ETV Bharat / bharat

Auto Driver Wins Lottery: 25 কোটির লটারি জিতলেন অটো চালক - 25 কোটির লটারি জিতলেন অটো চালক

লটারিতে রবিবার 25 কোটি টাকা জিতলেন কেরলের অটো চালক (Auto Driver Wins Lottery) ৷ অনুপ নামে এই ব্যক্তির বাড়ি তিরুবনন্তপুরমের শ্রীভরহমে ৷

Auto driver wins Rs 25 crore Onam bumper lottery day after purchasing ticket
Auto driver wins Rs 25 crore Onam bumper lottery day after purchasing ticket
author img

By

Published : Sep 19, 2022, 9:37 AM IST

Updated : Sep 19, 2022, 10:13 AM IST

তিরুবনন্তপুরম(কেরল), 19 সেপ্টেম্বর: স্বপ্ন হল সত্যি ! পেশায় তিনি অটো চালক ৷ গিয়েছিলেন রাঁধুনি হিসাবে কাজ করতে মালয়েশিয়ায় যাওয়ার টিকিট কাটতে ৷ কিন্তু ভাগ্যের কী ফের ৷ সেখানে চলছিল ওনাম বাম্পার লটারি ৷ আর সেই লটারিতেই রবিবার কেরলে 25 কোটি টাকা জিতলেন অনুপ (Kerala Auto Driver Wins 25 Crore in Lottery ) ৷

আরও মজার বিষয় হল, তিরুবনন্তপুরমের শ্রীভরহমের বাসিন্দা অনুপ 3 লক্ষ টাকার লোনের জন্য আবেদন করেছিলেন ৷ সেটা অনুমোদিত হওয়ার ঠিক একদিন পরেই তিনি এই লটারি জিতলেন । শনিবার টিকিটটি কিনেছিলেন অনুপ ৷ আর এই টিকিটিই তাঁকে পাইয়ে দিল 25 কোটি টাকা ৷

তবে অনুপ জানান, এই টিকিটটি তাঁর প্রথম পছন্দ ছিল না ৷ তিনি প্রথমে যে টিকিটটি বেছে নিয়েছিলেন সেটি তাঁর নিজেরই পছন্দ হয়নি ৷ তাই তিনি সেটা বাদ দিয়ে এই টিকিটটি নেন ৷ শেষমেশ সেটি তাঁকে 25 কোটি পাইয়ে দিল ।

উচ্ছ্বসিত অনুপ আরও জানান, আজকে ব্যাংক থেকে লোন নিয়ে তাঁকে ফোন করেছিল ৷ তিনি বলে দিয়েছেন তাঁর আর কোনও লোনের প্রয়োজন নেই । তিনি মালয়েশিয়াতেও আর যাবেন না । অনুপ গত 22 বছর ধরে লটারির টিকিট কিনছেন এবং অতীতে কয়েকশো থেকে শুরু করে 5 হাজার টাকা পর্যন্ত জিতেছেন বলে জানান তিনি ৷

জানা গিয়েছে, অনুপ লটারিতে জেতার আশা করেননি ৷ ফলে তিনি তাই টিভিতে লটারির ফলাফল দেখছিলেন না । কিন্তু অনুপ তাঁর ফোনে একটি মেসেজ দেখেন ৷ আর সেটা খুলে পড়তে গিয়েই অবাক হয়ে যান ৷ তিনি দেখেন লটারিতে 25 কোটি টাকা জিতে গিয়েছেন । প্রথমে অনুপ এটা বিশ্বাসই করতে পারেননি ৷ পরে স্ত্রীকে দেখান । তিনি নিশ্চিত করেছেন যে অনুপ সত্যি টাকা জিতেছেন ।

কর কেটে নেওয়ার পরে অনুপ সম্ভবত প্রায় 15 কোটি টাকা বাড়ি নিয়ে যেতে পারবেন । যখন তঁকে জিজ্ঞেস করা হয় এই টাকা নিয়ে তিনি কী করতে চান, অনুপ জানান, প্রথমে তাঁর পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করবেন তিনি ৷ এরপর তাঁর যত ঋণ আছে সেগুলি পরিশোধ করবেন অনুপ । এছাড়াও অনুপ জানান, তিনি আত্মীয়দের সাহায্য ও কিছু দানধান করবেন ৷ কেরলে হোটেল ব্যবসার ক্ষেত্রেও কিছু করার ইচ্ছে আছে তাঁর (Auto driver wins Rs 25 crore Onam bumper lottery day after purchasing ticket) ।

আরও পড়ুন: কাশ্মীরে ফিরল সিনেমা ! পুলওয়ামা-শোপিয়ানে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম স্ক্রিনিং-এ আমিরের ছবি

প্রসঙ্গত, গত বছরের ওনাম বাম্পার লটারিতে 12 কোটি টাকা জিতেছিলেন একজন অটো চালক । কোচির মারাডুর অটো চালক জয়পালন পিআর এই লটারি জেতেন ৷ এ বছর দ্বিতীয় পুরস্কারের মূল্য ছিল 5 কোটি টাকা । এছাড়া 1 কোটি টাকার পুরস্কার জিতেছেন আরও 10 জন।

তিরুবনন্তপুরম(কেরল), 19 সেপ্টেম্বর: স্বপ্ন হল সত্যি ! পেশায় তিনি অটো চালক ৷ গিয়েছিলেন রাঁধুনি হিসাবে কাজ করতে মালয়েশিয়ায় যাওয়ার টিকিট কাটতে ৷ কিন্তু ভাগ্যের কী ফের ৷ সেখানে চলছিল ওনাম বাম্পার লটারি ৷ আর সেই লটারিতেই রবিবার কেরলে 25 কোটি টাকা জিতলেন অনুপ (Kerala Auto Driver Wins 25 Crore in Lottery ) ৷

আরও মজার বিষয় হল, তিরুবনন্তপুরমের শ্রীভরহমের বাসিন্দা অনুপ 3 লক্ষ টাকার লোনের জন্য আবেদন করেছিলেন ৷ সেটা অনুমোদিত হওয়ার ঠিক একদিন পরেই তিনি এই লটারি জিতলেন । শনিবার টিকিটটি কিনেছিলেন অনুপ ৷ আর এই টিকিটিই তাঁকে পাইয়ে দিল 25 কোটি টাকা ৷

তবে অনুপ জানান, এই টিকিটটি তাঁর প্রথম পছন্দ ছিল না ৷ তিনি প্রথমে যে টিকিটটি বেছে নিয়েছিলেন সেটি তাঁর নিজেরই পছন্দ হয়নি ৷ তাই তিনি সেটা বাদ দিয়ে এই টিকিটটি নেন ৷ শেষমেশ সেটি তাঁকে 25 কোটি পাইয়ে দিল ।

উচ্ছ্বসিত অনুপ আরও জানান, আজকে ব্যাংক থেকে লোন নিয়ে তাঁকে ফোন করেছিল ৷ তিনি বলে দিয়েছেন তাঁর আর কোনও লোনের প্রয়োজন নেই । তিনি মালয়েশিয়াতেও আর যাবেন না । অনুপ গত 22 বছর ধরে লটারির টিকিট কিনছেন এবং অতীতে কয়েকশো থেকে শুরু করে 5 হাজার টাকা পর্যন্ত জিতেছেন বলে জানান তিনি ৷

জানা গিয়েছে, অনুপ লটারিতে জেতার আশা করেননি ৷ ফলে তিনি তাই টিভিতে লটারির ফলাফল দেখছিলেন না । কিন্তু অনুপ তাঁর ফোনে একটি মেসেজ দেখেন ৷ আর সেটা খুলে পড়তে গিয়েই অবাক হয়ে যান ৷ তিনি দেখেন লটারিতে 25 কোটি টাকা জিতে গিয়েছেন । প্রথমে অনুপ এটা বিশ্বাসই করতে পারেননি ৷ পরে স্ত্রীকে দেখান । তিনি নিশ্চিত করেছেন যে অনুপ সত্যি টাকা জিতেছেন ।

কর কেটে নেওয়ার পরে অনুপ সম্ভবত প্রায় 15 কোটি টাকা বাড়ি নিয়ে যেতে পারবেন । যখন তঁকে জিজ্ঞেস করা হয় এই টাকা নিয়ে তিনি কী করতে চান, অনুপ জানান, প্রথমে তাঁর পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করবেন তিনি ৷ এরপর তাঁর যত ঋণ আছে সেগুলি পরিশোধ করবেন অনুপ । এছাড়াও অনুপ জানান, তিনি আত্মীয়দের সাহায্য ও কিছু দানধান করবেন ৷ কেরলে হোটেল ব্যবসার ক্ষেত্রেও কিছু করার ইচ্ছে আছে তাঁর (Auto driver wins Rs 25 crore Onam bumper lottery day after purchasing ticket) ।

আরও পড়ুন: কাশ্মীরে ফিরল সিনেমা ! পুলওয়ামা-শোপিয়ানে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম স্ক্রিনিং-এ আমিরের ছবি

প্রসঙ্গত, গত বছরের ওনাম বাম্পার লটারিতে 12 কোটি টাকা জিতেছিলেন একজন অটো চালক । কোচির মারাডুর অটো চালক জয়পালন পিআর এই লটারি জেতেন ৷ এ বছর দ্বিতীয় পুরস্কারের মূল্য ছিল 5 কোটি টাকা । এছাড়া 1 কোটি টাকার পুরস্কার জিতেছেন আরও 10 জন।

Last Updated : Sep 19, 2022, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.