ETV Bharat / bharat

Hasina to visit India : 5-8 সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা - Tripura

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina)আসছেন ভারত সফরে ৷ সেপ্টেম্বরের 5 থেকে 8 তারিখ পর্যন্ত সেখানে থাকবেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন ৷ তাছাড়া দেখা করবেন রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতির সঙ্গে ৷

bangladesh-prime-minister-sheikh-hasina-to-visit-india-from-sept-5-to-8
Hasina to visit India : 5-8 সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
author img

By

Published : Sep 1, 2022, 6:41 PM IST

Updated : Sep 1, 2022, 8:11 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর : ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ আগামী 5 সেপ্টেম্বর তিনি ভারত সফরে আসছেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ চলতি মাসের 8 তারিখ পর্যন্ত তিনি এই দেশে থাকবেন ৷

বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) থেকে জানানো হয়েছে, এবারের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ সেখানে দ্বিপাক্ষিক একাধিক চুক্তি সাক্ষরিত হতে পারে বলে খবর ৷

এছাড়াও শেখ হাসিনা দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Vice President Jagdeep Dhankhar) সঙ্গে ৷ তবে তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সাক্ষাৎ হবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

সরকারি সূত্রে এর আগে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা ৷ কারণ, দুই বাংলার এই দুই নেত্রীর সম্পর্ক খুবই ভালো ৷ তাছাড়া তিস্তা জলবণ্টন চুক্তি (Teesta Treaty) দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে আটকে রয়েছে ৷ এই পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের মতামত ভারত সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ সেই দিক থেকে হাসিনার এই সফরে মমতা উপস্থিত থাকলে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ৷ কিন্তু শেষ পর্যন্ত মমতা থাকেন কি না, সেটাই দেখার ৷

এছাড়া অসম (Assam) ও ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী যথাক্রমে হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ও মানিক সাহার সঙ্গেও দেখা করার কথা হাসিনার৷ সেই বিষয়েও বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : অনড় নবান্ন, হাসিনার আসন্ন ভারত সফরেও তিস্তা জট কাটা নিয়ে সংশয়

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর : ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ আগামী 5 সেপ্টেম্বর তিনি ভারত সফরে আসছেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ চলতি মাসের 8 তারিখ পর্যন্ত তিনি এই দেশে থাকবেন ৷

বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) থেকে জানানো হয়েছে, এবারের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ সেখানে দ্বিপাক্ষিক একাধিক চুক্তি সাক্ষরিত হতে পারে বলে খবর ৷

এছাড়াও শেখ হাসিনা দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Vice President Jagdeep Dhankhar) সঙ্গে ৷ তবে তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সাক্ষাৎ হবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

সরকারি সূত্রে এর আগে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা ৷ কারণ, দুই বাংলার এই দুই নেত্রীর সম্পর্ক খুবই ভালো ৷ তাছাড়া তিস্তা জলবণ্টন চুক্তি (Teesta Treaty) দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে আটকে রয়েছে ৷ এই পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের মতামত ভারত সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ সেই দিক থেকে হাসিনার এই সফরে মমতা উপস্থিত থাকলে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ৷ কিন্তু শেষ পর্যন্ত মমতা থাকেন কি না, সেটাই দেখার ৷

এছাড়া অসম (Assam) ও ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী যথাক্রমে হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ও মানিক সাহার সঙ্গেও দেখা করার কথা হাসিনার৷ সেই বিষয়েও বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : অনড় নবান্ন, হাসিনার আসন্ন ভারত সফরেও তিস্তা জট কাটা নিয়ে সংশয়

Last Updated : Sep 1, 2022, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.