ETV Bharat / bharat

Hasina in Delhi: 4 দিনের সফর শুরু, ভারতে এলেন হাসিনা - বাংলাদেশের প্রধানমন্ত্রী

ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)৷ তাঁকে আজ দিল্লি বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ৷ 5 থেকে 9 সেপ্টেম্বর - এই চারদিন ভারতে থাকবেন তিনি (Hasina in Delhi)৷ ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ (Bangladesh PM)৷

Bangladesh PM Sheikh Hasina arrives in Delhi as she begins her 4-day visit to India
4 দিনের সফর শুরু, ভারতে এলেন হাসিনা
author img

By

Published : Sep 5, 2022, 12:33 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)৷ আজ বেলা 12টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ৷ চারদিনের সফরে এ দেশে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Hasina in Delhi)৷

করোনা অধ্যায়ের আগে ভারতে এসেছিলেন শেখ হাসিনা ৷ তারপর প্রায় 3 বছর কেটে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ ফের দিল্লিতে পা রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM)৷ 5 থেকে 9 সেপ্টেম্বর চারদিনের জন্য তিনি ভারতে এসেছেন ৷ এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন ৷ আগামিকাল, 6 সেপ্টেম্বর মুজিব-কন্যা ও মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানা গিয়েছে ৷

দু'দেশের মধ্যে 7টি মৌ স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ এর মধ্যে জল ব্যবস্থাপনা, রেল, বিজ্ঞান এবং প্রযুক্তি রয়েছে ৷ মোমেন বলেন, "আমাদের আশা, প্রধানমন্ত্রীর এই ভারত-সফর খুবই কার্যকর হবে ৷ আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করবে ৷ মৌ চুক্তিগুলি নিয়ে আলোচনা চলছে ৷ তাই এর সংখ্যা আরও বাড়তে পারে ৷" দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্বালানি নিয়েও কথাবার্তা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের মন্ত্রী ৷

আরও পড়ুন: মোদির আমন্ত্রণে দিল্লি সফরে শেখ হাসিনা, ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড় ?

2021 সাল ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 50তম বছর ছিল ৷ তারপর এই প্রথম ভারত সফরে এলেন হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50তম বছর এবং শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল ওপার বাংলায় ৷ সেই উপলক্ষে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস পালন করা হয় ৷ 2015 সালের পর থেকে ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে 12 বার ৷ হাসিনার এ বারের সফরে দু দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের পারস্পরিক সমঝোতা, আঞ্চলিক সংযোগ বাড়াতে উদ্যোগ এবং দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা নিয়ে আলোচনার উপর জোর দেওয়া হবে ৷

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)৷ আজ বেলা 12টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ৷ চারদিনের সফরে এ দেশে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Hasina in Delhi)৷

করোনা অধ্যায়ের আগে ভারতে এসেছিলেন শেখ হাসিনা ৷ তারপর প্রায় 3 বছর কেটে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ ফের দিল্লিতে পা রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM)৷ 5 থেকে 9 সেপ্টেম্বর চারদিনের জন্য তিনি ভারতে এসেছেন ৷ এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন ৷ আগামিকাল, 6 সেপ্টেম্বর মুজিব-কন্যা ও মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানা গিয়েছে ৷

দু'দেশের মধ্যে 7টি মৌ স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ এর মধ্যে জল ব্যবস্থাপনা, রেল, বিজ্ঞান এবং প্রযুক্তি রয়েছে ৷ মোমেন বলেন, "আমাদের আশা, প্রধানমন্ত্রীর এই ভারত-সফর খুবই কার্যকর হবে ৷ আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করবে ৷ মৌ চুক্তিগুলি নিয়ে আলোচনা চলছে ৷ তাই এর সংখ্যা আরও বাড়তে পারে ৷" দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্বালানি নিয়েও কথাবার্তা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের মন্ত্রী ৷

আরও পড়ুন: মোদির আমন্ত্রণে দিল্লি সফরে শেখ হাসিনা, ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড় ?

2021 সাল ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 50তম বছর ছিল ৷ তারপর এই প্রথম ভারত সফরে এলেন হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50তম বছর এবং শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল ওপার বাংলায় ৷ সেই উপলক্ষে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস পালন করা হয় ৷ 2015 সালের পর থেকে ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে 12 বার ৷ হাসিনার এ বারের সফরে দু দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের পারস্পরিক সমঝোতা, আঞ্চলিক সংযোগ বাড়াতে উদ্যোগ এবং দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা নিয়ে আলোচনার উপর জোর দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.