ETV Bharat / bharat

Punjabi Singer Alfaaz Attacked: মোহালিতে পঞ্জাবি গায়ক আলফাজের উপর হামলা, ভর্তি হাসপাতালে

মোহালিতে একটি ধাবার বাইরে পঞ্জাবি গায়ক আলফাজকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গায়ক ৷

Attack on Punjabi Singer Alfaaz in Mohali Admitted in Hospital
Attack on Punjabi Singer Alfaaz in Mohali Admitted in Hospital
author img

By

Published : Oct 3, 2022, 11:30 AM IST

Updated : Oct 3, 2022, 12:19 PM IST

মোহালি, 3 অক্টোবর: পঞ্জাবি সঙ্গীত শিল্পী আলফাজ তথা আমনজোৎ সিং পানওয়ারকে (Amanjot Singh Panwar) গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ তিনি বর্তমানে মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

রবিবার রাতে তাঁর সহকর্মী এক গায়ক জানিয়েছেন, আলফাজ বর্তমানে বিপদমুক্ত রয়েছেন ৷ পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং (Honey Singh) সোশাল মিডিয়ায় আলফাজের হাসপাতালে ভর্তির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, আলফাজের উপর হামলা চালানো হয়েছে ৷ মাত্র কয়েকমাস আগে খুন হন আরেক পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা । তদন্তে নেমে পুলিশ জানতে পেরে দীর্ঘ পরিকল্পনার পর তাঁকে হত্যা করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে । এর কিছুদিনের মধ্যেই আক্রান্ত হলেন আরেক পাঞ্জাবি গায়ক ।

পুলিশ সূত্রে খবর, মোহালির পাল ধাবা থেকে তিন বন্ধুর সঙ্গে বেরচ্ছিলেন আলফাজ ৷ সেখানেই ভিকি নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় ৷ ওই যুবক ধাবার প্রাক্তন কর্মচারী ৷ তিনি সেখানে ওই ধাবার মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, ভিকি সেখানে আলফাজকে দেখতে পেয়ে দাঁড় করিয়ে দেন এবং ধাবার মালিকের সঙ্গে কথা বলে তাঁর বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করতে বলেন ৷ কিন্তু, আলফাজ ভিকি এবং তাঁর প্রাক্তন মালিকের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন ৷

অভিযোগ তখনই ধাবার বাইরে রাখা একটি টেম্পো নিয়ে ভিকির উপরে চড়াও হন (Punjabi Singer Alfaaz Attacked) ৷ সেই সময় আলফাজ পার্কিং থেকে নিজের গাড়ি বের করছিলেন ৷ আলফাজের গাড়িতে টেম্পো দিয়ে ধাক্কা মারেন ভিকি ৷ জানা গিয়েছে, আলফাজের মাথায়, হাতে ও পায়ে একাধিক চোট লেগেছে ৷ তাঁর সঙ্গে থাকা বন্ধুরা আলফাজকে হাসপাতালে নিয়ে যান ৷ সেই সময় ঘটনাস্থল থেকে ভিকি পালিয়ে যায় ৷ তবে, পরবর্তী সময়ে মোহালি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ সোহান পুলিশ স্টেশনে ভিকির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত

পুরো ঘটনাটি নিয়ে টুইটারে একটি পোস্ট করেন বলিউডের পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, শনিবার তাঁর বন্ধু আলফাজের উপরে হামলা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন হানি সিং ৷ পরে সেই পোস্টটি ডিলিট করে দেন শিল্পী ৷ বদলে আরও একটি পোস্ট করে তিনি আলফাজের স্বাস্থ্য সংক্রান্ত একটি বার্তা দেন ৷ সেই সঙ্গে মোহালি পুলিশকে ধন্যবাদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ৷

মোহালি, 3 অক্টোবর: পঞ্জাবি সঙ্গীত শিল্পী আলফাজ তথা আমনজোৎ সিং পানওয়ারকে (Amanjot Singh Panwar) গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ তিনি বর্তমানে মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

রবিবার রাতে তাঁর সহকর্মী এক গায়ক জানিয়েছেন, আলফাজ বর্তমানে বিপদমুক্ত রয়েছেন ৷ পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং (Honey Singh) সোশাল মিডিয়ায় আলফাজের হাসপাতালে ভর্তির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, আলফাজের উপর হামলা চালানো হয়েছে ৷ মাত্র কয়েকমাস আগে খুন হন আরেক পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা । তদন্তে নেমে পুলিশ জানতে পেরে দীর্ঘ পরিকল্পনার পর তাঁকে হত্যা করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে । এর কিছুদিনের মধ্যেই আক্রান্ত হলেন আরেক পাঞ্জাবি গায়ক ।

পুলিশ সূত্রে খবর, মোহালির পাল ধাবা থেকে তিন বন্ধুর সঙ্গে বেরচ্ছিলেন আলফাজ ৷ সেখানেই ভিকি নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় ৷ ওই যুবক ধাবার প্রাক্তন কর্মচারী ৷ তিনি সেখানে ওই ধাবার মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, ভিকি সেখানে আলফাজকে দেখতে পেয়ে দাঁড় করিয়ে দেন এবং ধাবার মালিকের সঙ্গে কথা বলে তাঁর বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করতে বলেন ৷ কিন্তু, আলফাজ ভিকি এবং তাঁর প্রাক্তন মালিকের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন ৷

অভিযোগ তখনই ধাবার বাইরে রাখা একটি টেম্পো নিয়ে ভিকির উপরে চড়াও হন (Punjabi Singer Alfaaz Attacked) ৷ সেই সময় আলফাজ পার্কিং থেকে নিজের গাড়ি বের করছিলেন ৷ আলফাজের গাড়িতে টেম্পো দিয়ে ধাক্কা মারেন ভিকি ৷ জানা গিয়েছে, আলফাজের মাথায়, হাতে ও পায়ে একাধিক চোট লেগেছে ৷ তাঁর সঙ্গে থাকা বন্ধুরা আলফাজকে হাসপাতালে নিয়ে যান ৷ সেই সময় ঘটনাস্থল থেকে ভিকি পালিয়ে যায় ৷ তবে, পরবর্তী সময়ে মোহালি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ সোহান পুলিশ স্টেশনে ভিকির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত

পুরো ঘটনাটি নিয়ে টুইটারে একটি পোস্ট করেন বলিউডের পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, শনিবার তাঁর বন্ধু আলফাজের উপরে হামলা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন হানি সিং ৷ পরে সেই পোস্টটি ডিলিট করে দেন শিল্পী ৷ বদলে আরও একটি পোস্ট করে তিনি আলফাজের স্বাস্থ্য সংক্রান্ত একটি বার্তা দেন ৷ সেই সঙ্গে মোহালি পুলিশকে ধন্যবাদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ৷

Last Updated : Oct 3, 2022, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.