ETV Bharat / bharat

Cyber Crime: সাইবার অপরাধীদের ফাঁদ এড়াতে সতর্ক হোন, তবেই বাঁচবে ব্যাংকে গচ্ছিত টাকা - সাইবার ক্রাইম

অনলাইন ব্যাংক জালিয়াতি (Online Bank Fraud) আটকাতে সতর্ক হতে হবে ৷ মেনে চলতে হবে একাধিক বিষয় ৷ তবেই সাইবার অপরাধের (Cyber Crime) হাত থেকে রক্ষা পাওয়া যাবে ৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের ৷

awareness of cyber crime only can protect from online bank fraud
Cyber Crime: সাইবার অপরাধীদের ফাঁদ এড়াতে সতর্ক হোন, তবেই বাঁচবে ব্য়াংকে গচ্ছিত টাকা
author img

By

Published : Sep 17, 2022, 6:38 PM IST

Updated : Sep 17, 2022, 6:49 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: টাকা-পয়সা সংক্রান্ত কাজ মেটাতে ব্য়াংকের লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ ৷ নতুন অ্য়াকাউন্ট খোলা থেকে ব্যবসায়িক লেনদেন, আজকের দিনে সবই সারা হয় অনলাইনে ৷ এর সুবিধা যেমন রয়েছে, তেমনই আছে ভয়ঙ্কর অসুবিধাও ! ভয়ঙ্কর শব্দটি এই কারণেই বলা, কারণ, অনলাইন লেনদেনে যেকোনও সময় সামান্য ভুল হলেও ব্যাংকের অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে, আমার-আপনার কষ্টার্জিত টাকা !

এখানে বলে রাখা ভালো, যারা এই ধরনের অপরাধ করে তারা সকলেই সাইবার ক্রাইম (Cyber Crime) বা সাইবার অপরাধের আওতায় পড়ে ৷ কিন্তু, তার মানে এই নয় যে জালিয়াতরা সকলেই বিরাট জ্ঞানী বা প্রযুক্তিবিদ ৷ আসলে এরা জোচ্চোর ৷ যারা তুলনায় ছাপোষা গ্রাহকদের ভুল বুঝিয়ে বা ফাঁদে ফেলে তাঁদের টাকা হাতিয়ে নেয় (Online Bank Fraud) ৷ তবে, একটু সতর্ক হলেই এই ধরনের অপরাধের হাত থেকে নিজেদের বাঁচানো সম্ভব ৷ সেটা কেমন ?

আরও পড়ুন: অনিশ্চিত জীবনের সুরক্ষায় সেরা বিমা পলিসি

বিশেষজ্ঞরা বলছেন, মাঝেমধ্য়েই অচেনা, অজানা নম্বর থেকে আমাদের মোবাইলে কল আসে ৷ অন্য প্রান্তে থাকা মানুষটি দাবি করে সে ব্য়াংক থেকে বা অন্য কোনও নামী প্রতিষ্ঠান থেকে ফোন করেছে ৷ তারপরই নানা অছিলায় সেই ব্যক্তি আমাদের ব্যাংক অ্য়াকাউন্ট এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সংক্রান্ত নানা তথ্য চেয়ে বসে ৷ আমরাও কিছুটা ভ্য়াবাচাকা খেয়ে সেসব গড়গড় করে বলে দিই ৷ আর ভুলটা হয় ঠিক এখানেই ৷ এইসব ক্ষেত্রে কখনই নিজের কোনও তথ্য ওই ব্যক্তিকে সরবরাহ করা চলবে না ৷ দেওয়া যাবে না ক্রেডিট বা ডেবিট কার্ডে সিভিভি, মেয়াদের দিনক্ষণ, ওটিপি কিংবা পিন ৷ কারণ, এই তথ্যগুলি হাতে চলে এলেই সাইবার অপরাধীরা আমার, আপনার ব্যাংক অ্য়াকাউন্ট ফাঁকা করে দিতে সক্ষম ৷ সবথেকে বড় কথা হল, কখনই কোনও ব্যাংক বা দায়িত্বশীল অন্য কোনও প্রতিষ্ঠান তার গ্রাহকদের এই ধরনের কোনও ফোন কল করে না, যেখানে অ্য়াকাউন্টের তথ্য চাওয়া হয় ৷ তাই মনে রাখতে হবে, এই ধরনের কল কেবলমাত্র জালিয়াতরাই করে ৷

এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে লাগাতার প্রচারও চালানো হয় ৷ কিন্তু, তারপরও আমরা অনেকেই একই ভুল করি ৷ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিষয়ে নির্দিষ্ট গাইড লাইন রয়েছে ৷ পাশাপাশি, বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলিও নিজেদের মতো করে প্রচার চালায় ৷ এই কাজে সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ধরনের হ্যাশট্য়াগ দিয়ে মানুষকে সচেতন করা হয় ৷ কখনও বা টিভিতে মজাদার বিজ্ঞাপন করা হয় ৷ তবে, আমাদের বুঝতে হবে এই ধরনের বিজ্ঞাপন মোটেই মজার জন্য নয় ৷ এগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার এবং বোঝার প্রয়োজন আছে ৷

সবসময় খেয়ার রাখতে হবে, অনলাইন লেনদেন কেবলমাত্র নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকেই করবেন ৷ নিজের পাসওয়ার্ড কখনও কাউকে জানাবেন না ৷ একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করবেন না ৷

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: টাকা-পয়সা সংক্রান্ত কাজ মেটাতে ব্য়াংকের লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ ৷ নতুন অ্য়াকাউন্ট খোলা থেকে ব্যবসায়িক লেনদেন, আজকের দিনে সবই সারা হয় অনলাইনে ৷ এর সুবিধা যেমন রয়েছে, তেমনই আছে ভয়ঙ্কর অসুবিধাও ! ভয়ঙ্কর শব্দটি এই কারণেই বলা, কারণ, অনলাইন লেনদেনে যেকোনও সময় সামান্য ভুল হলেও ব্যাংকের অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে, আমার-আপনার কষ্টার্জিত টাকা !

এখানে বলে রাখা ভালো, যারা এই ধরনের অপরাধ করে তারা সকলেই সাইবার ক্রাইম (Cyber Crime) বা সাইবার অপরাধের আওতায় পড়ে ৷ কিন্তু, তার মানে এই নয় যে জালিয়াতরা সকলেই বিরাট জ্ঞানী বা প্রযুক্তিবিদ ৷ আসলে এরা জোচ্চোর ৷ যারা তুলনায় ছাপোষা গ্রাহকদের ভুল বুঝিয়ে বা ফাঁদে ফেলে তাঁদের টাকা হাতিয়ে নেয় (Online Bank Fraud) ৷ তবে, একটু সতর্ক হলেই এই ধরনের অপরাধের হাত থেকে নিজেদের বাঁচানো সম্ভব ৷ সেটা কেমন ?

আরও পড়ুন: অনিশ্চিত জীবনের সুরক্ষায় সেরা বিমা পলিসি

বিশেষজ্ঞরা বলছেন, মাঝেমধ্য়েই অচেনা, অজানা নম্বর থেকে আমাদের মোবাইলে কল আসে ৷ অন্য প্রান্তে থাকা মানুষটি দাবি করে সে ব্য়াংক থেকে বা অন্য কোনও নামী প্রতিষ্ঠান থেকে ফোন করেছে ৷ তারপরই নানা অছিলায় সেই ব্যক্তি আমাদের ব্যাংক অ্য়াকাউন্ট এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সংক্রান্ত নানা তথ্য চেয়ে বসে ৷ আমরাও কিছুটা ভ্য়াবাচাকা খেয়ে সেসব গড়গড় করে বলে দিই ৷ আর ভুলটা হয় ঠিক এখানেই ৷ এইসব ক্ষেত্রে কখনই নিজের কোনও তথ্য ওই ব্যক্তিকে সরবরাহ করা চলবে না ৷ দেওয়া যাবে না ক্রেডিট বা ডেবিট কার্ডে সিভিভি, মেয়াদের দিনক্ষণ, ওটিপি কিংবা পিন ৷ কারণ, এই তথ্যগুলি হাতে চলে এলেই সাইবার অপরাধীরা আমার, আপনার ব্যাংক অ্য়াকাউন্ট ফাঁকা করে দিতে সক্ষম ৷ সবথেকে বড় কথা হল, কখনই কোনও ব্যাংক বা দায়িত্বশীল অন্য কোনও প্রতিষ্ঠান তার গ্রাহকদের এই ধরনের কোনও ফোন কল করে না, যেখানে অ্য়াকাউন্টের তথ্য চাওয়া হয় ৷ তাই মনে রাখতে হবে, এই ধরনের কল কেবলমাত্র জালিয়াতরাই করে ৷

এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে লাগাতার প্রচারও চালানো হয় ৷ কিন্তু, তারপরও আমরা অনেকেই একই ভুল করি ৷ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিষয়ে নির্দিষ্ট গাইড লাইন রয়েছে ৷ পাশাপাশি, বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলিও নিজেদের মতো করে প্রচার চালায় ৷ এই কাজে সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ধরনের হ্যাশট্য়াগ দিয়ে মানুষকে সচেতন করা হয় ৷ কখনও বা টিভিতে মজাদার বিজ্ঞাপন করা হয় ৷ তবে, আমাদের বুঝতে হবে এই ধরনের বিজ্ঞাপন মোটেই মজার জন্য নয় ৷ এগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার এবং বোঝার প্রয়োজন আছে ৷

সবসময় খেয়ার রাখতে হবে, অনলাইন লেনদেন কেবলমাত্র নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকেই করবেন ৷ নিজের পাসওয়ার্ড কখনও কাউকে জানাবেন না ৷ একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করবেন না ৷

Last Updated : Sep 17, 2022, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.