কলকাতা, 1 নভেম্বর : শোকপ্রস্তাবে বাংলাদেশের দুর্গাপুজো পালনের সময় হিংসায় মৃত ৯ বাঙালির কথা উল্লেখ করা হয়নি ৷ এর প্রতিবাদে বিধানসভায় মিছিল করল রাজ্যের প্রধান বিরোধী দল । গলায় পোস্টার ঝুলিয়ে, হাতে মোমবাতি নিয়ে এই ঘটনার প্রতিবাদ করে বিধানসভার ভেতরেই মিছিল করে ভারতীয় জনতা পার্টির বিধায়করা । মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী-সহ অন্যান্য বিধায়করা ।
আরও পড়ুন: Varun Gandhi: দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে 'ঘর ওয়াপসি' বরুণের, তুঙ্গে জল্পনা
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আমরা বিধানসভার অধ্যক্ষকে শোকপ্রস্তাব পাঠিয়েছিলাম । সেখানে বলেছিলাম, আমরা বাঙালি । আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান হল দুর্গোৎসব । আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ । সেখানে দুর্গাপুজো পালন করতে গিয়ে ৯ জন বাঙালি-সনাতনীকে হত্যা করা হয়েছে । এই শোকপ্রস্তাবে ওই ৯ জনের বিষয়টি রাখার আবেদন করেছিলাম । আমি নিজে চিঠি লিখেছিলাম । কিন্তু আমার সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি । তারপরেই আমরা বিধানসভার বাইরে মোমবাতি মিছিল করি । আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে মৃত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি ।"
আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের
তিনি আরও বলেন, "আগামী কাল থেকে আমরা আর বিধানসভায় আসব না । বয়কট করছি, সেকথা বলছি না । তবে আগামী কয়েকদিনে উৎসব রয়েছে রাজ্যে । সেই সব উৎসবে যোগ দেব । কালীপুজো, ভাইফোঁটা. ছটপুজোতে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে উৎসব পালন করব, ধর্মপালন করব । উৎসবে মানুষের সঙ্গে থাকব । তারপর যদি বিধানসভা চলে, তাহলে আমরা যাব । আমরা বিএ কমিটিতে যাই না ।"
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে আসে । প্রচুর মন্দির-বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । সংঘর্ষে কয়েকজন মারাও যান । তারই প্রতিবাদে এদিন মিছিল করেন রাজ্যের বিজেপি বিধায়করা । নাম না করে এদিন সরকার পক্ষকেও দুষেছেন বিরোধী দলনেতা ।