ETV Bharat / bharat

Kovind Praises PM Modi: মোদি ছাড়া অন্য কোনও প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণের কথা বলেননি: কোবিন্দ - রাম নাথ কোবিন্দ

নরেন্দ্র মোদি ছাড়া অন্য কোনও প্রধানমন্ত্রী কখনও শৌচালয় নির্মাণের কথা বলেননি ৷ দিল্লিতে এ কথা বললেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৷

Kovind-Modi ETv bharat
মোদি ও কোবিন্দ
author img

By

Published : Apr 2, 2023, 5:32 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল: লাল কেল্লা থেকে শৌচালয় তৈরির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতো আরও কোনও প্রধানমন্ত্রী এই বিষয়ে জোর দেননি ৷ রবিবার এ কথা বললেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৷ নিকাশি সংক্রান্ত সমাজবিজ্ঞানের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কোবিন্দ ৷

সেই সম্মেলনে নরেন্দ্র মোদির বার্তাও পাঠ করা হয় । প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে: নিকাশি এবং পরিচ্ছন্নতার রূপান্তরমূলক ফলাফল সম্পর্কে জনগণকে সচেতন করা ডোমেন-নির্দিষ্ট পেশাদারদের প্রস্তুত করতে এবং কর্মসংস্থান ও স্ব-রোজগারের জন্য আরও সুযোগ তৈরি করতে সহায়তা করবে ।

এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কোবিন্দ মহাত্মা গান্ধির কথা স্মরণ করেছেন ৷ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়েছিলেন বাপুজি । তাঁর প্রসঙ্গ টেনে কোবিন্দ বলেন, "জাতির জনক মহাত্মা গান্ধি বলতেন, পরিচ্ছন্নতা ধার্মিকতার পাশেই রয়েছে । যেমন হৃদয় শুদ্ধ না হলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না, তেমনই শরীর পরিষ্কার না হলে ঈশ্বরের আশীর্বাদ মেলে না । কোবিন্দের প্রশ্ন, "অপরিষ্কার জায়গায় থাকা অবস্থায় কীভাবে একজনের শরীর পরিষ্কার থাকে ?"

প্রাক্তন রাষ্ট্রপতি শৌচাগার তৈরি এবং নিকাশি ব্যবস্থার প্রতি জনসাধারণের মনকে আলোকিত করার জন্য মোদির দেশব্যাপী প্রচারমূলক উদ্যোগের প্রশংসা করেন ৷ কোবিন্দ বলেন, গান্ধিজির এই বিশ্বাস ছিল যে স্বাধীনতার চেয়েও উপরে হল পরিষ্কার-পরিচ্ছন্নতা । তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি স্বাধীনতা ও পরিচ্ছন্নতার মিশনে জড়িত ছিলেন, কিন্তু যদি তাঁকে একটিকে অগ্রাধিকার দিতে হয় তবে তিনি কোনটিকে বেছে দেবেন ? গান্ধিজি বলেছিলেন যে, "দেশ শেষ পর্যন্ত স্বাধীন হবে ৷ তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আজ থেকেই মনোযোগ দেওয়া উচিত কারণ এটি আমাদের হাতে রয়েছে ।"

আরও পড়ুন: ভারত আজ আত্মনির্ভর, গোয়া-অরুণাচলের প্রশংসায় প্রধানমন্ত্রী

কোবিন্দের কথায়, গান্ধিজির পরে যদি কেউ পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝে থাকেন, তবে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি বেশ কয়েকবার হাইলাইট করা হয়েছে যে, তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লাল কেল্লা থেকে শৌচাগার নির্মাণের কথা বলেন । কোনও প্রধানমন্ত্রী এটা বলেননি । এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে । কিছু লোক এটা নিয়ে মজাও করেছেন ৷ অনেকে বলছেন, প্রধানমন্ত্রীর শুধু এই কাজটাই করার আছে ৷

রবিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকরা অংশ নিচ্ছেন । সম্মেলনটি দিল্লির সুলভ ইন্টারন্যাশনালের একটি সহকারি প্রতিষ্ঠান সুলভ ইন্টারন্যাশনাল স্কুল অফ অ্যাকশন সোসিওলজি দ্বারা আয়োজিত হচ্ছে । সম্মেলনে স্যানিটেশন অধ্যয়নকে সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার হিসাবে বর্ণনা করার সময়, কোবিন্দ স্যানিটেশন এবং এর অধ্যয়ন সম্পর্কিত বিষয়গুলিকে উন্নীত করার জন্য শিক্ষাবিদদের কৌশল তৈরি করার আহ্বান জানান ।

নয়াদিল্লি, 2 এপ্রিল: লাল কেল্লা থেকে শৌচালয় তৈরির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতো আরও কোনও প্রধানমন্ত্রী এই বিষয়ে জোর দেননি ৷ রবিবার এ কথা বললেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৷ নিকাশি সংক্রান্ত সমাজবিজ্ঞানের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কোবিন্দ ৷

সেই সম্মেলনে নরেন্দ্র মোদির বার্তাও পাঠ করা হয় । প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে: নিকাশি এবং পরিচ্ছন্নতার রূপান্তরমূলক ফলাফল সম্পর্কে জনগণকে সচেতন করা ডোমেন-নির্দিষ্ট পেশাদারদের প্রস্তুত করতে এবং কর্মসংস্থান ও স্ব-রোজগারের জন্য আরও সুযোগ তৈরি করতে সহায়তা করবে ।

এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কোবিন্দ মহাত্মা গান্ধির কথা স্মরণ করেছেন ৷ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়েছিলেন বাপুজি । তাঁর প্রসঙ্গ টেনে কোবিন্দ বলেন, "জাতির জনক মহাত্মা গান্ধি বলতেন, পরিচ্ছন্নতা ধার্মিকতার পাশেই রয়েছে । যেমন হৃদয় শুদ্ধ না হলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না, তেমনই শরীর পরিষ্কার না হলে ঈশ্বরের আশীর্বাদ মেলে না । কোবিন্দের প্রশ্ন, "অপরিষ্কার জায়গায় থাকা অবস্থায় কীভাবে একজনের শরীর পরিষ্কার থাকে ?"

প্রাক্তন রাষ্ট্রপতি শৌচাগার তৈরি এবং নিকাশি ব্যবস্থার প্রতি জনসাধারণের মনকে আলোকিত করার জন্য মোদির দেশব্যাপী প্রচারমূলক উদ্যোগের প্রশংসা করেন ৷ কোবিন্দ বলেন, গান্ধিজির এই বিশ্বাস ছিল যে স্বাধীনতার চেয়েও উপরে হল পরিষ্কার-পরিচ্ছন্নতা । তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি স্বাধীনতা ও পরিচ্ছন্নতার মিশনে জড়িত ছিলেন, কিন্তু যদি তাঁকে একটিকে অগ্রাধিকার দিতে হয় তবে তিনি কোনটিকে বেছে দেবেন ? গান্ধিজি বলেছিলেন যে, "দেশ শেষ পর্যন্ত স্বাধীন হবে ৷ তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আজ থেকেই মনোযোগ দেওয়া উচিত কারণ এটি আমাদের হাতে রয়েছে ।"

আরও পড়ুন: ভারত আজ আত্মনির্ভর, গোয়া-অরুণাচলের প্রশংসায় প্রধানমন্ত্রী

কোবিন্দের কথায়, গান্ধিজির পরে যদি কেউ পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝে থাকেন, তবে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি বেশ কয়েকবার হাইলাইট করা হয়েছে যে, তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লাল কেল্লা থেকে শৌচাগার নির্মাণের কথা বলেন । কোনও প্রধানমন্ত্রী এটা বলেননি । এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে । কিছু লোক এটা নিয়ে মজাও করেছেন ৷ অনেকে বলছেন, প্রধানমন্ত্রীর শুধু এই কাজটাই করার আছে ৷

রবিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকরা অংশ নিচ্ছেন । সম্মেলনটি দিল্লির সুলভ ইন্টারন্যাশনালের একটি সহকারি প্রতিষ্ঠান সুলভ ইন্টারন্যাশনাল স্কুল অফ অ্যাকশন সোসিওলজি দ্বারা আয়োজিত হচ্ছে । সম্মেলনে স্যানিটেশন অধ্যয়নকে সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার হিসাবে বর্ণনা করার সময়, কোবিন্দ স্যানিটেশন এবং এর অধ্যয়ন সম্পর্কিত বিষয়গুলিকে উন্নীত করার জন্য শিক্ষাবিদদের কৌশল তৈরি করার আহ্বান জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.