বেঙ্গালুরু, 26 জুলাই : পদত্যাগ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B. S. Yediyurappa) ৷ এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি ৷ রাজভবনে পৌঁছনোর পর তিনি টুইট করে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে ধন্যবাদ-ও জানান ৷
প্রথমে জানা যায়, ইয়েদুরাপ্পা দুপুর দু'টোর পর রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন ৷ তবে তার আগেই সাড়ে বারোটা নাগাদ তিনি রাজভবনে পৌঁছে যান ৷ 12টা 35 মিনিট নাগাদ দেখা করেন রাজ্যপাল থাভর চাঁদ গেহলটের (Thawar Chand Gehlot) সঙ্গে ৷ রাজ্যপাল পৌনে দু'টো নাগাদ তাঁর ইস্তফা গ্রহণ করেন ৷
সাধারণত বিজেপিতে 75 বছর বয়স পেরিয়ে গেলে নেতাদের রাজনীতি থেকে অবসর নিতে হয় ৷ সেই জায়গায় ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রিত্ব বিরল ঘটনা । এই প্রসঙ্গে আবেগতাড়িত ইয়েদি বলেন, "এমনিতে 75 বছর বয়সীদের দলটি কোনও পদমর্যাদা দেওয়া হয় না ৷ তবে আমার কাজের জন্য নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং নাড্ডা আমাকে 79 বছর অবধি কাজের অনুমতি দিয়েছেন ।"
তিনি আরও বলেন, "বরাবরই আমার উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করে আবার ক্ষমতায় আনা । আমি এখনও একই সংকল্পে অটল রয়েছি ৷ কেন্দ্রীয় নেতারা পরবর্তী নির্দেশ দেবেন ৷ তার ভিত্তিতে আমি আজ থেকেই আমার কাজ শুরু করতে যাচ্ছি ।"
-
It has been an honour to have served the state for the past two years. I have decided to resign as the Chief Minister of Karnataka. I am humbled and sincerely thank the people of the state for giving me the opportunity to serve them. (1/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It has been an honour to have served the state for the past two years. I have decided to resign as the Chief Minister of Karnataka. I am humbled and sincerely thank the people of the state for giving me the opportunity to serve them. (1/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) July 26, 2021It has been an honour to have served the state for the past two years. I have decided to resign as the Chief Minister of Karnataka. I am humbled and sincerely thank the people of the state for giving me the opportunity to serve them. (1/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) July 26, 2021
তাঁর মুখ্যমন্ত্রিত্বে কর্নাটক সরকার দু'বছর পূর্ণ করেছে ৷ এদিন সাধনা সামিটে ইয়েদুরাপ্পা বলেন, "আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট । দলকে দাঁড় করাতে কঠোর পরিশ্রম করেছি । আরএসএসের প্রচারক থেকে শুরু করে আমার মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা যাত্রাপথটি সন্তোষজনকই ছিল । জনসংঘ থেকে আজ অবধি আমি কৃষক ও দলিতদের পাশে থেকেছি ৷" কর্নাটকের কৃষকদের সঙ্গে বৈঠকের সময় রাজনাথ সিং-ও তাঁর কাজের প্রশংসা করেছিলেন বলে জানান ইয়েদুরাপ্পা ।
আরও পড়ুন : B S Yediyurappa : মুখ্যমন্ত্রী পদে দু’বছর পূর্ণ করেই ইস্তফা দেবেন ইয়েদুরাপ্পা ?