ETV Bharat / bharat

মোদির সফর নিয়ে সাজোসাজো রব অযোধ্যায়, আবহাওয়া নিয়ে শঙ্কায় প্রশাসন - Ayodhya set to

PM Modi Ayodhya Visit: দুপুরে অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে তৈরি শহর। তবে আবহাওয়ার খামখেয়ালি আচরণ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্য়ে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 8:28 AM IST

Updated : Dec 30, 2023, 9:15 AM IST

অযোধ্য, 30 ডিসেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফর। দুপুর 12টা নাগাদ তিনি অযোধ্যায় পৌঁছবেন বলে জানা গিয়েছে। মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সদ্য সংস্কার হওয়া অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তবে আবহাওয়া নিয়ে আশঙ্কায় প্রশাসন। গত দু'দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে অযোধ্যা। আজও দুপুরের দিকে সেই পরিস্থিতি থাকলে মোদির বিমাণ অবতরণে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সফরসূচিতে কয়েকটি বদল আনতে হতে পারে। এখনও পর্যন্ত যা খবর তাতে অযোধ্যায় 3 থেকে 4 ঘণ্টা থাকবেন তিনি। তবে আবহাওয়া বাধা দিলে পরিস্থিতি অন্যরকম হতেই পারে। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি অযোধ্যা।

জেলা প্রশাসন জানিয়েছে,অযোধ্যায় এসে প্রধানমন্ত্রী প্রথমেই বিমানবন্দরের উদ্বোধন করবেন। এরপর লতা মঙ্গেশকরের নামাঙ্কিত চকে তাঁর যাওয়ার কথা। সেখান থেকে শুরু হবে রোডশো। তুলসি উদ্যান, শাস্ত্রি নগর, হনুমানগড় স্কোকার, শ্রীরাম হাসপাতাল, রামনগর তেহরি বাজার স্কোয়ার হয়ে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এই স্টেশনের নাম আগে ছিল 'অযোধ্যা স্টেশন'। এখন নাম হয়েছে, 'অযোধ্যা ধাম স্টেশন।'

এদিন বিমানবন্দর এবং রেলস্টেশনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। এর আগে 2020 সালের 5 অগস্ট অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন রাম মন্দিরের ভূমিপুজো করেন মোদি। করোনার আবহের মধ্যেই একটি অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দেন মোদি। এরপর আজ ফের তাঁর অযোধ্যায় আসার কথা। তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

আরও পড়ুন:

  1. রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের
  2. রামমন্দিরের উদ্বোধনে কংগ্রেসের থাকা নিয়ে সংশয় ! 'সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে', মন্তব্য থারুরের
  3. রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার

অযোধ্য, 30 ডিসেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফর। দুপুর 12টা নাগাদ তিনি অযোধ্যায় পৌঁছবেন বলে জানা গিয়েছে। মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সদ্য সংস্কার হওয়া অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তবে আবহাওয়া নিয়ে আশঙ্কায় প্রশাসন। গত দু'দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে অযোধ্যা। আজও দুপুরের দিকে সেই পরিস্থিতি থাকলে মোদির বিমাণ অবতরণে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সফরসূচিতে কয়েকটি বদল আনতে হতে পারে। এখনও পর্যন্ত যা খবর তাতে অযোধ্যায় 3 থেকে 4 ঘণ্টা থাকবেন তিনি। তবে আবহাওয়া বাধা দিলে পরিস্থিতি অন্যরকম হতেই পারে। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি অযোধ্যা।

জেলা প্রশাসন জানিয়েছে,অযোধ্যায় এসে প্রধানমন্ত্রী প্রথমেই বিমানবন্দরের উদ্বোধন করবেন। এরপর লতা মঙ্গেশকরের নামাঙ্কিত চকে তাঁর যাওয়ার কথা। সেখান থেকে শুরু হবে রোডশো। তুলসি উদ্যান, শাস্ত্রি নগর, হনুমানগড় স্কোকার, শ্রীরাম হাসপাতাল, রামনগর তেহরি বাজার স্কোয়ার হয়ে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এই স্টেশনের নাম আগে ছিল 'অযোধ্যা স্টেশন'। এখন নাম হয়েছে, 'অযোধ্যা ধাম স্টেশন।'

এদিন বিমানবন্দর এবং রেলস্টেশনের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। এর আগে 2020 সালের 5 অগস্ট অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন রাম মন্দিরের ভূমিপুজো করেন মোদি। করোনার আবহের মধ্যেই একটি অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দেন মোদি। এরপর আজ ফের তাঁর অযোধ্যায় আসার কথা। তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

আরও পড়ুন:

  1. রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের
  2. রামমন্দিরের উদ্বোধনে কংগ্রেসের থাকা নিয়ে সংশয় ! 'সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে', মন্তব্য থারুরের
  3. রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার
Last Updated : Dec 30, 2023, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.