ETV Bharat / bharat

Punjabi Singer Alfaaz Attacked: মোহালিতে পঞ্জাবি গায়ক আলফাজের উপর হামলা, ভর্তি হাসপাতালে - punjabi singer alfaaz injured

মোহালিতে একটি ধাবার বাইরে পঞ্জাবি গায়ক আলফাজকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গায়ক ৷

Attack on Punjabi Singer Alfaaz in Mohali Admitted in Hospital
Attack on Punjabi Singer Alfaaz in Mohali Admitted in Hospital
author img

By

Published : Oct 3, 2022, 11:30 AM IST

Updated : Oct 3, 2022, 12:19 PM IST

মোহালি, 3 অক্টোবর: পঞ্জাবি সঙ্গীত শিল্পী আলফাজ তথা আমনজোৎ সিং পানওয়ারকে (Amanjot Singh Panwar) গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ তিনি বর্তমানে মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

রবিবার রাতে তাঁর সহকর্মী এক গায়ক জানিয়েছেন, আলফাজ বর্তমানে বিপদমুক্ত রয়েছেন ৷ পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং (Honey Singh) সোশাল মিডিয়ায় আলফাজের হাসপাতালে ভর্তির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, আলফাজের উপর হামলা চালানো হয়েছে ৷ মাত্র কয়েকমাস আগে খুন হন আরেক পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা । তদন্তে নেমে পুলিশ জানতে পেরে দীর্ঘ পরিকল্পনার পর তাঁকে হত্যা করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে । এর কিছুদিনের মধ্যেই আক্রান্ত হলেন আরেক পাঞ্জাবি গায়ক ।

পুলিশ সূত্রে খবর, মোহালির পাল ধাবা থেকে তিন বন্ধুর সঙ্গে বেরচ্ছিলেন আলফাজ ৷ সেখানেই ভিকি নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় ৷ ওই যুবক ধাবার প্রাক্তন কর্মচারী ৷ তিনি সেখানে ওই ধাবার মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, ভিকি সেখানে আলফাজকে দেখতে পেয়ে দাঁড় করিয়ে দেন এবং ধাবার মালিকের সঙ্গে কথা বলে তাঁর বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করতে বলেন ৷ কিন্তু, আলফাজ ভিকি এবং তাঁর প্রাক্তন মালিকের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন ৷

অভিযোগ তখনই ধাবার বাইরে রাখা একটি টেম্পো নিয়ে ভিকির উপরে চড়াও হন (Punjabi Singer Alfaaz Attacked) ৷ সেই সময় আলফাজ পার্কিং থেকে নিজের গাড়ি বের করছিলেন ৷ আলফাজের গাড়িতে টেম্পো দিয়ে ধাক্কা মারেন ভিকি ৷ জানা গিয়েছে, আলফাজের মাথায়, হাতে ও পায়ে একাধিক চোট লেগেছে ৷ তাঁর সঙ্গে থাকা বন্ধুরা আলফাজকে হাসপাতালে নিয়ে যান ৷ সেই সময় ঘটনাস্থল থেকে ভিকি পালিয়ে যায় ৷ তবে, পরবর্তী সময়ে মোহালি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ সোহান পুলিশ স্টেশনে ভিকির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত

পুরো ঘটনাটি নিয়ে টুইটারে একটি পোস্ট করেন বলিউডের পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, শনিবার তাঁর বন্ধু আলফাজের উপরে হামলা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন হানি সিং ৷ পরে সেই পোস্টটি ডিলিট করে দেন শিল্পী ৷ বদলে আরও একটি পোস্ট করে তিনি আলফাজের স্বাস্থ্য সংক্রান্ত একটি বার্তা দেন ৷ সেই সঙ্গে মোহালি পুলিশকে ধন্যবাদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ৷

মোহালি, 3 অক্টোবর: পঞ্জাবি সঙ্গীত শিল্পী আলফাজ তথা আমনজোৎ সিং পানওয়ারকে (Amanjot Singh Panwar) গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ তিনি বর্তমানে মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

রবিবার রাতে তাঁর সহকর্মী এক গায়ক জানিয়েছেন, আলফাজ বর্তমানে বিপদমুক্ত রয়েছেন ৷ পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং (Honey Singh) সোশাল মিডিয়ায় আলফাজের হাসপাতালে ভর্তির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, আলফাজের উপর হামলা চালানো হয়েছে ৷ মাত্র কয়েকমাস আগে খুন হন আরেক পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা । তদন্তে নেমে পুলিশ জানতে পেরে দীর্ঘ পরিকল্পনার পর তাঁকে হত্যা করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে । এর কিছুদিনের মধ্যেই আক্রান্ত হলেন আরেক পাঞ্জাবি গায়ক ।

পুলিশ সূত্রে খবর, মোহালির পাল ধাবা থেকে তিন বন্ধুর সঙ্গে বেরচ্ছিলেন আলফাজ ৷ সেখানেই ভিকি নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় ৷ ওই যুবক ধাবার প্রাক্তন কর্মচারী ৷ তিনি সেখানে ওই ধাবার মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, ভিকি সেখানে আলফাজকে দেখতে পেয়ে দাঁড় করিয়ে দেন এবং ধাবার মালিকের সঙ্গে কথা বলে তাঁর বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করতে বলেন ৷ কিন্তু, আলফাজ ভিকি এবং তাঁর প্রাক্তন মালিকের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন ৷

অভিযোগ তখনই ধাবার বাইরে রাখা একটি টেম্পো নিয়ে ভিকির উপরে চড়াও হন (Punjabi Singer Alfaaz Attacked) ৷ সেই সময় আলফাজ পার্কিং থেকে নিজের গাড়ি বের করছিলেন ৷ আলফাজের গাড়িতে টেম্পো দিয়ে ধাক্কা মারেন ভিকি ৷ জানা গিয়েছে, আলফাজের মাথায়, হাতে ও পায়ে একাধিক চোট লেগেছে ৷ তাঁর সঙ্গে থাকা বন্ধুরা আলফাজকে হাসপাতালে নিয়ে যান ৷ সেই সময় ঘটনাস্থল থেকে ভিকি পালিয়ে যায় ৷ তবে, পরবর্তী সময়ে মোহালি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ সোহান পুলিশ স্টেশনে ভিকির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত

পুরো ঘটনাটি নিয়ে টুইটারে একটি পোস্ট করেন বলিউডের পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, শনিবার তাঁর বন্ধু আলফাজের উপরে হামলা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন হানি সিং ৷ পরে সেই পোস্টটি ডিলিট করে দেন শিল্পী ৷ বদলে আরও একটি পোস্ট করে তিনি আলফাজের স্বাস্থ্য সংক্রান্ত একটি বার্তা দেন ৷ সেই সঙ্গে মোহালি পুলিশকে ধন্যবাদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ৷

Last Updated : Oct 3, 2022, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.