ETV Bharat / bharat

Gangster Atiq Ahmed: 'ওরা আমাকে মারতে চায়', পুলিশের দিকে আঙুল উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিকের

পুলিশের তাকে মেরে ফেলবে বলে অভিযোগ করল উমেশ পাল হত্যাকাণ্ডে (Umesh Pal murder case) অভিযুক্ত আতিক আহমেদ (Atiq Ahmed) ৷

Gangster Atiq Ahmed
গ্যাংস্টার আতিক আহমেদ
author img

By

Published : Mar 27, 2023, 12:13 PM IST

প্রয়াগরাজ, 27 মার্চ: উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত (Umesh Pal murder accused) গ্যাংস্টার আতিক আহমেদকে (Gangster Atiq Ahmed) রবিবার প্রয়াগরাজে নিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ । এদিন সবরমতি কেন্দ্রীয় কারাগার (Sabarmati Jail) থেকে বেরিয়ে আসার সময় আতিক আহমেদ বিস্ফোরক অভিযোগ করে ৷ তার দাবি, পুলিশ তাকে আদালতে হাজিরার জন্য প্রয়াগরাজে নিয়ে যাওয়ার অজুহাতে পথে মেরে ফেলতে পারে ।

উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের এনকাউন্টারে নিজের হত্যার বিষয়ে উদ্বেগের মধ্যেই পুলিশ গুজরাত জেলে গ্যাংস্টারকে হেফাজতে নিয়েছে ৷ তারা তাকে প্রয়াগরাজে নিয়ে যাচ্ছিল । আহমেদাবাদের সবরমতি জেল থেকে যাওয়ার পথে আতিক আহমেদকে নিয়ে আসা পুলিশ কনভয় সোমবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে কিছুক্ষণের জন্য থামে । অভিযুক্ত গ্যাংস্টারকে প্রয়াগরাজ আদালতে হাজির করা হবে ৷ আদালত একটি অপহরণ মামলার রায় ঘোষণা করতে চলেছে যেখানে মঙ্গলবার উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযুক্তও জড়িত । এই অপহরণের মামলায় আতিকের ভাইও জড়িত রয়েছে ৷

রবিবার উত্তরপ্রদেশ পুলিশ তাদের হেফাজতে নেওয়ার পর সবরমতি কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের দেখে আতিক আহমেদ 'খুন, খুন' বলে কেঁদে উঠেছিলেন । সাম্প্রতিককালে উমেশ পাল হত্যাকাণ্ড-সহ শতাধিক মামলার অভিযুক্ত এই গ্যাংস্টার আশংকা করছেন পুলিশ তাকে পথে মেরে ফেলতে পারে । তাই সে এদিন এই কথা বলে ৷ তার অভিযোগ,"মুঝে ইনকা প্রোগ্রাম মালুম হ্যায়...হত্যা করনা চাহতে হ্যায় (আমি পুলিশের পরিকল্পনা জানি...তারা আমাকে খুন করতে চায়) ৷"

রবিবার সন্ধ্যা 6টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আতিককে নিয়ে প্রয়াগরাজ পুলিশের দল আহমেদাবাদ ছাড়ে । উল্লেখ্য, আতিক আহমেদকে 2019 সালের জুন মাসে সবরমতি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় ৷ সুপ্রিম কোর্ট তাকে উত্তপ্রদেশের কারাগারে থাকাকালীন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহিত জয়সওয়ালকে অপহরণ ও হামলার পরিকল্পনা করার জন্য সাজা দেয় ।

আরও পড়ুন: উমেশ পাল হত্যাকাণ্ড, প্রয়াগরাজে পুলিশ এনকাউন্টারে মৃত অভিযুক্ত শুটার বিজয়

প্রয়াগরাজ, 27 মার্চ: উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত (Umesh Pal murder accused) গ্যাংস্টার আতিক আহমেদকে (Gangster Atiq Ahmed) রবিবার প্রয়াগরাজে নিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ । এদিন সবরমতি কেন্দ্রীয় কারাগার (Sabarmati Jail) থেকে বেরিয়ে আসার সময় আতিক আহমেদ বিস্ফোরক অভিযোগ করে ৷ তার দাবি, পুলিশ তাকে আদালতে হাজিরার জন্য প্রয়াগরাজে নিয়ে যাওয়ার অজুহাতে পথে মেরে ফেলতে পারে ।

উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের এনকাউন্টারে নিজের হত্যার বিষয়ে উদ্বেগের মধ্যেই পুলিশ গুজরাত জেলে গ্যাংস্টারকে হেফাজতে নিয়েছে ৷ তারা তাকে প্রয়াগরাজে নিয়ে যাচ্ছিল । আহমেদাবাদের সবরমতি জেল থেকে যাওয়ার পথে আতিক আহমেদকে নিয়ে আসা পুলিশ কনভয় সোমবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে কিছুক্ষণের জন্য থামে । অভিযুক্ত গ্যাংস্টারকে প্রয়াগরাজ আদালতে হাজির করা হবে ৷ আদালত একটি অপহরণ মামলার রায় ঘোষণা করতে চলেছে যেখানে মঙ্গলবার উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযুক্তও জড়িত । এই অপহরণের মামলায় আতিকের ভাইও জড়িত রয়েছে ৷

রবিবার উত্তরপ্রদেশ পুলিশ তাদের হেফাজতে নেওয়ার পর সবরমতি কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের দেখে আতিক আহমেদ 'খুন, খুন' বলে কেঁদে উঠেছিলেন । সাম্প্রতিককালে উমেশ পাল হত্যাকাণ্ড-সহ শতাধিক মামলার অভিযুক্ত এই গ্যাংস্টার আশংকা করছেন পুলিশ তাকে পথে মেরে ফেলতে পারে । তাই সে এদিন এই কথা বলে ৷ তার অভিযোগ,"মুঝে ইনকা প্রোগ্রাম মালুম হ্যায়...হত্যা করনা চাহতে হ্যায় (আমি পুলিশের পরিকল্পনা জানি...তারা আমাকে খুন করতে চায়) ৷"

রবিবার সন্ধ্যা 6টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আতিককে নিয়ে প্রয়াগরাজ পুলিশের দল আহমেদাবাদ ছাড়ে । উল্লেখ্য, আতিক আহমেদকে 2019 সালের জুন মাসে সবরমতি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় ৷ সুপ্রিম কোর্ট তাকে উত্তপ্রদেশের কারাগারে থাকাকালীন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহিত জয়সওয়ালকে অপহরণ ও হামলার পরিকল্পনা করার জন্য সাজা দেয় ।

আরও পড়ুন: উমেশ পাল হত্যাকাণ্ড, প্রয়াগরাজে পুলিশ এনকাউন্টারে মৃত অভিযুক্ত শুটার বিজয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.