ETV Bharat / bharat

Rajasthan Elections 2023: হাত বাড়ালেই পাকিস্তান ! রাজস্থানের বারমার গ্রামের ভোটার সংখ্যা চমকে দেওয়ার মতো

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 11:13 AM IST

আগামী 25 নভেম্বর রাজস্থানে বহু প্রত্যন্ত গ্রামে ভোট হবে ৷ রইল তেমনই একটি গ্রামের কথা ৷ পাশাপাশি, জানা গেল মধ্যপ্রদেশের একটি দূরবর্তী গ্রামের কথাও । সেখানে ইভিএম মেশিন নিয়ে যেতে হয় নৌকায় চাপিয়ে ৷ সেই গ্রামে আবার কোনও নেতাই যাননি ৷

ETV Bharat
রাজস্থানের বারমারে ভোটার সংখ্যা মাত্র 35

জয়পুর, 11 নভেম্বর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ মরুরাজ্যের 200টি আসনে ভোট 25 নভেম্বর ৷ 3 ডিসেম্বর ফল ঘোষণা ৷ এর মধ্যে বুথ তৈরির কাজ হচ্ছে ৷ রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে বুথ তৈরি করা হচ্ছে ৷ মরু অঞ্চল থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন, তার সব বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন ৷ ভোটারদের যেন খুব বেশি দূরে যেতে না হয়, সেদিকেই নজর রেখেই কমিশন সমস্ত ব্যবস্থা করছে ৷

  • VIDEO | Rajasthan elections 2023: Polling booth in this village in Barmer caters only to 35 voters

    As Rajasthan readies itself for the Assembly elections scheduled to be held on November 25, the Election Commission has made meticulous arrangements for people to cast their votes.… pic.twitter.com/WntpFQwjNb

    — Press Trust of India (@PTI_News) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেমনই একটি প্রত্যন্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে বারমার গ্রামে ৷ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত এই বারমার গ্রামে ভোটারের সংখ্যা মাত্র 35 ৷ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে রাজস্থানের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 1 হাজার 170 কিমি ৷ এই গ্রামটি থেকে জেলা সদরের দূরত্ব 150 কিমি ৷ আর আন্তর্জাতিক সীমান্ত মাত্র 1 কিলোমিটার দূরে ৷ এই গ্রামে শিশু-সহ জনসংখ্যা প্রায় 70 জন ৷ তাদের মধ্যে 35 জন ভোট দিতে পারবেন ৷

রাজস্থানের সঙ্গে আরও চারটি রাজ্য- মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিশগড়েও বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ এর মধ্যে 7 নভেম্বর মিজোরামে বিধানসভা ভোট হয়ে গিয়েছে ৷ এদিনই ছত্তিশগড়ে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়েছে ৷ দ্বিতীয় দফায় ভোট 17 নভেম্বর ৷ এদিন আবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ বিজেপি শাসিত এই রাজ্যটিতে আসন সংখ্যা 230টি ৷

এই রাজ্যে এমন একটি গ্রাম আছে যেখানে ভোটকর্মীদের নৌকা করে ইভিএম মেশিন নিয়ে যেতে হবে ৷ প্রত্যন্ত এই ঝানদানা গ্রামটি আলিরাজপুর জেলায় অবস্থিত ৷ ভোটকর্মীরা নৌকায় চড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যাবেন ৷ তারপর পাহাড়ি এলাকায় বন্ধুর রাস্তা হেঁটে এই গ্রামে পৌঁছতে হবে ৷ এবার পঞ্চায়েত ভবনেই ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে ৷ ঝানদানায় সব মিলিয়ে এক হাজার মানুষের বাস ৷ তাঁদের মধ্যে 763 জন ভোট দিতে পারবেন ৷ আলিরাজপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত এই প্রত্যন্ত গ্রামের আসনটি শুধুমাত্র তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ গ্রামবাসীর ক্ষোভ, এবার ভোটের আগে তাঁদের কাছে কোনও নেতাই আসেননি ৷ এমনই আবহে হবে ভোট।

আরও পড়ুন:

জয়পুর, 11 নভেম্বর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ মরুরাজ্যের 200টি আসনে ভোট 25 নভেম্বর ৷ 3 ডিসেম্বর ফল ঘোষণা ৷ এর মধ্যে বুথ তৈরির কাজ হচ্ছে ৷ রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে বুথ তৈরি করা হচ্ছে ৷ মরু অঞ্চল থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন, তার সব বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন ৷ ভোটারদের যেন খুব বেশি দূরে যেতে না হয়, সেদিকেই নজর রেখেই কমিশন সমস্ত ব্যবস্থা করছে ৷

  • VIDEO | Rajasthan elections 2023: Polling booth in this village in Barmer caters only to 35 voters

    As Rajasthan readies itself for the Assembly elections scheduled to be held on November 25, the Election Commission has made meticulous arrangements for people to cast their votes.… pic.twitter.com/WntpFQwjNb

    — Press Trust of India (@PTI_News) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেমনই একটি প্রত্যন্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে বারমার গ্রামে ৷ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত এই বারমার গ্রামে ভোটারের সংখ্যা মাত্র 35 ৷ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে রাজস্থানের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 1 হাজার 170 কিমি ৷ এই গ্রামটি থেকে জেলা সদরের দূরত্ব 150 কিমি ৷ আর আন্তর্জাতিক সীমান্ত মাত্র 1 কিলোমিটার দূরে ৷ এই গ্রামে শিশু-সহ জনসংখ্যা প্রায় 70 জন ৷ তাদের মধ্যে 35 জন ভোট দিতে পারবেন ৷

রাজস্থানের সঙ্গে আরও চারটি রাজ্য- মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিশগড়েও বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ এর মধ্যে 7 নভেম্বর মিজোরামে বিধানসভা ভোট হয়ে গিয়েছে ৷ এদিনই ছত্তিশগড়ে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়েছে ৷ দ্বিতীয় দফায় ভোট 17 নভেম্বর ৷ এদিন আবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ বিজেপি শাসিত এই রাজ্যটিতে আসন সংখ্যা 230টি ৷

এই রাজ্যে এমন একটি গ্রাম আছে যেখানে ভোটকর্মীদের নৌকা করে ইভিএম মেশিন নিয়ে যেতে হবে ৷ প্রত্যন্ত এই ঝানদানা গ্রামটি আলিরাজপুর জেলায় অবস্থিত ৷ ভোটকর্মীরা নৌকায় চড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যাবেন ৷ তারপর পাহাড়ি এলাকায় বন্ধুর রাস্তা হেঁটে এই গ্রামে পৌঁছতে হবে ৷ এবার পঞ্চায়েত ভবনেই ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে ৷ ঝানদানায় সব মিলিয়ে এক হাজার মানুষের বাস ৷ তাঁদের মধ্যে 763 জন ভোট দিতে পারবেন ৷ আলিরাজপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত এই প্রত্যন্ত গ্রামের আসনটি শুধুমাত্র তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ গ্রামবাসীর ক্ষোভ, এবার ভোটের আগে তাঁদের কাছে কোনও নেতাই আসেননি ৷ এমনই আবহে হবে ভোট।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.