ডের যা ট্রেন্ড তাতে ক্ষমতা ধরে রাখলেও সেখানে গেরুয়া শিবিরকে যথেষ্ট বেগ পেত হবে ৷

বুথ ফেরৎ সমীক্ষায় গোয়া বিধানসভায় আবার ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত মিলছে ৷ জান লড়িয়েও সেখানে ঘাসফুল ফোটাতে ব্যর্থ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে কয়েকটি এজেন্সির বুথ ফেরৎসমীক্ষা সত্যি হলে 40 আসনের পশ্চিমের ছোট্ট রাজ্যটিতে 'কিংমেকার' হতে পারে তৃণমূল কংগ্রেস ৷ এদিকে 60 আসনের মণিপুর ফের বিজেপির দখলে যাচ্ছে বলেই ইঙ্গিত এক্সিট পোলে ৷

তবে ফল প্রকাশের আগে 5টি রাজ্যের বেশ কিছু হেভিওয়েট বিধানসভা কেন্দ্র এবং প্রার্থীদের নামের দিকে চোখ বোলানো যাক :

  • উত্তরপ্রদেশ : 403 আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় 15কোটি 2 লক্ষ 84 হাজার 5 জন ভোটারের হাতে 4,442 জন প্রার্থীর ভাগ্যগণনা ৷ এরমধ্যে 2017 নির্বাচনে বিজেপি জোটের দখলে ছিল 325টি আসন ৷ বিজেপি একাই জিতেছিল 312টি-তে ৷ এবার সেই সংখ্যাটা কমে আসতে পারে আড়াইশোর আশেপাশে ৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি দু'অঙ্কেই সীমাবদ্ধ থাকবে বলে আভাস এক্সিট পোলে ৷

নজরে রয়েছেন যোগী আদিত্যনাথ (গোরক্ষপুর), অখিলেশ যাদব, (কারহাল), কেশব প্রসাদ মৌর্য (সিরাথু), অনিল রাজভর (শিবপুর), বিনয় শঙ্কর তিওয়ারি (চিল্লুপার) ৷

  • পঞ্জাব : 117 আসনের পঞ্জাবে 1,304 জন প্রার্থীর ভাগ্যগণনা 2 কোটি 14 লক্ষ 99 হাজার 804 ভোটারের হাতে ৷ 77টি আসনে জয়লাভ করে গতবার কুর্সিতে এসেছিল কংগ্রেস ৷ কিন্তু এবার হাওয়া ব্যাপকভাবে বইছে আম আদমি পার্টির দিকে ৷

নজরে থাকছেন চরণজিৎ সিং চন্না (চমকুর সাহিব), নভজোৎ সিং সিধু (অমৃতসর পূর্ব), অমরিন্দর সিং (পাতিয়ালা), ভগবৎ মান (ধুরি) ৷

  • উত্তরাখণ্ড : দেবভূমির 70টি আসনে 632 জন প্রার্থীর ভাগ্য 81 লক্ষ ভোটারের হাতে ৷ নজরে থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (খতিমা), মদন কৌশিক (হরিদ্বার), ধন সিং রাওয়াত (শ্রীনগর) ৷
  • গোয়া : সৈকতরাজ্যে 40টি আসনে ভাগ্যপরীক্ষা 301 প্রার্থীর ৷ নজরে নির্দল প্রার্থী প্রয়াত মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্কর (পানাজি), নজরে ফতোরদা, বেনোলিমের মত কেন্দ্রগুলিও ৷
  • মণিপুর : 60 আসনের মণিপুরে প্রায় সাড়ে 8 লক্ষ মানুষের হাতে 265 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৷ নজরে মুখ্যমন্ত্রী বিজেপির এন বীরেন সিং (হেইনগং), ওয়াই খেমচাঁদ সিং (সিংজামেই ) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.