ETV Bharat / bharat

Surya Namaskar to fight Corona : করোনা রুখতে আয়ুশমন্ত্রীর টোটকা সূর্য নমস্কার - Ayush minister Sarbananda Sonowal says Surya Namaskar keeps corona at bay

সূর্য নমস্কার করলে দূরে থাকবে করোনাভাইরাস (Surya Namaskar keeps Corona at bay) ৷ এমনই দাবি আয়ুশমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের ৷

ayush-minister-Sarbananda Sonowal says-surya-namaskar-able-to-keep-corona-at-bay
করোনা রুখতে আয়ুশ মন্ত্রীর টোটকা সূর্য নমস্কার
author img

By

Published : Jan 13, 2022, 11:33 AM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি : দেশে যখন ক্রমে বাড়ছে কোভিডের সংক্রমণ, তখন ভাইরাস থেকে বাঁচার পথ বাতলালেন আয়ুশমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ৷ তাঁর দাবি, নিয়মিত সূর্য নমস্কার করলে, দূরে থাকবে করোনাভাইরাস (Ayush Minister says Surya Namaskar keeps Corona at bay) ৷

আয়ুশমন্ত্রী বলেছেন, "এটা প্রমাণিত সত্য যে, সূর্য নমস্কার জীবনীশক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তার ফলে এটি করোনাকে দূরে রাখতে সক্ষম হয় ৷"

আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে 14 জানুয়ারি বিশ্বব্যাপী সূর্য নমস্কার ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম আয়োজন করেছে আয়ুশমন্ত্রক (Surya Namaskar Demonstration Programme) ৷ কয়েক কোটি মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে ৷ বর্তমানে কোভিড সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে মকর সংক্রান্তিতে সূর্য নমস্কার প্রদর্শনই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন সোনোওয়াল ৷

আরও পড়ুন: কীভাবে করবেন সূর্য নমস্কার ? শেখালেন 'ডিজিটাল' মোদি

তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আয়ুশমন্ত্রক ৷" সূর্য নমস্কার অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে আয়ুশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র মুঞ্জাপাড়া বলেছেন, "সূর্য নমস্কার শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে ৷ আণবিক জেনেটিক্সের উপর যোগব্যায়ামের প্রভাব নিয়ে গবেষণা চলছে ৷"

আয়ুশের সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানিয়েছেন, "জীবনীশক্তির জন্য সূর্য নমস্কার ৷" দেশ ও বিদেশের সব যোগাসনের প্রতিষ্ঠান, ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন, ন্যাশনাল যোগা স্পোর্টস ফেডারেশন, যোগা সার্টিফিকেশন বোর্ড, ফিট ইন্ডিয়া-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই প্রোগ্রামে অংশ নেবে বলে জানান তিনি ৷ ভিডিয়ো বার্তায় সূর্য নমস্কারের প্রচার চালাবেন ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা ৷ সাই-এর খেলোয়াড় ও কর্মীও এই প্রোগ্রামে অংশ নেবেন ৷ 14 জানুয়ারি নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে সাধারণ মানুষও সূর্য নমস্কারের ভিডিয়ো আপলোড করতে পারবেন ৷

আরও পড়ুন: Corona Update in India : সংক্রমণ বাড়ল 27 শতাংশ, একদিনে দেশে আক্রান্ত প্রায় আড়াই লক্ষ !

নয়াদিল্লি, 13 জানুয়ারি : দেশে যখন ক্রমে বাড়ছে কোভিডের সংক্রমণ, তখন ভাইরাস থেকে বাঁচার পথ বাতলালেন আয়ুশমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ৷ তাঁর দাবি, নিয়মিত সূর্য নমস্কার করলে, দূরে থাকবে করোনাভাইরাস (Ayush Minister says Surya Namaskar keeps Corona at bay) ৷

আয়ুশমন্ত্রী বলেছেন, "এটা প্রমাণিত সত্য যে, সূর্য নমস্কার জীবনীশক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তার ফলে এটি করোনাকে দূরে রাখতে সক্ষম হয় ৷"

আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে 14 জানুয়ারি বিশ্বব্যাপী সূর্য নমস্কার ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম আয়োজন করেছে আয়ুশমন্ত্রক (Surya Namaskar Demonstration Programme) ৷ কয়েক কোটি মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে ৷ বর্তমানে কোভিড সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে মকর সংক্রান্তিতে সূর্য নমস্কার প্রদর্শনই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন সোনোওয়াল ৷

আরও পড়ুন: কীভাবে করবেন সূর্য নমস্কার ? শেখালেন 'ডিজিটাল' মোদি

তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আয়ুশমন্ত্রক ৷" সূর্য নমস্কার অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে আয়ুশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র মুঞ্জাপাড়া বলেছেন, "সূর্য নমস্কার শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে ৷ আণবিক জেনেটিক্সের উপর যোগব্যায়ামের প্রভাব নিয়ে গবেষণা চলছে ৷"

আয়ুশের সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানিয়েছেন, "জীবনীশক্তির জন্য সূর্য নমস্কার ৷" দেশ ও বিদেশের সব যোগাসনের প্রতিষ্ঠান, ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন, ন্যাশনাল যোগা স্পোর্টস ফেডারেশন, যোগা সার্টিফিকেশন বোর্ড, ফিট ইন্ডিয়া-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই প্রোগ্রামে অংশ নেবে বলে জানান তিনি ৷ ভিডিয়ো বার্তায় সূর্য নমস্কারের প্রচার চালাবেন ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা ৷ সাই-এর খেলোয়াড় ও কর্মীও এই প্রোগ্রামে অংশ নেবেন ৷ 14 জানুয়ারি নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে সাধারণ মানুষও সূর্য নমস্কারের ভিডিয়ো আপলোড করতে পারবেন ৷

আরও পড়ুন: Corona Update in India : সংক্রমণ বাড়ল 27 শতাংশ, একদিনে দেশে আক্রান্ত প্রায় আড়াই লক্ষ !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.