ETV Bharat / bharat

Shootout at Indore: কুকুরকে হাঁটানো ঘিরে বচসা, 2 ব্যক্তিকে গুলি করে খুন ! অভিযুক্ত ব্যাংকের নিরাপত্তারক্ষী

Bank Security Guard Shoots Two Men in Indore: বাড়ির সামনে কুকুরকে ঘোরানা নিয়ে তর্কাতর্কি ৷ আর সেই তর্কাতর্কিকে কেন্দ্র করে গুলি চললো ইন্দোরে ৷ 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যাংকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ৷

Shootout at Indore ETV BHARAT
Shootout at Indore
author img

By

Published : Aug 18, 2023, 2:27 PM IST

ইন্দোর, 18 অগস্ট: কুকুরদের হাঁটানো নিয়ে বচসা ৷ আর তার জেরে গুলি করে 2 ব্যক্তিকে হত্যার অভিযোগ । ঘটনায় আরও 8 জন আহত । অভিযোগ উঠল একটি ব্যাংকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা থানা এলাকায় ৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষী রাজপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁর রাইফেলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় মৃত দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল স্থানীয় এক ব্যক্তি তাঁর কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ৷ সেই নিয়ে রাস্তায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তারক্ষী রাজপাল যাদবের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয় ৷ জানা গিয়েছে, মূলত রাজ্যপাল যাদব তাঁর বাড়ির সামনে কুকুরকে ঘরানো নিয়ে আপত্তি জানান ৷ সেই নিয়েই কথাকাটা শুরু হয় ৷ কিন্তু, এই তর্কাতর্কির মাঝে রাজপাল যাদব বাড়ির ভিতরে যান এবং তাঁর 12 বোরের লোডেড রাইফেল বের করে আনেন ৷ অভিযোগ আগে-পিছু না দেখে, না ভেবে গুলি চালাতে শুরু করেন রাজপাল যাদব ৷

এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং আরও 8 জন আহত হন বলে জানিয়েছেন ইন্দোর পুলিশের এক আধিকারিক ৷ মৃত দুই ব্যক্তির পরিচয় সুবিমল এবং রাহুল ৷ আহতরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ইন্দোরের অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অভিযুক্ত ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী রাজপাল যাদবকে গ্রেফতার করা হয়েছে ৷ এমনকি তাঁর 12 বোরের রাইফেলটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ দেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: বিহারে বাড়ি ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! নীতীশ কুমারের হস্তক্ষেপের দাবি

যদিও, ঘটনাস্থলে উপস্থিতি একটা দাবি করেছেন, ‘‘কুকুর পোষা ও বেড়াতে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় ৷ এক ব্যাংক নিরাপত্তারক্ষা এই ঘটনায় 8 জনের উপর গুলি চালায় ৷ তাঁদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে এবং 6 জন হাসপাতালে ভরতি ৷ এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সেই ফুটেজ দেদার শেয়ার করা হচ্ছে বলে অভিযোগ ৷

ইন্দোর, 18 অগস্ট: কুকুরদের হাঁটানো নিয়ে বচসা ৷ আর তার জেরে গুলি করে 2 ব্যক্তিকে হত্যার অভিযোগ । ঘটনায় আরও 8 জন আহত । অভিযোগ উঠল একটি ব্যাংকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা থানা এলাকায় ৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষী রাজপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁর রাইফেলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় মৃত দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল স্থানীয় এক ব্যক্তি তাঁর কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ৷ সেই নিয়ে রাস্তায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তারক্ষী রাজপাল যাদবের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয় ৷ জানা গিয়েছে, মূলত রাজ্যপাল যাদব তাঁর বাড়ির সামনে কুকুরকে ঘরানো নিয়ে আপত্তি জানান ৷ সেই নিয়েই কথাকাটা শুরু হয় ৷ কিন্তু, এই তর্কাতর্কির মাঝে রাজপাল যাদব বাড়ির ভিতরে যান এবং তাঁর 12 বোরের লোডেড রাইফেল বের করে আনেন ৷ অভিযোগ আগে-পিছু না দেখে, না ভেবে গুলি চালাতে শুরু করেন রাজপাল যাদব ৷

এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং আরও 8 জন আহত হন বলে জানিয়েছেন ইন্দোর পুলিশের এক আধিকারিক ৷ মৃত দুই ব্যক্তির পরিচয় সুবিমল এবং রাহুল ৷ আহতরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ইন্দোরের অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অভিযুক্ত ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী রাজপাল যাদবকে গ্রেফতার করা হয়েছে ৷ এমনকি তাঁর 12 বোরের রাইফেলটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ দেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: বিহারে বাড়ি ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! নীতীশ কুমারের হস্তক্ষেপের দাবি

যদিও, ঘটনাস্থলে উপস্থিতি একটা দাবি করেছেন, ‘‘কুকুর পোষা ও বেড়াতে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় ৷ এক ব্যাংক নিরাপত্তারক্ষা এই ঘটনায় 8 জনের উপর গুলি চালায় ৷ তাঁদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে এবং 6 জন হাসপাতালে ভরতি ৷ এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সেই ফুটেজ দেদার শেয়ার করা হচ্ছে বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.