কেন্দ্রাপাড়া, 11 এপ্রিল: ওড়িশার কেন্দ্রাপাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করল বিরল শিশুকন্যা ৷ সাধারণ সদ্যোজাতের চেয়ে সম্পূর্ণ আলাদা এই শিশুকন্যার দু'টি মাথা, তিনটি হাত, চারটি চোখ এবং চারটি কান রয়েছে । শিশুর শরীরের পিছনেও একটি হাত রয়েছে দেখা যায় ।
রবিবার স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে শিশুর জন্ম হয় ৷ সেখান থেকে তাড়াতাড়ি তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা শিশুকন্যাকে কটক শিশু ভবনে পাঠিয়েছেন ৷
জানা গিয়েছে, শিশুর পরিবার কেন্দ্রাপাড়া জেলার রাজনগর থানার অন্তর্গত কানি গ্রামের বাসিন্দা ৷ উমাকান্ত পরিদার স্ত্রী অম্বিকা এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন । এই শিশুকন্যা তাঁদের দ্বিতীয় সন্তান ।