ETV Bharat / bharat

কুপওয়ারায় তুষারধসে মৃত্যু জওয়ানের - 3 সেনা জওয়ান গুরুতর জখম

তুষারধসের ঘটনায় 3 সেনা জওয়ান গুরুতর জখম হন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একজনের মৃত্যু হয় ।

avalanche-hits-army-post-in-j-k-soldier-killed
উত্তর কাশ্মীরের তাংধার সেক্টরে তুষারধস, নিহত 1 সেনা জওয়ান
author img

By

Published : Nov 18, 2020, 1:13 PM IST

Updated : Nov 18, 2020, 1:37 PM IST

শ্রীনগর, 18 নভেম্বর : উত্তর কাশ্মীরে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ আহত হয়েছে আরও দুই জওয়ান ৷ কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটে ৷

সেনার তরফে জানানো হয়েছে, লাইন অফ কন্ট্রোলের কাছে তাংধর সেক্টরে সেনার 7RR ইউনিটের রোশন পোস্টের থাকা জওয়ানরা তুষারধসের কবলে পড়েন ৷

তুষারধসের ঘটনায় তিন জওয়ান গুরুতর জখম হন ৷ তবে, ক্যাম্পের অন্য় জওয়ানদের তৎপরতায় তাঁদের দ্রুত সেখান থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, এক জওয়ানের মৃত্যু হয় ৷

নিহত জওয়ানের নাম নিখিল শর্মা ৷ তুষারধসে জখম বাকি দুই জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয়েছে ৷

শ্রীনগর, 18 নভেম্বর : উত্তর কাশ্মীরে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ আহত হয়েছে আরও দুই জওয়ান ৷ কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটে ৷

সেনার তরফে জানানো হয়েছে, লাইন অফ কন্ট্রোলের কাছে তাংধর সেক্টরে সেনার 7RR ইউনিটের রোশন পোস্টের থাকা জওয়ানরা তুষারধসের কবলে পড়েন ৷

তুষারধসের ঘটনায় তিন জওয়ান গুরুতর জখম হন ৷ তবে, ক্যাম্পের অন্য় জওয়ানদের তৎপরতায় তাঁদের দ্রুত সেখান থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, এক জওয়ানের মৃত্যু হয় ৷

নিহত জওয়ানের নাম নিখিল শর্মা ৷ তুষারধসে জখম বাকি দুই জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয়েছে ৷

Last Updated : Nov 18, 2020, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.