ETV Bharat / bharat

Bahanaga Train Mishap: বালাসোরের দুর্ঘটনায় শনাক্ত না-হওয়া দেহগুলি সৎকারের জন্য পৌরনিগমের হাতে তুলে দিল এইমস - ট্রেন দুর্ঘটনার দেহ সৎকার

Last rites of unclaimed bodies: বালাসোরের ট্রেন দুর্ঘটনায় শনাক্ত না-হওয়া দেহগুলি সৎকারের জন্য ভুবনেশ্বর পৌরনিগমের হাতে তুলে দিল এইমস হাসপাতাল ৷

Bahanaga Train Mishap
বালাসোরের ট্রেন দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 8:07 PM IST

ভুবনেশ্বর, 10 অক্টোবর: বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে যাদের দেহ এখনও শনাক্ত করা যায়নি, এ বার তাদের সৎকারের ব্যবস্থা করল প্রশাসন ৷ আজ প্রাথমিক পর্যায়ে তিনটি দেহ শেষকৃত্যের জন্য তুলে দেওয়া হয়েছে ভুবনেশ্বর পৌরনিগমের কাছে ৷

বালাসোরে বাহানাগা ট্রেন দুর্ঘটনার পাঁচ মাস কেটে গেল । এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 300 জন যাত্রী প্রাণ হারান । মৃতের আত্মীয়-স্বজনেরা ওড়িশায় গিয়ে দেহ সংগ্রহ করেছেন ৷ তবে 28টি মৃতদেহ এখনও এইমস হাসপাতালের মর্গে । এ বার সেই দেহগুলি সৎকারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সব অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির দেহ ভুবনেশ্বর পৌরনিগমের হাতে তুলে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ প্রথম ধাপে আজ অন্ত্যেষ্টির জন্য 3টি মৃতদেহ বিএমসি-কে হস্তান্তর করে এইমস । আজ সেই দেহগুলি সৎকার করা হবে বলে জানিয়েছেন এইমসের এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক আশুতোষ বিশ্বাস ।

2023 সালের 2 জুন বালাসোর জেলার বাহানাগায় ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । একসঙ্গে তিনটি ট্রেনের সংঘর্ষ হয় ৷ এই ট্রেন দুর্ঘটনায় এক হাজারেরও বেশি যাত্রী গুরুতর আহত হন ৷ আবার অনেকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । তবে ট্রেন দুর্ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে দেহ শনাক্ত করা হলে, পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয় ৷ পরে শনাক্তকরণে বিলম্বের কারণে 162টি মৃতদেহ সংরক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ে ভুবনেশ্বর এইমস-এ আনা হয় ।

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার 30 দিন পর কাকদ্বীপে দেহ ফিরল নিখোঁজ দুই যাত্রীর

মৃতদের সশনাক্তকরণের জন্য বিএমসি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে । একই দেহের একাধিক দাবিদার থাকায় অনেক দেহের ডিএনএ পরীক্ষাও করা হয় । তবে শেষ পর্যন্ত 28 জনের দেহ শনাক্ত করা যায়নি । এইমস কর্তৃপক্ষের তথ্য অনুসারে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই মৃতদেহগুলির শেষকৃত্যের ব্যবস্থা করেছে ।

শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হওয়ার সময় সিবিআই, বিএমসি, এইমস এবং রাজ্য সরকারের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন । প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি সব নিয়ম কানুন মেনে । এখনও পর্যন্ত 28টি মৃতদেহ একটি পৃথক পাত্রে ফ্রিজারে রাখা আছে, এবং একটি একটি করে মৃতদেহ দাহ করা হবে । এই জন্য প্রথম পর্যায়ে এইমস কর্তৃপক্ষ আজ তিনটি মৃতদেহ বিএমসির কাছে হস্তান্তর করেছে ।

ভুবনেশ্বর, 10 অক্টোবর: বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে যাদের দেহ এখনও শনাক্ত করা যায়নি, এ বার তাদের সৎকারের ব্যবস্থা করল প্রশাসন ৷ আজ প্রাথমিক পর্যায়ে তিনটি দেহ শেষকৃত্যের জন্য তুলে দেওয়া হয়েছে ভুবনেশ্বর পৌরনিগমের কাছে ৷

বালাসোরে বাহানাগা ট্রেন দুর্ঘটনার পাঁচ মাস কেটে গেল । এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 300 জন যাত্রী প্রাণ হারান । মৃতের আত্মীয়-স্বজনেরা ওড়িশায় গিয়ে দেহ সংগ্রহ করেছেন ৷ তবে 28টি মৃতদেহ এখনও এইমস হাসপাতালের মর্গে । এ বার সেই দেহগুলি সৎকারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সব অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির দেহ ভুবনেশ্বর পৌরনিগমের হাতে তুলে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ প্রথম ধাপে আজ অন্ত্যেষ্টির জন্য 3টি মৃতদেহ বিএমসি-কে হস্তান্তর করে এইমস । আজ সেই দেহগুলি সৎকার করা হবে বলে জানিয়েছেন এইমসের এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক আশুতোষ বিশ্বাস ।

2023 সালের 2 জুন বালাসোর জেলার বাহানাগায় ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । একসঙ্গে তিনটি ট্রেনের সংঘর্ষ হয় ৷ এই ট্রেন দুর্ঘটনায় এক হাজারেরও বেশি যাত্রী গুরুতর আহত হন ৷ আবার অনেকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । তবে ট্রেন দুর্ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে দেহ শনাক্ত করা হলে, পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয় ৷ পরে শনাক্তকরণে বিলম্বের কারণে 162টি মৃতদেহ সংরক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ে ভুবনেশ্বর এইমস-এ আনা হয় ।

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার 30 দিন পর কাকদ্বীপে দেহ ফিরল নিখোঁজ দুই যাত্রীর

মৃতদের সশনাক্তকরণের জন্য বিএমসি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে । একই দেহের একাধিক দাবিদার থাকায় অনেক দেহের ডিএনএ পরীক্ষাও করা হয় । তবে শেষ পর্যন্ত 28 জনের দেহ শনাক্ত করা যায়নি । এইমস কর্তৃপক্ষের তথ্য অনুসারে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই মৃতদেহগুলির শেষকৃত্যের ব্যবস্থা করেছে ।

শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হওয়ার সময় সিবিআই, বিএমসি, এইমস এবং রাজ্য সরকারের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন । প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি সব নিয়ম কানুন মেনে । এখনও পর্যন্ত 28টি মৃতদেহ একটি পৃথক পাত্রে ফ্রিজারে রাখা আছে, এবং একটি একটি করে মৃতদেহ দাহ করা হবে । এই জন্য প্রথম পর্যায়ে এইমস কর্তৃপক্ষ আজ তিনটি মৃতদেহ বিএমসির কাছে হস্তান্তর করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.