ETV Bharat / bharat

Becharam Manna on tea garden labours : আগামী জানুয়ারি থেকেই ন্যুনতম মজুরির আওতায় বাগান শ্রমিকরা, আশ্বাস বেচারাম মান্নার

author img

By

Published : Dec 3, 2021, 5:51 PM IST

দার্জিলিং সার্কিট হাউজে কার্শিয়াং ও দার্জিলিংয়ের শ্রম দপ্তর, জেলা প্রশাসন, চা বাগান শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে শ্রমিকের নিয়ে একগুচ্ছ আশ্বাসবাণী বর্ষণ করলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না ৷ তার মধ্যে একদিকে যেমন রয়েছে 16টি বন্ধ চা বাগান পুনরায় খোলার আশ্বাস, তেমনি তিনি জানান, আগামী 1 জানুয়ারি থেকে চা বাগানের শ্রমিকদের ন্যুনতম মজুরির আওতায় আনা হবে ( Becharam Manna says tea garden labours will get minimum salaray form january) ৷

becharam manna
বেচারাম মান্না

দার্জিলিং, 3 ডিসেম্বর : 1 জানুয়ারি থেকেই চা বাগান শ্রমিকদের ন্যুনতম মজুরির আওতায় আনা হবে (r Becharam Manna says tea garden labours will get minimum salaray form january)। সেই সঙ্গে উত্তরবঙ্গে বন্ধ 16টি চা বাগানও দ্রুত খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার একথা জানান রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না । এদিন দার্জিলিং সার্কিট হাউজে কার্শিয়াং ও দার্জিলিংয়ের শ্রম দপ্তর, জেলা প্রশাসন, চা বাগান শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী । সেই বৈঠকে মূলত চা শ্রমিকদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে । দুয়ারে সরকার ও শ্রমিক মেলার মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পের আওতায় আনা হবে তাদের ।

এছাড়াও চা বাগানের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরতে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য শ্রম দফতর । ১ ফেব্রুয়ারি থেকে চা বাগানের ফুটবল খেলোয়াড়দের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উত্তরবঙ্গে শুরু হবে চা বাগান গোল্ড কাপ (tea garden gold cup ) । উত্তরবঙ্গের আট জেলাকে চারটি জোনে ভাগ করে ওই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে শ্রম দফতর । মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত ওই টুর্নামেন্ট চলবে । প্রতিযোগিতায় অংশ নেবে দার্জিলিং জোন, শিলিগুড়ি জোন, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জোন ৷ ওই টুর্নামেন্ট থেকে উঠে আসা চারটি দলের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে নেবেন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এবং পেশাদারি কোচরা ।

আরও পড়ুন : নবান্নে মমতা-গৌতম বৈঠক, রাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী

জানা গিয়েছে, দার্জিলিংয়ের লেবং, শিলিগুড়ি সংলগ্ন কমলাবাড়ি চা বাগান, জলপাইগুড়ির ওদলাবাড়ি ও মেটেলি এবং আলিপুরদুয়ারের বীরপাড়া মিলিয়ে মোট পাঁচটি জায়গায় খেলা হবে এই টুর্নামেন্টটি । এছাড়া এদিন মন্ত্রী আরও বলেন, "দার্জিলিং জেলায় ৬টি চা বাগান বন্ধ রয়েছে । তার মধ্যে পেশক ও কলেজ ফিল্ড চা বাগান সাতদিনের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে । উত্তরে বন্ধ বাকি 14টি বন্ধ চা বাগানও দ্রুত খোলা হবে ৷ 1 জানুয়ারি থেকে চা বাগানের শ্রমিকদের ন্যুনতম মজুরির আওতায় আনা হবে । "

দার্জিলিং, 3 ডিসেম্বর : 1 জানুয়ারি থেকেই চা বাগান শ্রমিকদের ন্যুনতম মজুরির আওতায় আনা হবে (r Becharam Manna says tea garden labours will get minimum salaray form january)। সেই সঙ্গে উত্তরবঙ্গে বন্ধ 16টি চা বাগানও দ্রুত খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার একথা জানান রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না । এদিন দার্জিলিং সার্কিট হাউজে কার্শিয়াং ও দার্জিলিংয়ের শ্রম দপ্তর, জেলা প্রশাসন, চা বাগান শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী । সেই বৈঠকে মূলত চা শ্রমিকদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে । দুয়ারে সরকার ও শ্রমিক মেলার মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পের আওতায় আনা হবে তাদের ।

এছাড়াও চা বাগানের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরতে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য শ্রম দফতর । ১ ফেব্রুয়ারি থেকে চা বাগানের ফুটবল খেলোয়াড়দের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উত্তরবঙ্গে শুরু হবে চা বাগান গোল্ড কাপ (tea garden gold cup ) । উত্তরবঙ্গের আট জেলাকে চারটি জোনে ভাগ করে ওই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে শ্রম দফতর । মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত ওই টুর্নামেন্ট চলবে । প্রতিযোগিতায় অংশ নেবে দার্জিলিং জোন, শিলিগুড়ি জোন, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জোন ৷ ওই টুর্নামেন্ট থেকে উঠে আসা চারটি দলের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে নেবেন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এবং পেশাদারি কোচরা ।

আরও পড়ুন : নবান্নে মমতা-গৌতম বৈঠক, রাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী

জানা গিয়েছে, দার্জিলিংয়ের লেবং, শিলিগুড়ি সংলগ্ন কমলাবাড়ি চা বাগান, জলপাইগুড়ির ওদলাবাড়ি ও মেটেলি এবং আলিপুরদুয়ারের বীরপাড়া মিলিয়ে মোট পাঁচটি জায়গায় খেলা হবে এই টুর্নামেন্টটি । এছাড়া এদিন মন্ত্রী আরও বলেন, "দার্জিলিং জেলায় ৬টি চা বাগান বন্ধ রয়েছে । তার মধ্যে পেশক ও কলেজ ফিল্ড চা বাগান সাতদিনের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে । উত্তরে বন্ধ বাকি 14টি বন্ধ চা বাগানও দ্রুত খোলা হবে ৷ 1 জানুয়ারি থেকে চা বাগানের শ্রমিকদের ন্যুনতম মজুরির আওতায় আনা হবে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.