বেঙ্গালুরু, 14 মে: কে হবেন মুখ্যমন্ত্রী ? কর্ণাটকে নির্বাচনী লড়াই শেষে এখন এটাই লাখ টাকার প্রশ্ন ৷ ধরাশায়ী হয়েছে বিজেপি ৷ কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ হয়ে 135টি আসন পেয়েছে ৷ এবার প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ৷ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ৷
রবিবার বিকেলে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হবে ৷ সেখানেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এর মধ্যে এই দুই হেভিওয়েট নেতার বাড়ির সামনে পরবর্তী মুখ্যমন্ত্রী লেখা প্ল্যাকার্ড লাগালেন সমর্থকরা ৷ এমনকী বেঙ্গালুরুতে কংগ্রেসের জয়ের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে ৷ এর মধ্যে কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার আবার ভোটে জয়ের রেকর্ড গড়েছেন ৷ তাঁর ভোট প্রাপ্তির হার 75.03 শতাংশ ৷ তাঁর থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বি নাগারাজু 20 হাজার 561 টি ভোট পেয়েছেন ৷
পরবর্তী মুখ্য়মন্ত্রী সিদ্ধারামাইয়া ব্যানারটি দেখা গেল বেঙ্গালুরুতে তাঁর বাড়ির সামনের দরজায় ৷ ব্যানারে লেখা রয়েছে, তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবেন ৷ সূত্রের খবর, কংগ্রেসের তরুণ নেতা শশীকুমারের নির্দেশে এই ব্যানারটি প্রবীণ নেতা সিদ্ধারামাইয়ার বাড়ির সামনে লাগানো হয়েছে ৷ এদিকে কেপিসিসি সভাপতি ডি কে শিবকুমারের সমর্থকরাও তাঁর বাড়ির সামনে 'পরবর্তী মুখ্যমন্ত্রী' লেখা পোস্টার লাগিয়েছেন ৷
শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছে কংগ্রেস ৷ 43 শতাংশ ভোট পড়েছে তাদের ঝুলিতে ৷ এখনও পর্যন্ত রাজ্যে এত ভোট কোনও দল পায়নি ৷ দলের সঙ্গে রেকর্ড গড়েছেন ডি কে শিবকুমারও ৷ তিনি কনকপুর বিধানসভা কেন্দ্রে 1 লক্ষ 43 হাজার 23 টি ভোট পেয়েছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 75.03 শতাংশ ৷ মাত্র 20 হাজার 561 টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জেডিএস প্রার্থী বি নাগারাজু ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 10.82 শতাংশ ৷ তাই শিবকুমার লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন, যা এর আগে হয়নি ৷
অন্যদিকে বরুণা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া ৷ তিনি 1 লক্ষ 19 হাজার 816 সংখ্যক ভোট পেয়েছেন ৷ তাঁর ভোট প্রাপ্তির হার 60.09 শতাংশ ৷ 73 হাজার 653 টি ভোট পেয়ে সিদ্ধারামাইয়ার কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী ভি সোমান্না ৷ মানে 46 হাজারের কিছু বেশি ভোটে জিতেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷