ETV Bharat / bharat

'রামমন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করুন', প্রধান বিচারপতির কাছে আবেদন - Chief Justice of India

Ram Mandir consecration: রামমন্দির উদ্বোধনের দিন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট-সহ দেশের সব আদালত বন্ধ থাকুক ৷ ছুটি ঘোষণা করুন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, আবেদন জানিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

ETV Bharat
রামমন্দির উদ্বোধনে ছুটির আবেদন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 9:42 AM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করা হোক ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে এই অনুরোধ জানিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই দিনটি সুপ্রিম কোর্ট-সহ দেশের সব হাইকোর্ট, জেলা দায়রা আদালতে ছুটি দেওয়া হোক, আর্জি জানিয়েছে বার কাউন্সিল ৷

বিসিআই-এর চেয়ারম্যান প্রবীণ আইনজীবী মানান কুমার মিশ্র রামমন্দির উদ্বোধনের দিন ছুটির আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন ৷ তাতে তিনি জানিয়েছেন, "অযোধ্যায় রামমন্দির একটি বিশ্বাসের ব্যাপার ৷ এটি নাগরিকদের কাছে আবেগের ৷ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয়, ভগবান রামের জন্মভূমি অযোধ্যা ৷ তাই ওই বিতর্কিত জায়গাটি মন্দির তৈরির জন্য ধার্য করে দেশের শীর্ষ আদালত ৷ এতে হিন্দু সম্প্রদায়ের সত্য, বিশ্বাসের কথা প্রতিফলিত হয়েছে ৷"

তিনি আরও জানিয়েছেন, দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে এই অনুষ্ঠানটি ধার্মিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ৷ বহু দিন ধরে মানুষ এই স্বপ্নপূরণের জন্য, আইনি জটিলতা সমাধানের জন্য অপেক্ষা করে থেকেছে ৷ এই ঘটনা দেশের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷

ধর্ম, সংস্কৃতি, জাতীয় এবং আন্তর্জাতিক- এইসব দিক দিয়েই রামমন্দির উদ্বোধন উল্লেখযোগ্য ৷ তাই প্রবীণ আইনজীবী মানান কুমার মিশ্র দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে 22 জানুয়ারি দিনটি সুপ্রিম কোর্ট, দেশের সব হাইকোর্ট, জেলা দায়রা আদালত ও অন্য সব আদালতগুলিতে ছুটি ঘোষণার আবেদন জানিয়েছেন ৷ ছুটি পেলে আইনজীবী-সহ আদালতের সব কর্মচারী অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবে ৷

আরও পড়ুন:

  1. ভিডিয়ো কনফারেন্সের ডাটা হ্যাক হচ্ছে বলে প্রযুক্তিকে বর্জন নয়, জানালেন দেশের প্রধান বিচারপতি
  2. বিলকিস-মামলায় বড় ধাক্কা গুজরাত সরকারের, দোষীদের মুক্তির সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে
  3. কৃষ্ণ জন্মভূমি মামলা: অ্যাডভোকেট কমিশনার নিয়োগে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করা হোক ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে এই অনুরোধ জানিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই দিনটি সুপ্রিম কোর্ট-সহ দেশের সব হাইকোর্ট, জেলা দায়রা আদালতে ছুটি দেওয়া হোক, আর্জি জানিয়েছে বার কাউন্সিল ৷

বিসিআই-এর চেয়ারম্যান প্রবীণ আইনজীবী মানান কুমার মিশ্র রামমন্দির উদ্বোধনের দিন ছুটির আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন ৷ তাতে তিনি জানিয়েছেন, "অযোধ্যায় রামমন্দির একটি বিশ্বাসের ব্যাপার ৷ এটি নাগরিকদের কাছে আবেগের ৷ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয়, ভগবান রামের জন্মভূমি অযোধ্যা ৷ তাই ওই বিতর্কিত জায়গাটি মন্দির তৈরির জন্য ধার্য করে দেশের শীর্ষ আদালত ৷ এতে হিন্দু সম্প্রদায়ের সত্য, বিশ্বাসের কথা প্রতিফলিত হয়েছে ৷"

তিনি আরও জানিয়েছেন, দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে এই অনুষ্ঠানটি ধার্মিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ৷ বহু দিন ধরে মানুষ এই স্বপ্নপূরণের জন্য, আইনি জটিলতা সমাধানের জন্য অপেক্ষা করে থেকেছে ৷ এই ঘটনা দেশের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷

ধর্ম, সংস্কৃতি, জাতীয় এবং আন্তর্জাতিক- এইসব দিক দিয়েই রামমন্দির উদ্বোধন উল্লেখযোগ্য ৷ তাই প্রবীণ আইনজীবী মানান কুমার মিশ্র দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে 22 জানুয়ারি দিনটি সুপ্রিম কোর্ট, দেশের সব হাইকোর্ট, জেলা দায়রা আদালত ও অন্য সব আদালতগুলিতে ছুটি ঘোষণার আবেদন জানিয়েছেন ৷ ছুটি পেলে আইনজীবী-সহ আদালতের সব কর্মচারী অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবে ৷

আরও পড়ুন:

  1. ভিডিয়ো কনফারেন্সের ডাটা হ্যাক হচ্ছে বলে প্রযুক্তিকে বর্জন নয়, জানালেন দেশের প্রধান বিচারপতি
  2. বিলকিস-মামলায় বড় ধাক্কা গুজরাত সরকারের, দোষীদের মুক্তির সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে
  3. কৃষ্ণ জন্মভূমি মামলা: অ্যাডভোকেট কমিশনার নিয়োগে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.