ছত্রপতি সম্ভাজি নগর(মহারাষ্ট্র), 9 সেপ্টেম্বর: 18তম জি20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে । বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন রাজধানীর প্রগতি ময়দানে ৷ এই সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরা হচ্ছে ভারতীয় সংস্কৃতিকে ৷ এরই মধ্যে জায়গা করে নিয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বিখ্যাত পৈঠানি শাড়ি এবং কোলাপুরি চপ্পল । এর ফলে এই দুই শিল্পের প্রসার ঘটবে বলে মনে করছে আয়োজকরা । এর আগে শহরে অনুষ্ঠিত উইমেন20 সম্মেলনেও প্রধান আকর্ষণ হিসেবে রাখা হয়েছিল পৈঠানি শাড়ি । 20টি দেশের অতিথিদের হিমরু শাল দিয়ে পৈঠানি কাপড়ের পাগড়ি পরিয়ে স্বাগত জানানো হয়েছিল ।
পৈঠানি শাড়ির বিশেষত্ব কী ?
প্রাচীনকাল থেকেই বিশ্বে প্রসিদ্ধ পৈঠানি শাড়ি । পৈঠানি হল ঔরঙ্গাবাদ জেলার পৈঠান শহরে তাঁতে তৈরি একটি শাড়ি । একটি পৈঠানি শাড়ি তৈরি করতে একজন কারিগরের অনেক মাস পরিশ্রম ও সময় লাগে । তাঁতে সুতো দিয়ে এই পৈঠানি তৈরি করা হয় । এটি সিল্ক কাপড় নামেও পরিচিত । পৈঠানির বিশেষত্ব হল, এটি একটি হাতে তৈরি শাড়ি ৷ যেটি একইরকম সুতো দিয়ে তৈরি হয় ৷ তবে এর এমব্রয়েডারি কাজই হল মূলত সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু । পৈঠানি খাঁটি সিল্ক এবং সোনার ব্রোকেডে দিয়ে বোনা হয় অবং এই শাড়ি বিভিন্ন প্রাণবন্ত রঙ দিয়ে তৈরির জন্য বিখ্যাত । পৈঠানি শাড়ির পাড় এবং আঁচলে ময়ূর, তোতা এবং পদ্ম-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফ থাকে, যা এই শাড়িকে অন্যের থেকে আলাদা করে তোলে ৷
পৈঠানি শাড়ি কেনাটা আগে সকলের সাধ্যের মধ্যে ছিল না । এই পৈঠানি পরা মহিলাকে রাজপরিবারের বলে মনে করা হত। তবে বর্তমানে পৈঠানি শাড়ি তৈরিতে অনেক পরিবর্তন এসেছে ৷ পৈঠানি এখন আগের তুলনায় অনেক সহজলভ্য হয়ে উঠেছে । কেবল মহারাষ্ট্রে পাওয়া গেলেও এখন এই পৈঠানির ব্র্যান্ডিং আন্তর্জাতিক পর্যায়ে করা হচ্ছে ।
দেশের বিখ্যাত কোলাপুরি চপ্পল: দেশে এখন বেশ বিখ্যাত কোলাপুরি চপ্পল ৷ ভারতীয় পোশাকের সঙ্গে এই চপ্পলের জুড়ি মেলা ভার ৷ সুন্দর দেখতে এবং মজবুত কোলাপুরি চপ্পল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ এই চপ্পল বিদেশেও বিক্রি হয় । খাঁটি চামড়া দিয়ে তৈরি হয় চপ্পলগুলি ৷ তবে এর কারুকাজ চপ্পলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে । দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে হস্তশিল্পের বাজারের ৷ সেখানেই বিক্রির জন্য মিলবে বিশেষ কোলাপুরি চপ্পল । কোলাপুরি চপ্পল বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করতে চলেছে বলে মনে করছে ব্যবসায়ীরা ।
আরও পড়ুন: শস্যের ইতিহাস জানাতে জি20 সম্মেলনে আদিবাসী মহিলা কৃষক রাইমতি
সারা দেশে কোলাপুরি চপ্পলের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে চামড়ার জন্য কারিগররা সমস্যায় পড়েছেন । তাঁরা চাইছেন, কেন্দ্র ও রাজ্য সরকার সরাসরি কারিগরদের থেকে তাঁদের তৈরি কোলহাপুরি চপ্পল কিনুক । এতে এই ব্যবসা এবং রফতানি দুই বাড়বে । কোলাপুর জেলার কারিগরদের পর্যাপ্ত সরঞ্জাম নেই ৷ তাই কারিগরদের এই ব্যবসায় চালিয়ে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে । উৎপাদক ও ডিলাররা জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচিৎ কারিগরদের সমস্যার সমাধান করা ।