ETV Bharat / bharat

Atiq Ahmed Murder: হামলার আশঙ্কা, আতিক-আশরফ খুনে 3 আততায়ীকে সরানো হল নৈনি জেল থেকে - atiqs killers shifted to pratapgarh district

শনিবার মাফিয়া আতিক আহমেদ ও তার ভাই আশরফ আহমেদের খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন আততায়ী । তাদেরকে প্রথমে নৈনি সেন্ট্রাল জেলে রাখা হলেও সোমবার তাদের সরানো হয়েছে প্রতাপগড় সেন্ট্রাল জেলে ।

Etv Bharat
আতিক-আশরফ খুনের তিন আততায়ী
author img

By

Published : Apr 17, 2023, 10:19 PM IST

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 17 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের খুনের ঘটনায় যুক্ত তিন অভিযুক্তকে উত্তরপ্রদেশের নৈনি সেন্ট্রাল জেল থেকে প্রতাপগড় সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়েছে সোমবার । সূত্রের খবর, প্রশাসনিক পর্যায়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । পাশাপাশি আতিক আহমেদের এক ছেলেও বন্দি রয়েছে নৈনি সেন্ট্রাল জেলে ।

যে তিন আততায়ী আতিক আহমেদ খুনে অভিযুক্ত, ইতিমধ্যেই তাদের পরিচয় পাওয়া গিয়েছে । তাদের মধ্যে একজনের নাম লাভলেশ তিওয়ারি ৷ সে বান্দার বাসিন্দা । মোহিত ওরফে সানি হামিরপুরের বাসিন্দা ও অরুণ মৌর্য কাসগঞ্জের বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, যেহেতু আতিকের এক ছেলে আলি ও তার গ্যাঙ নৈনি জেলে বন্দি, তাই এই তিন আততায়ীকে সরানো হয়েছে সেখান থেকে ।

পুলিশের আশঙ্কা, যে কোনও সময়ে তিন অভিযুক্তের ওপরে হামলা হতে পারত, তাই এই সিদ্ধান্ত । তিন অভিযুক্তকেই সোমবার প্রতাপগড় সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে । পাশাপাশি আতিকের ছেলে আলিকে তার বাবার মৃত্যুর খবর জানানো হয়েছে রবিবার সকালে । সূত্রের খবর, বাবা ও কাকার মৃত্যুর খবর শুনে নাকি ভেঙে পড়েছিলেন আলি ।

আরও পড়ুন: আতিক খুনের তদন্তে গঠিত তিন সদস্যের সিট, আলাদা নজরদারি দল

প্রসঙ্গত, আতিক আহমেদ ও ভাই আশরফকে মেডিক্যাল চেক-আপের জন্য কেলভিন হাসপাতালে আনা হয়েছিল শনিবার । সেখানেই তিন আততায়ী আতিক ও আশরফকে লক্ষ্য করে 17 থেকে 20 রাউন্ড গুলি চালায় । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের । ইতিমধ্যেই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ । এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবেন সিটের সদস্যরা । সংশ্লিষ্ট বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সতীশ চন্দ্র । সিটের বাকি দুই সদস্য হলেন সহকারী পুলিশ কমিশনার প্রসাদ তিওয়ারি এবং প্রয়াগরাজ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ইন্সপেক্টর ওম প্রকাশ । জানানো হয়েছে, যাবতীয় বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই তদন্ত করা হবে ।

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 17 এপ্রিল: আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের খুনের ঘটনায় যুক্ত তিন অভিযুক্তকে উত্তরপ্রদেশের নৈনি সেন্ট্রাল জেল থেকে প্রতাপগড় সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়েছে সোমবার । সূত্রের খবর, প্রশাসনিক পর্যায়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । পাশাপাশি আতিক আহমেদের এক ছেলেও বন্দি রয়েছে নৈনি সেন্ট্রাল জেলে ।

যে তিন আততায়ী আতিক আহমেদ খুনে অভিযুক্ত, ইতিমধ্যেই তাদের পরিচয় পাওয়া গিয়েছে । তাদের মধ্যে একজনের নাম লাভলেশ তিওয়ারি ৷ সে বান্দার বাসিন্দা । মোহিত ওরফে সানি হামিরপুরের বাসিন্দা ও অরুণ মৌর্য কাসগঞ্জের বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, যেহেতু আতিকের এক ছেলে আলি ও তার গ্যাঙ নৈনি জেলে বন্দি, তাই এই তিন আততায়ীকে সরানো হয়েছে সেখান থেকে ।

পুলিশের আশঙ্কা, যে কোনও সময়ে তিন অভিযুক্তের ওপরে হামলা হতে পারত, তাই এই সিদ্ধান্ত । তিন অভিযুক্তকেই সোমবার প্রতাপগড় সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে । পাশাপাশি আতিকের ছেলে আলিকে তার বাবার মৃত্যুর খবর জানানো হয়েছে রবিবার সকালে । সূত্রের খবর, বাবা ও কাকার মৃত্যুর খবর শুনে নাকি ভেঙে পড়েছিলেন আলি ।

আরও পড়ুন: আতিক খুনের তদন্তে গঠিত তিন সদস্যের সিট, আলাদা নজরদারি দল

প্রসঙ্গত, আতিক আহমেদ ও ভাই আশরফকে মেডিক্যাল চেক-আপের জন্য কেলভিন হাসপাতালে আনা হয়েছিল শনিবার । সেখানেই তিন আততায়ী আতিক ও আশরফকে লক্ষ্য করে 17 থেকে 20 রাউন্ড গুলি চালায় । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের । ইতিমধ্যেই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ । এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবেন সিটের সদস্যরা । সংশ্লিষ্ট বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সতীশ চন্দ্র । সিটের বাকি দুই সদস্য হলেন সহকারী পুলিশ কমিশনার প্রসাদ তিওয়ারি এবং প্রয়াগরাজ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ইন্সপেক্টর ওম প্রকাশ । জানানো হয়েছে, যাবতীয় বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই তদন্ত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.