নয়াদিল্লি, 27 জানুয়ারি: নরেন্দ্র মোদির শাসনকালে 2002 সালে হওয়া গোধরা দাঙ্গা নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র (BBC documentary) দেখানোর পরিকল্পনা করায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ থেকে 24 জন ছাত্রকে আটক করল দিল্লি পুলিশ (Delhi Police detains students from DU)৷ পুলিশের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়াতে তথ্যচিত্রটি দেখানো নিয়ে একই রকমের হট্টগোলের কয়েকদিন পরেই একই ছবি দেখা গেল দিল্লি বিশ্ববিদ্যালয়ে (BBC Modi Docu Controversy)৷
'শান্তি রক্ষায় আটক 24': ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর) সাগর সিং কালসি বলেছেন, "বিকাল 4টের দিকে আর্টস ফ্যাকাল্টির গেটের বাইরে প্রায় 20 জন বিবিসির নিষিদ্ধ তথ্যচিত্রটির স্ক্রিনিং করতে এসেছিলেন । যেহেতু এটি এলাকায় শান্তির বিঘ্ন ঘটাতে পারে, তাই তাঁদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল । যখন তাঁরা সেটা করেননি, তখন তাঁদের শান্তিপূর্ণভাবে আটক করা হয় । মোট 24 জনকে আটক করা হয়েছে ।"
কর্তৃপক্ষের অনুমতি চায়নি ছাত্ররা: আগের দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তাবিত স্ক্রিনিংয়ের বিষয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছিল । দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রজনী আব্বি বলেছেন যে, তাঁরা স্ক্রিনিংয়ের অনুমতি দেবেন না এবং ছাত্রদের সংগঠনগুলিও কর্তৃপক্ষের অনুমতি চায়নি বলে জানান তিনি । ছাত্র সংগঠনগুলি তথ্যচিত্র প্রদর্শনের আহ্বান জানালে উত্তর ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় । উত্তর ক্যাম্পাসে বড় জমায়েতও নিষিদ্ধ করে পুলিশ ।
আরও পড়ুন: চলছিল 'দ্য মোদি কোয়েশ্চেন', হঠাৎ বিদ্যুতবিচ্ছিন্ন করা হল প্রেসিডেন্সির ওই ঘরে
ক্যাম্পাসে 144 ধারা জারি রয়েছে: এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে ক্যাম্পাসে 144 ধারা জারি করা হয়েছিল । তিনি বলেছেন, "বিশ্ববিদ্যালয়ে কোনও আইনশৃঙ্খলা সমস্যা যাতে না হয় সে জন্য ডিসেম্বর মাস থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছিল ৷" কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন উত্তর ক্যাম্পাসে বিকাল 4টেয় তথ্যচিত্রটির স্ক্রিনিং ঘোষণা করেছিল ৷ ভীম আর্মি স্টুডেন্টস ফেডারেশন বলেছিল যে, এটি বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির বাইরে বিকেল 5টায় তথ্যচিত্রের স্ক্রিনিং করবে ।
বাম সমর্থিত স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) কর্মীদের বিতর্কিত তথ্যচিত্র দেখাতে বাধা দিতে দিল্লি পুলিশের কর্মীরা আম্বেদকর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে ৷ বেশ কয়েকজন ছাত্র জানান, তাঁরা ফোন এবং ল্যাপটপেও এটি দেখার বিকল্প ব্যবস্থা করেছিল । পুলিশ কর্মকর্তারা অবশ্য বলেছেন যে, তাঁরা এলাকায় শান্তি নিশ্চিত করতে জেলার সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিদর্শন করছে ।
বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে: এসএফআই অভিযোগ করেছে যে, স্ক্রিনিং হতে পারেনি কারণ সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ৷ তবে ফিল্মের লিঙ্ক-সহ একটি কিউআর কোড শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করা হয়েছিল, যাতে তাঁরা তাঁদের ব্যক্তিগত ডিভাইসে এটি দেখতে পারেন ।