ETV Bharat / bharat

CM Yogi on Deepotsav: গিনেস বুকে নাম তুলল অযোধ্যার দীপোৎসব, উচ্ছ্বসিত যোগী - মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লক্ষ লক্ষ প্রদীপের আলো পৌঁছল ফের বিশ্বের দরবারে। গিনেস বুকে নাম উঠল যোগীরাজ্যের দীপোৎসবের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা ইতিমধ্যেই 'রাম রাজ্য' প্রতিষ্ঠিত হয়েছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ দেশের 'রাম রাজ্য'কে আরও শক্তিশালী করবে ৷ শনিবার দীপোৎসবের সূচনায় গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Nov 11, 2023, 10:39 PM IST

Updated : Nov 11, 2023, 10:55 PM IST

গিনেস বুকে নাম তুলল অযোধ্যার দীপোৎসব

অযোধ্যা, 11 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা ইতিমধ্যেই 'রাম রাজ্য' প্রতিষ্ঠিত হয়েছে, আর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ দেশের 'রাম রাজ্য'কে আরও শক্তিশালী করবে ৷ শনিবার দীপোৎসবের সূচনায় গিয়ে এমনই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এদিনই গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডে নাম উঠল অযোধ্য়ার দীপোৎসবের ৷ এদিন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, অযোধ্যায় দীপাবলির প্রস্তুতি জোর কদমে চলছে ৷ কারণ মন্দির শহরে একই সময়ে 51টি ঘাটে 22 লক্ষ 23 হাজার প্রদীপ জ্বালানো হয়েছে এদিন ৷ যা ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড স্থাপন করছে।

এদিন অযোধ্যায় দীপোৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আগে অযোধ্যাকে অবহেলিত করা হয়েছিল, এখন আর তা হওয়ার নয়। রাম লালা আসছেন এবং অযোধ্যাকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর করে তুলবেন। রাম মন্দির নির্মাণ 'রাম রাজ্য'-এর ভীত আরও মজবুত করবে ৷ যা গত নয় বছরে প্রধানমন্ত্রী মোদি দেশে প্রতিষ্ঠা করেছেন ৷" এদিন তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে 178টি প্রকল্পে মোট 30 হাজার 500 কোটি টাকা ব্যয় করছে অযোধ্যার উন্নয়নের জন্য। প্রসঙ্গত, অবধ বিশ্ববিদ্যালয় এবং অযোধ্যা জেলা প্রশাসনের প্রায় 25 হাজার স্বেচ্ছাসেবককে একই সময়ে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করার জন্য নিয়োগ করা হয়েছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দলটি ড্রোন ক্যামেরার দিয়ে প্রদীপগুলি গণনা করে ৷ এরপরই আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ডের সেই মানপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ৷

মুখ্যমন্ত্রী যোগী বলেন, "500 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, অযোধ্যায় ভগবান শ্রী রামের জন্মস্থানে এক বিশাল মন্দির তৈরি করা হচ্ছে, যা আমরা সকলেই প্রত্যক্ষ করছি। অযোধ্যার উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার 178টি প্রকল্পে মোট 30 হাজার 500 কোটি টাকা ব্যয় করছে ৷" যোগী আদিত্যনাথ আরও বলেন, "যখন দীপোৎসবের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন মনে হয়েছিল যেন প্রত্যেকের কাছে একটি মাত্র ইচ্ছা ছিল। আর তা ছিল রাম মন্দিরের নির্মাণ।"

তিনি বলেন, "সাত বছর আগে যখন আমরা অযোধ্যার দীপোৎসব শুরু করেছিলাম, তখন একটা বিভ্রান্তির পরিস্থিতি ছিল ৷ কিন্তু আজ এটি একটি বড় অনুষ্ঠান ৷ দেশ এবং বিশ্বের একটি অনন্য অনুষ্ঠানে পরিণত হয়ে গিয়েছে।" (এএনআই)

আরও পড়ুন:

রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বিশেষ উদ্যোগে আরএসএসের, বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ

জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, আহত কমপক্ষে 20 জন পুণ্যার্থী

গিনেস বুকে নাম তুলল অযোধ্যার দীপোৎসব

অযোধ্যা, 11 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা ইতিমধ্যেই 'রাম রাজ্য' প্রতিষ্ঠিত হয়েছে, আর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ দেশের 'রাম রাজ্য'কে আরও শক্তিশালী করবে ৷ শনিবার দীপোৎসবের সূচনায় গিয়ে এমনই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এদিনই গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডে নাম উঠল অযোধ্য়ার দীপোৎসবের ৷ এদিন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, অযোধ্যায় দীপাবলির প্রস্তুতি জোর কদমে চলছে ৷ কারণ মন্দির শহরে একই সময়ে 51টি ঘাটে 22 লক্ষ 23 হাজার প্রদীপ জ্বালানো হয়েছে এদিন ৷ যা ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড স্থাপন করছে।

এদিন অযোধ্যায় দীপোৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আগে অযোধ্যাকে অবহেলিত করা হয়েছিল, এখন আর তা হওয়ার নয়। রাম লালা আসছেন এবং অযোধ্যাকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর করে তুলবেন। রাম মন্দির নির্মাণ 'রাম রাজ্য'-এর ভীত আরও মজবুত করবে ৷ যা গত নয় বছরে প্রধানমন্ত্রী মোদি দেশে প্রতিষ্ঠা করেছেন ৷" এদিন তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে 178টি প্রকল্পে মোট 30 হাজার 500 কোটি টাকা ব্যয় করছে অযোধ্যার উন্নয়নের জন্য। প্রসঙ্গত, অবধ বিশ্ববিদ্যালয় এবং অযোধ্যা জেলা প্রশাসনের প্রায় 25 হাজার স্বেচ্ছাসেবককে একই সময়ে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করার জন্য নিয়োগ করা হয়েছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দলটি ড্রোন ক্যামেরার দিয়ে প্রদীপগুলি গণনা করে ৷ এরপরই আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ডের সেই মানপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ৷

মুখ্যমন্ত্রী যোগী বলেন, "500 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, অযোধ্যায় ভগবান শ্রী রামের জন্মস্থানে এক বিশাল মন্দির তৈরি করা হচ্ছে, যা আমরা সকলেই প্রত্যক্ষ করছি। অযোধ্যার উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার 178টি প্রকল্পে মোট 30 হাজার 500 কোটি টাকা ব্যয় করছে ৷" যোগী আদিত্যনাথ আরও বলেন, "যখন দীপোৎসবের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন মনে হয়েছিল যেন প্রত্যেকের কাছে একটি মাত্র ইচ্ছা ছিল। আর তা ছিল রাম মন্দিরের নির্মাণ।"

তিনি বলেন, "সাত বছর আগে যখন আমরা অযোধ্যার দীপোৎসব শুরু করেছিলাম, তখন একটা বিভ্রান্তির পরিস্থিতি ছিল ৷ কিন্তু আজ এটি একটি বড় অনুষ্ঠান ৷ দেশ এবং বিশ্বের একটি অনন্য অনুষ্ঠানে পরিণত হয়ে গিয়েছে।" (এএনআই)

আরও পড়ুন:

রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বিশেষ উদ্যোগে আরএসএসের, বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ

জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, আহত কমপক্ষে 20 জন পুণ্যার্থী

Last Updated : Nov 11, 2023, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.