ETV Bharat / bharat

কালীর বিগ্রহে মুকুট পরানোর পর বঙ্গবন্ধুকে শ্রদ্ধার্ঘ্য মোদির

author img

By

Published : Mar 27, 2021, 11:50 AM IST

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগে, বাংলাদেশে ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেন তিনি ৷ বিগ্রহকে পরিয়ে দেন হাতে তৈরি মুকুট ৷

Bangladesh: Prime Minister Narendra Modi pays tribute to Sheikh Mujibur Rahman
কালীর বিগ্রহে মুকুট পরিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার্ঘ্য মোদির

ঢাকা, 27 মার্চ: বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মুসোলিয়াম কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নমো ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শেখ মুজিবর রহমানকে মরণোত্তর গান্ধি-শান্তি সম্মানে ভূষিত করেন তিনি ৷ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন গান্ধি শান্তি সম্মান ৷ শুক্রবার থেকেই নানা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ৷ শনিবার সকালে তিনি পুজো দেন সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে ৷ হাতে তৈরি একটি রুপোর উপর সোনার জল করা মুকুট বিগ্রহের মাথায় পরিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ তিন সপ্তাহ ধরে সেই মুকুট তৈরি করেছেন এক শিল্পী ৷

  • Bangladesh: PM Narendra Modi placed a handmade 'mukut' on goddess Kaali idol. The 'mukut' is made of silver with gold plating and was hand-made over three weeks by a traditional artisan. pic.twitter.com/luoo1TbsBJ

    — ANI (@ANI) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঢাকায় মুজিব জ্যাকেট গায়ে বঙ্গবন্ধু স্মরণ মোদির

পুজো দেওয়ার পর মোদি বলেন, "আজ মা কালীর কাছে প্রার্থনা করার সুযোগ পেলাম ৷ কোভিড 19 থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য তাঁর কাছে প্রার্থনা করেছি ৷"

  • #WATCH "Today, I got the opportunity to offer prayers before Maa Kali...I prayed to her to free the human race from COVID19," says Prime Minister Narendra Modi at Jeshoreshwari Kali Temple in Bangladesh pic.twitter.com/Jxz8v425xQ

    — ANI (@ANI) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মুসোলিয়াম কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন ৷ সেখানেই একটি গাছও পোঁতেন মোদি ৷

  • Prime Minister Narendra Modi plants a sapling at Sheikh Mujibur Rahman at Bangabandhu Mausoleum Complex, Tungipara. Bangladesh PM Sheikh Hasina also present. pic.twitter.com/qpiZc8rfnE

    — ANI (@ANI) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঢাকা, 27 মার্চ: বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মুসোলিয়াম কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নমো ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শেখ মুজিবর রহমানকে মরণোত্তর গান্ধি-শান্তি সম্মানে ভূষিত করেন তিনি ৷ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন গান্ধি শান্তি সম্মান ৷ শুক্রবার থেকেই নানা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ৷ শনিবার সকালে তিনি পুজো দেন সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে ৷ হাতে তৈরি একটি রুপোর উপর সোনার জল করা মুকুট বিগ্রহের মাথায় পরিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ তিন সপ্তাহ ধরে সেই মুকুট তৈরি করেছেন এক শিল্পী ৷

  • Bangladesh: PM Narendra Modi placed a handmade 'mukut' on goddess Kaali idol. The 'mukut' is made of silver with gold plating and was hand-made over three weeks by a traditional artisan. pic.twitter.com/luoo1TbsBJ

    — ANI (@ANI) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঢাকায় মুজিব জ্যাকেট গায়ে বঙ্গবন্ধু স্মরণ মোদির

পুজো দেওয়ার পর মোদি বলেন, "আজ মা কালীর কাছে প্রার্থনা করার সুযোগ পেলাম ৷ কোভিড 19 থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য তাঁর কাছে প্রার্থনা করেছি ৷"

  • #WATCH "Today, I got the opportunity to offer prayers before Maa Kali...I prayed to her to free the human race from COVID19," says Prime Minister Narendra Modi at Jeshoreshwari Kali Temple in Bangladesh pic.twitter.com/Jxz8v425xQ

    — ANI (@ANI) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মুসোলিয়াম কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন ৷ সেখানেই একটি গাছও পোঁতেন মোদি ৷

  • Prime Minister Narendra Modi plants a sapling at Sheikh Mujibur Rahman at Bangabandhu Mausoleum Complex, Tungipara. Bangladesh PM Sheikh Hasina also present. pic.twitter.com/qpiZc8rfnE

    — ANI (@ANI) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.