ETV Bharat / bharat

Odisha Train Accident: বালাসোর বিপর্যয়ে জখম পড়শি দেশের নাগরিকও, ওড়িশার হাসপাতালে এলেন বাংলাদেশের প্রতিনিধি - বাংলাদেশের নাগরিক

শুক্রবার ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক ৷ হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজ নেন সে দেশের প্রতিনিধি ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Jun 4, 2023, 9:56 PM IST

বালাসোর, 4 জুন: ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেনের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে 275 জনের ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ আহতদের মধ্যে রয়েছেন বাংলার বহু যাত্রী ৷ তবে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিঘাত শুধুমাত্র এই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এরসঙ্গে জুড়ে গিয়েছে প্রতিবেশী বাংলাদেশের নামও ৷ এই বাংলার মতো ওপার বাংলারও বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন ৷ রবিবার তাঁদের দেখতে বালাসোরে যান বাংলাদেশের এক বরিষ্ঠ কূটনীতিবিদ ৷

সংবাদসংস্থাকে শেখ মারেফৎ আলি ইসলাম নাবে বাংলাদেশের ওই প্রতিনিধি জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বাংলাদেশী নাগরিকরা ৷ তবে সেদেশের কারও মৃত্যু হয়নি এই দুর্ঘটনায় ৷ ইতিমধ্যেই ভদ্রক হাসপাতালে চিকিৎসাধীন এক বাংলাদেশী নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ একজনের চোট গুরুতর থাকায় তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ৷ এদিন ওই বাংলাদেশি কূটনীতিবিদ যান সোরো হাসপাতালে ৷ শনিবার তিনি বালাসোর হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: পরিষেবা স্বাভাবিক করতে মরিয়া রেল, আজকের ডাউন লাইনের কাজ সম্পূর্ণ হবে; ঘোষণা রেলমন্ত্রীর

কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের কোনও নাগরিকের আহত হওয়ার খবর থাকলে 9038353533 নম্বরে ফোন করে জানাতে ৷ তবে, এখনও মৃত দেহ সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে ওড়িশা প্রশাসন ৷ তাঁদের মধ্যে কোনও বাংলাদেশি রয়েছেন কি না, সেই চিন্তাও দানা বেঁধেছে ৷ উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশের প্রায় 20 লক্ষ নাগরিক ভারতে আসেন চিকিৎসা করাতে ৷ তাঁদের মধ্যে সিংহভাগই যান দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে ৷ দক্ষিণের রাজ্যগুলিতে যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেসকেই বেশিরভাগ যাত্রী পছন্দ করে থাকেন ৷ সবসময়েই তাই এই ট্রেনে ভিড় বেশি থাকে ৷ দুই যাত্রীবাহি ট্রেন ও এক মালগাড়ির এই সংঘর্ষের ঘটনায় মৃত ও আহতদের সিংহভাগই করমণ্ডলের যাত্রী ৷ উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ ওড়িশার বালাসোরে কাছে বাহানাগা স্টেশনের কাছে এই রেল দুর্ঘটনা ঘটে ৷

বালাসোর, 4 জুন: ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেনের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে 275 জনের ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ আহতদের মধ্যে রয়েছেন বাংলার বহু যাত্রী ৷ তবে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিঘাত শুধুমাত্র এই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এরসঙ্গে জুড়ে গিয়েছে প্রতিবেশী বাংলাদেশের নামও ৷ এই বাংলার মতো ওপার বাংলারও বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন ৷ রবিবার তাঁদের দেখতে বালাসোরে যান বাংলাদেশের এক বরিষ্ঠ কূটনীতিবিদ ৷

সংবাদসংস্থাকে শেখ মারেফৎ আলি ইসলাম নাবে বাংলাদেশের ওই প্রতিনিধি জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বাংলাদেশী নাগরিকরা ৷ তবে সেদেশের কারও মৃত্যু হয়নি এই দুর্ঘটনায় ৷ ইতিমধ্যেই ভদ্রক হাসপাতালে চিকিৎসাধীন এক বাংলাদেশী নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ একজনের চোট গুরুতর থাকায় তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ৷ এদিন ওই বাংলাদেশি কূটনীতিবিদ যান সোরো হাসপাতালে ৷ শনিবার তিনি বালাসোর হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: পরিষেবা স্বাভাবিক করতে মরিয়া রেল, আজকের ডাউন লাইনের কাজ সম্পূর্ণ হবে; ঘোষণা রেলমন্ত্রীর

কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের কোনও নাগরিকের আহত হওয়ার খবর থাকলে 9038353533 নম্বরে ফোন করে জানাতে ৷ তবে, এখনও মৃত দেহ সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে ওড়িশা প্রশাসন ৷ তাঁদের মধ্যে কোনও বাংলাদেশি রয়েছেন কি না, সেই চিন্তাও দানা বেঁধেছে ৷ উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশের প্রায় 20 লক্ষ নাগরিক ভারতে আসেন চিকিৎসা করাতে ৷ তাঁদের মধ্যে সিংহভাগই যান দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে ৷ দক্ষিণের রাজ্যগুলিতে যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেসকেই বেশিরভাগ যাত্রী পছন্দ করে থাকেন ৷ সবসময়েই তাই এই ট্রেনে ভিড় বেশি থাকে ৷ দুই যাত্রীবাহি ট্রেন ও এক মালগাড়ির এই সংঘর্ষের ঘটনায় মৃত ও আহতদের সিংহভাগই করমণ্ডলের যাত্রী ৷ উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ ওড়িশার বালাসোরে কাছে বাহানাগা স্টেশনের কাছে এই রেল দুর্ঘটনা ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.