নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: আদানি গোষ্ঠী সম্পর্কে কার কাছে কী কী তথ্য রয়েছে, ব্যাংকের কত টাকা এই মুহূর্তে রয়েছে আদানিদের সংস্থার হাতে, সেই সমস্ত তথ্য জানতে চেয়েছিল রিজার্ভ ব্য়াংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই ৷ এবার পরদিনই বিজ্ঞপ্তি জারি করে আরবিআই জানিয়ে দিল, দেশের ব্যাংকগুলি নিরাপদ এবং সুরক্ষিত (Banking sector resilient and stable) ।
এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্য়াংক অব ইন্ডিয়া । সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, "একটি ব্যবসায়িক সংস্থার কাছে ভারতীয় ব্যাংকগুলির এক্সপোজার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মিডিয়া রিপোর্ট হয়েছে । নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধায়ক হিসাবে, আরবিআই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংকিং সেক্টর এবং ব্যক্তিগত ব্যাংকগুলির উপর অবিরাম নজরদারি বজায় রাখে । আরবিআইয়ের একটি সেন্ট্রাল রিপোজিটরি অফ ইনফরমেশন অফ লার্জ ক্রেডিট (Central Repository of Information on Large Credits) ডাটাবেস সিস্টেম রয়েছে । যেখানে ব্যাংকগুলি তাদের 5 কোটি এবং তার উপরে এক্সপোজার রিপোর্ট করে যা নিরীক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় ।
-
RBI statement on the health of Indian Banking sectorhttps://t.co/LnCLD63QBj
— ReserveBankOfIndia (@RBI) February 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">RBI statement on the health of Indian Banking sectorhttps://t.co/LnCLD63QBj
— ReserveBankOfIndia (@RBI) February 3, 2023RBI statement on the health of Indian Banking sectorhttps://t.co/LnCLD63QBj
— ReserveBankOfIndia (@RBI) February 3, 2023
একই সঙ্গে জানানো হয়েছে, "আরবিআইয়ের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, ব্যাংকিং সেক্টর স্থিতিশীল রয়েছে । মূলধনের পর্যাপ্ততা, সম্পদের গুণমান, প্রভিশন কভারেজ সম্পর্কিত বিভিন্ন দিকই স্বাস্থ্যকর । ব্যাংকগুলিও আরবিআই দ্বারা জারি করা লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্ক (LEF) নির্দেশিকা মেনে চলছে ৷"
আরও পড়ুন: এক রিপোর্টেই আঁধারে আদানি ! কী এই হিন্ডেনবার্গ রিসার্চ ?
গত সপ্তাহেই আদানি গোষ্ঠী সম্পর্কে রিপোর্ট প্রকাশ করে মার্কিন লগ্নি-গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) ৷ ফলস্বরূপ, গত সপ্তাহ থেকে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর পতন শুরু হয়েছে ৷ এই প্রেক্ষাপটেই আদানি গোষ্ঠী সম্পর্কে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিল আরবিআই (RBI on Adani Group) ৷ হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) পেশ করা রিপোর্ট এবং তার পরবর্তী ঘটনাক্রমের জেরেই এই পদক্ষেপ ৷
আরও পড়ুন: বাজার অস্থির, তাই এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত ! ভিডিয়ো বার্তায় দাবি আদানির