ETV Bharat / bharat

Sheikh Hasina Meets Rahul Gandhi: শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাহুল গান্ধির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দীর্ঘ 3 বছর পর সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ মঙ্গলবার তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Congress leader Rahul Gandhi) সঙ্গে ৷

Bangladesh Prime Minister Sheikh Hasina meets Rahul Gandhi
Bangladesh Prime Minister Sheikh Hasina meets Rahul Gandhi
author img

By

Published : Sep 7, 2022, 9:39 AM IST

Updated : Sep 7, 2022, 10:15 AM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: প্রায় 3 বছর পর 4 দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ মঙ্গলবার তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির (Former Congress president Rahul Gandhi) সঙ্গে দিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করলেন ৷ বৈঠকের পর রাহুল বলেন, "ভারত এবং বাংলাদেশ অনেক পুরনেো বন্ধু ৷ এই দু'দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ ।"

উল্লেখ্য, সোমবার ভারতে এসেছেন শেখ হাসিনা ৷ সেদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভর্থ্যনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina) ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । সোমবার প্রথম দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ মঙ্গলবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন (Bilateral meeting with Prime Minister Narendra Modi) শেখ হাসিনা ৷

এদিন সাতটি মউ স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে (India-Bangladesh MoUs Signed)৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Bangladesh PM Sheikh Hasina meets PM Modi) বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদকে মোকাবিলার প্রসঙ্গও ৷

আরও পড়ুন: প্রতিপক্ষ শক্তিকে একসঙ্গে যুঝবে ভারত-বাংলাদেশ, হাসিনার সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি

2021-এ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয় ৷ তারপর এই প্রথম ভারতে পা রাখলেন মুজিব-কন্যা হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50তম বছর ছিল ৷ পাশাপাশি বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক মুজিবুর রহমানের 100তম জন্ম বার্ষিকীও ছিল ৷ মোদি সেসময় বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস উদযাপিত (Maitri Diwas celebrations) হয়েছে ৷ তাছাড়া 2015 থেকে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে 15 বার দেখা করেছেন ৷

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: প্রায় 3 বছর পর 4 দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ মঙ্গলবার তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির (Former Congress president Rahul Gandhi) সঙ্গে দিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করলেন ৷ বৈঠকের পর রাহুল বলেন, "ভারত এবং বাংলাদেশ অনেক পুরনেো বন্ধু ৷ এই দু'দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ ।"

উল্লেখ্য, সোমবার ভারতে এসেছেন শেখ হাসিনা ৷ সেদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভর্থ্যনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina) ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । সোমবার প্রথম দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ মঙ্গলবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন (Bilateral meeting with Prime Minister Narendra Modi) শেখ হাসিনা ৷

এদিন সাতটি মউ স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে (India-Bangladesh MoUs Signed)৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Bangladesh PM Sheikh Hasina meets PM Modi) বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদকে মোকাবিলার প্রসঙ্গও ৷

আরও পড়ুন: প্রতিপক্ষ শক্তিকে একসঙ্গে যুঝবে ভারত-বাংলাদেশ, হাসিনার সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি

2021-এ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয় ৷ তারপর এই প্রথম ভারতে পা রাখলেন মুজিব-কন্যা হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50তম বছর ছিল ৷ পাশাপাশি বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক মুজিবুর রহমানের 100তম জন্ম বার্ষিকীও ছিল ৷ মোদি সেসময় বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস উদযাপিত (Maitri Diwas celebrations) হয়েছে ৷ তাছাড়া 2015 থেকে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে 15 বার দেখা করেছেন ৷

Last Updated : Sep 7, 2022, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.