ETV Bharat / bharat

জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থার ডোপ পরীক্ষা নিয়ে সরব বজরং, মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহারের অভিযোগ কুস্তিগীরের

Bajrang Punia alleges of using expired kit for dope test: ডোপ টেস্টে সময় উত্তীর্ণ কিট ব্যবহারের অভিযোগ করলেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে বিষয়টি বিস্তারিত বলেন ৷ ঘুরিয়ে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের দিকেই আঙুল তুললেন কুস্তিগীর ৷

ETV Bharat
কুস্তিগীর বজরং পুনিয়ার অভিযোগ ডোপ টেস্টে মেয়াদ ফুরিয়ে যাওয়া কিট ব্যবহার করা হয়েছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 2:16 PM IST

হরিয়ানা, 14 ডিসেম্বর: ডোপ পরীক্ষায় মেয়াদ ফুরিয়ে যাওয়া কিট ব্যবহার করা হয়েছে ৷ এই অভিযোগ তুললেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ এর আগে রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডব্লিউএফআই-এর প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি ৷ এবার ডোপ পরীক্ষায় এনএডিএ-র ভূমিকা নিয়ে সরব হলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর ৷

তিনি জানান, ডোপ পরীক্ষার জন্য যাঁরা তাঁর কাছে এসেছিলেন, তাঁরা সময় উত্তীর্ণ কিট ব্যবহার করেছেন ৷ পুনিয়া সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় পুরো অভিযোগটি বিস্তারিত তুলে ধরেন ৷ তিনি আরও লেখেন, "এই ভিডিয়োটি আমাদের সবার দেখা দরকার ৷ এটি বিচারের দিক দিয়ে গুরুত্বপূর্ণ ৷" তাঁর অভিযোগ, "যদি প্রক্রিয়াটিই ঠিকভাবে না করা হয়, তাহলে সিস্টেমের উপর ভরসা করব কী করে ? পুরো প্রক্রিয়াটিতে যে কোনও রকম ভুল হয়নি, এটা কি কেউ নিশ্চিত করতে পারে ?"

  • यह हम सभी के देखने और विचार करने के लिए बहुत महत्वपूर्ण वीडियो है। यदि प्रक्रिया का पालन नहीं किया गया तो सिस्टम पर भरोसा कैसे किया जाए। कोई यह कैसे सुनिश्चित कर सकता है कि पूरी प्रक्रिया में कोई हेराफेरी नहीं हुई है। यह किसी के साथ भी हो सकता है, खासकर जूनियर एथलीटों के साथ।… pic.twitter.com/weMSNGPq0m

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 13, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হরিয়ানা, 14 ডিসেম্বর: ডোপ পরীক্ষায় মেয়াদ ফুরিয়ে যাওয়া কিট ব্যবহার করা হয়েছে ৷ এই অভিযোগ তুললেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ এর আগে রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডব্লিউএফআই-এর প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি ৷ এবার ডোপ পরীক্ষায় এনএডিএ-র ভূমিকা নিয়ে সরব হলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর ৷

তিনি জানান, ডোপ পরীক্ষার জন্য যাঁরা তাঁর কাছে এসেছিলেন, তাঁরা সময় উত্তীর্ণ কিট ব্যবহার করেছেন ৷ পুনিয়া সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় পুরো অভিযোগটি বিস্তারিত তুলে ধরেন ৷ তিনি আরও লেখেন, "এই ভিডিয়োটি আমাদের সবার দেখা দরকার ৷ এটি বিচারের দিক দিয়ে গুরুত্বপূর্ণ ৷" তাঁর অভিযোগ, "যদি প্রক্রিয়াটিই ঠিকভাবে না করা হয়, তাহলে সিস্টেমের উপর ভরসা করব কী করে ? পুরো প্রক্রিয়াটিতে যে কোনও রকম ভুল হয়নি, এটা কি কেউ নিশ্চিত করতে পারে ?"

  • यह हम सभी के देखने और विचार करने के लिए बहुत महत्वपूर्ण वीडियो है। यदि प्रक्रिया का पालन नहीं किया गया तो सिस्टम पर भरोसा कैसे किया जाए। कोई यह कैसे सुनिश्चित कर सकता है कि पूरी प्रक्रिया में कोई हेराफेरी नहीं हुई है। यह किसी के साथ भी हो सकता है, खासकर जूनियर एथलीटों के साथ।… pic.twitter.com/weMSNGPq0m

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 13, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থার ওই ডোপ টেস্ট নিয়ে তিনি জুনিয়র অ্যাথলিটদের সতর্ক করে লেখেন, "এটা যে কোনও কারও সঙ্গে হতে পারে ৷ বিশেষত জুনিয়র অ্যাথলিটদের সঙ্গে ৷ আপনারা, ডোপিং সংক্রান্ত নিজেদের অধিকারগুলো জেনে নিন ৷ অ্যাথলিটদের কাছে আমার আবেদন, আপনারা এই সময় সজাগ ও অত্যন্ত সাবধান থাকবেন ৷"

তবে তিনি সরাসরি এনএডিএ-কে কর্তৃপক্ষকে নিশানা করেননি ৷ বজরং পুনিয়ার ভিডিয়ো বার্তায় অভিযোগ করেন, "আমি ভুল ধরিয়ে দিচ্ছি ৷ আপনাদের উপরে থাকা আধিকারিকরা ইচ্ছাকৃত ডোপ পরীক্ষার মাধ্যমে অ্যাথলিটদের ফাঁসানোর চেষ্টা করছেন ৷" তিনি ব্রিজ ভূষণের নাম না-করেও অর্থপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, এই ঘটনায় প্রাক্তন সভাপতি জড়িত থাকতে পারেন ৷ আর শুধু বজরং পুনিয়াই নন, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকের মতো কুস্তিগীরদেরও ফাঁসানোর চেষ্টা করছেন ব্রিজ ভূষণ ৷

এর আগে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ৷ তাঁর গ্রেফতারি চেয়ে আন্দোলনে নেমেছিলেন দেশের কুস্তিগীররা ৷ ছ'মাস ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করেছিলেন তাঁরা ৷ ব্রিজভূষণ বিজেপি সাংসদও ৷

আরও পড়ুন:

  1. যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনাস্থলে ব্যারিকেড ভাঙার অভিযোগ কৃষকদের বিরুদ্ধে
  2. কাইসেরগঞ্জ থেকে চব্বিশের ভোটে লড়ার ঘোষণা বিজেপির ব্রিজ ভূষণের
  3. যৌন সুবিধা চাইতেন ব্রিজ ভূষণ, আপত্তিকরভাবে স্পর্শ করতেন মহিলা কুস্তিগীরদের; যা রয়েছে এফআইআর-এ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.