ETV Bharat / bharat

Gangster Atiq Ahmed: 'ওরা আমাকে মারতে চায়', পুলিশের দিকে আঙুল উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিকের - Umesh Pal murder case

পুলিশের তাকে মেরে ফেলবে বলে অভিযোগ করল উমেশ পাল হত্যাকাণ্ডে (Umesh Pal murder case) অভিযুক্ত আতিক আহমেদ (Atiq Ahmed) ৷

Gangster Atiq Ahmed
গ্যাংস্টার আতিক আহমেদ
author img

By

Published : Mar 27, 2023, 12:13 PM IST

প্রয়াগরাজ, 27 মার্চ: উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত (Umesh Pal murder accused) গ্যাংস্টার আতিক আহমেদকে (Gangster Atiq Ahmed) রবিবার প্রয়াগরাজে নিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ । এদিন সবরমতি কেন্দ্রীয় কারাগার (Sabarmati Jail) থেকে বেরিয়ে আসার সময় আতিক আহমেদ বিস্ফোরক অভিযোগ করে ৷ তার দাবি, পুলিশ তাকে আদালতে হাজিরার জন্য প্রয়াগরাজে নিয়ে যাওয়ার অজুহাতে পথে মেরে ফেলতে পারে ।

উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের এনকাউন্টারে নিজের হত্যার বিষয়ে উদ্বেগের মধ্যেই পুলিশ গুজরাত জেলে গ্যাংস্টারকে হেফাজতে নিয়েছে ৷ তারা তাকে প্রয়াগরাজে নিয়ে যাচ্ছিল । আহমেদাবাদের সবরমতি জেল থেকে যাওয়ার পথে আতিক আহমেদকে নিয়ে আসা পুলিশ কনভয় সোমবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে কিছুক্ষণের জন্য থামে । অভিযুক্ত গ্যাংস্টারকে প্রয়াগরাজ আদালতে হাজির করা হবে ৷ আদালত একটি অপহরণ মামলার রায় ঘোষণা করতে চলেছে যেখানে মঙ্গলবার উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযুক্তও জড়িত । এই অপহরণের মামলায় আতিকের ভাইও জড়িত রয়েছে ৷

রবিবার উত্তরপ্রদেশ পুলিশ তাদের হেফাজতে নেওয়ার পর সবরমতি কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের দেখে আতিক আহমেদ 'খুন, খুন' বলে কেঁদে উঠেছিলেন । সাম্প্রতিককালে উমেশ পাল হত্যাকাণ্ড-সহ শতাধিক মামলার অভিযুক্ত এই গ্যাংস্টার আশংকা করছেন পুলিশ তাকে পথে মেরে ফেলতে পারে । তাই সে এদিন এই কথা বলে ৷ তার অভিযোগ,"মুঝে ইনকা প্রোগ্রাম মালুম হ্যায়...হত্যা করনা চাহতে হ্যায় (আমি পুলিশের পরিকল্পনা জানি...তারা আমাকে খুন করতে চায়) ৷"

রবিবার সন্ধ্যা 6টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আতিককে নিয়ে প্রয়াগরাজ পুলিশের দল আহমেদাবাদ ছাড়ে । উল্লেখ্য, আতিক আহমেদকে 2019 সালের জুন মাসে সবরমতি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় ৷ সুপ্রিম কোর্ট তাকে উত্তপ্রদেশের কারাগারে থাকাকালীন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহিত জয়সওয়ালকে অপহরণ ও হামলার পরিকল্পনা করার জন্য সাজা দেয় ।

আরও পড়ুন: উমেশ পাল হত্যাকাণ্ড, প্রয়াগরাজে পুলিশ এনকাউন্টারে মৃত অভিযুক্ত শুটার বিজয়

প্রয়াগরাজ, 27 মার্চ: উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত (Umesh Pal murder accused) গ্যাংস্টার আতিক আহমেদকে (Gangster Atiq Ahmed) রবিবার প্রয়াগরাজে নিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ । এদিন সবরমতি কেন্দ্রীয় কারাগার (Sabarmati Jail) থেকে বেরিয়ে আসার সময় আতিক আহমেদ বিস্ফোরক অভিযোগ করে ৷ তার দাবি, পুলিশ তাকে আদালতে হাজিরার জন্য প্রয়াগরাজে নিয়ে যাওয়ার অজুহাতে পথে মেরে ফেলতে পারে ।

উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের এনকাউন্টারে নিজের হত্যার বিষয়ে উদ্বেগের মধ্যেই পুলিশ গুজরাত জেলে গ্যাংস্টারকে হেফাজতে নিয়েছে ৷ তারা তাকে প্রয়াগরাজে নিয়ে যাচ্ছিল । আহমেদাবাদের সবরমতি জেল থেকে যাওয়ার পথে আতিক আহমেদকে নিয়ে আসা পুলিশ কনভয় সোমবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে কিছুক্ষণের জন্য থামে । অভিযুক্ত গ্যাংস্টারকে প্রয়াগরাজ আদালতে হাজির করা হবে ৷ আদালত একটি অপহরণ মামলার রায় ঘোষণা করতে চলেছে যেখানে মঙ্গলবার উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযুক্তও জড়িত । এই অপহরণের মামলায় আতিকের ভাইও জড়িত রয়েছে ৷

রবিবার উত্তরপ্রদেশ পুলিশ তাদের হেফাজতে নেওয়ার পর সবরমতি কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের দেখে আতিক আহমেদ 'খুন, খুন' বলে কেঁদে উঠেছিলেন । সাম্প্রতিককালে উমেশ পাল হত্যাকাণ্ড-সহ শতাধিক মামলার অভিযুক্ত এই গ্যাংস্টার আশংকা করছেন পুলিশ তাকে পথে মেরে ফেলতে পারে । তাই সে এদিন এই কথা বলে ৷ তার অভিযোগ,"মুঝে ইনকা প্রোগ্রাম মালুম হ্যায়...হত্যা করনা চাহতে হ্যায় (আমি পুলিশের পরিকল্পনা জানি...তারা আমাকে খুন করতে চায়) ৷"

রবিবার সন্ধ্যা 6টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আতিককে নিয়ে প্রয়াগরাজ পুলিশের দল আহমেদাবাদ ছাড়ে । উল্লেখ্য, আতিক আহমেদকে 2019 সালের জুন মাসে সবরমতি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় ৷ সুপ্রিম কোর্ট তাকে উত্তপ্রদেশের কারাগারে থাকাকালীন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহিত জয়সওয়ালকে অপহরণ ও হামলার পরিকল্পনা করার জন্য সাজা দেয় ।

আরও পড়ুন: উমেশ পাল হত্যাকাণ্ড, প্রয়াগরাজে পুলিশ এনকাউন্টারে মৃত অভিযুক্ত শুটার বিজয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.