ETV Bharat / bharat

Gujarat Assembly Election 2022: গত 10 বছরের অন্তত 60 জন নেতা 'হাত' ছেড়ে 'পদ্ম' ধরেছেন !

শিয়রে গুজরাত বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022) ৷ তার আগে কংগ্রেস থেকে বিজেপি-তে যোগদানের খতিয়ান খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

at least 60 Congress leaders joined BJP in Last 10 years
Gujarat Assembly Election 2022: গত 10 বছরের অন্তত 60 জন নেতা হাত ছেড়ে পদ্ম ধরেছেন !
author img

By

Published : Nov 13, 2022, 10:06 PM IST

Updated : Nov 13, 2022, 11:03 PM IST

আমেদাবাদ, 13 নভেম্বর: 2012 সাল থেকেই গুজরাতে বিজেপি-তে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতারা ! গত 10 বছরে পশ্চিম ভারতের এই রাজ্যে অন্তত 60 জন বড় কংগ্রেস নেতা বিজেপি-তে যোগ দিয়েছেন ! যাঁদের মধ্যে বিধায়ক, সাংসদরা ছাড়াও সংগঠনের পদাধিকারীরা রয়েছেন ৷ 2012 সালের নির্বাচনের সময় এই 'ট্রেন্ড'-এর সূচনা করেছিলেন নরহরি আমিন ৷ কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েই রাজ্যসভার সাংসদ হন তিনি ৷ তারপর থেকেই শুরু হয় দলবদলের ধারাবাহিক পালা ৷ সেই তালিকায় কারা রয়েছেন, গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে তা দেখে নেওয়া যাক ৷

আরও পড়ুন: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির

  • বিঠল রাদিয়া: 2012 সালে বিজেপি-তে যোগদান করেন ৷ 2017 সালে বিঠল রাদিয়া এবং তাঁর ছেলে জয়েশ রাদিয়া মন্ত্রী হন ৷
  • লীলাধর বঘেলা: 2012 সালে বিজেপি-তে যোগদান করেন ৷ বিজেপি-এর টিকিটে পাটানের সাংসদ হন ৷
  • পার্বত প্যাটেল: 2012 সালে বিজেপি-তে যোগ দেন ৷ তিনি বর্তমানে বানাসকাঁথার সাংসদ ৷
  • পুনম ম্যাডাম: 2012 সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ৷ পরে তিনি বিজেপি-তে যোগ দেন ৷ 2014 এবং 2019 সালে দুই দফায় সাংসদ হন ৷
  • দেবুনসিংহ চৌহান: কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেন ৷ বর্তমানে তিনি বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷
  • রামসিংহ পরমার: 2017 সালে বিজেপি-তে যোগ দেন ৷ বর্তমানে আমুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ৷
  • কুনভারজি বভালিয়া: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন এবং উপনির্বাচনে জিতে মন্ত্রী হন ৷
  • রাঘবজি প্যাটেল: বিজেপি-তে যোগ দিয়ে ভূপেন্দ্র প্যাটেল সরকারের মন্ত্রী হন ৷
  • জওহর চাভদা: বিজেপি-তে যোগ দিয়ে উপনির্বাচনে জয়ী হন এবং রূপানি সরকারের মন্ত্রী হন ৷
  • কামশি প্যাটেল: কামশি প্যাটেলের ছেলে কানু প্যাটেল সানন্দ থেকে বিধায়ক হয়েছিলেন ৷
  • বলবন্তসিংহ রাজপুত: বিজেপি-তে যোগদানের পর বলবন্তসিংহ রাজপুত জিআইডিসি বোর্ড কর্পোরেশনের চেয়ারম্যান হন ৷ এখন তিনি পদত্যাগ করেছেন ৷

এছাড়াও, মঙ্গল গাভিত, অক্ষয় প্যাটেল, জে ভি কাকাদিয়া, প্রদ্যুম্ন সিং জাদেজা, সোমা প্যাটেল, প্রবীণ মারু, জিতু চৌধুরি এবং তারপর ব্রিজেশ মের্জা কংগ্রেস থেকে পদত্যাগ করেন ৷ প্রবীণ মারু, মঙ্গল গাভিত এবং সোমা প্যাটেল কোনও দলে যোগ দেননি ৷ তবে, ভূপেন্দ্র প্যাটেল সরকারে ব্রিজেশ মের্জা, জিতু চৌধুরিরা মন্ত্রিসভায় নতুন পদ পেয়েছেন ৷ অক্ষয় প্যাটেল, জেভি কাকাদিয়া, প্রদ্যুম্ন সিং জাদেজা বিজেপি-তে যোগ দিয়ে উপনির্বাচনে জিতে আবার বিধায়ক হয়েছেন ৷ লুনাওয়াড়ার প্রাক্তন বিধায়ক হীরা প্যাটেলও বিজেপি-র নিয়োগ অভিযানে যোগ দিয়েছেন ৷ পাঁচ মাস আগে দিল্লি বিজেপি-তে যোগ দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সাগর রাইকা ৷

জয়রাজ সিং, যিনি 37 বছর ধরে কংগ্রেসে ছিলেন, তিনিও কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে বিজেপি-তে যোগ দেন ৷ কংগ্রেসের প্রবীণ এবং প্রাক্তন বিধায়ক অশ্বিন কোতওয়াল বিজেপি-তে যোগ দিয়েছেন ৷ হার্দিক প্যাটেল এবং শ্বেতা ব্রহ্মভাত-সহ আরও দুই কংগ্রেস নেতা দল বদলেছেন ৷ হার্দিক প্যাটেল 2022 বিধানসভা ভোটের জন্য ভিরামগাঁও থেকে টিকিট পেয়েছেন ৷

গত 48 ঘন্টায় ছোটোদেপুরের বিধায়ক মোহন সিং রাথওয়া, তালালার বিধায়ক ভগবান বাড়দ এবং ঝালোদের ভবেস কাটারা-সহ তিনজন কংগ্রেস বিধায়ক বিজেপি-তে যোগ দিয়েছেন। ছোটোদেপুরের বিধায়ক মোহন সিং রাথওয়া টানা 10 বার জয়ী হয়েছেন। কিন্তু, তাঁর ছেলেকে কংগ্রেস টিকিট না-দেওয়ায় তিনি কংগ্রেস ছেড়েছেন বলে দাবি সূত্রের ৷ অন্যদিকে, বিজেপি তাঁর ছেলেকেও টিকিট দিয়েছে ৷ মোহন সিং রাথওয়া আদিবাসী এলাকায় বেশ জনপ্রিয় ৷ তিনি উপজাতীয় অঞ্চলে প্রচার করে বিজেপি-কে আরও একটি উপজাতীয় আসনে জয়ী করতে সহায়তা করতে পারেন ৷

আমেদাবাদ, 13 নভেম্বর: 2012 সাল থেকেই গুজরাতে বিজেপি-তে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতারা ! গত 10 বছরে পশ্চিম ভারতের এই রাজ্যে অন্তত 60 জন বড় কংগ্রেস নেতা বিজেপি-তে যোগ দিয়েছেন ! যাঁদের মধ্যে বিধায়ক, সাংসদরা ছাড়াও সংগঠনের পদাধিকারীরা রয়েছেন ৷ 2012 সালের নির্বাচনের সময় এই 'ট্রেন্ড'-এর সূচনা করেছিলেন নরহরি আমিন ৷ কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েই রাজ্যসভার সাংসদ হন তিনি ৷ তারপর থেকেই শুরু হয় দলবদলের ধারাবাহিক পালা ৷ সেই তালিকায় কারা রয়েছেন, গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে তা দেখে নেওয়া যাক ৷

আরও পড়ুন: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির

  • বিঠল রাদিয়া: 2012 সালে বিজেপি-তে যোগদান করেন ৷ 2017 সালে বিঠল রাদিয়া এবং তাঁর ছেলে জয়েশ রাদিয়া মন্ত্রী হন ৷
  • লীলাধর বঘেলা: 2012 সালে বিজেপি-তে যোগদান করেন ৷ বিজেপি-এর টিকিটে পাটানের সাংসদ হন ৷
  • পার্বত প্যাটেল: 2012 সালে বিজেপি-তে যোগ দেন ৷ তিনি বর্তমানে বানাসকাঁথার সাংসদ ৷
  • পুনম ম্যাডাম: 2012 সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ৷ পরে তিনি বিজেপি-তে যোগ দেন ৷ 2014 এবং 2019 সালে দুই দফায় সাংসদ হন ৷
  • দেবুনসিংহ চৌহান: কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেন ৷ বর্তমানে তিনি বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷
  • রামসিংহ পরমার: 2017 সালে বিজেপি-তে যোগ দেন ৷ বর্তমানে আমুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ৷
  • কুনভারজি বভালিয়া: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন এবং উপনির্বাচনে জিতে মন্ত্রী হন ৷
  • রাঘবজি প্যাটেল: বিজেপি-তে যোগ দিয়ে ভূপেন্দ্র প্যাটেল সরকারের মন্ত্রী হন ৷
  • জওহর চাভদা: বিজেপি-তে যোগ দিয়ে উপনির্বাচনে জয়ী হন এবং রূপানি সরকারের মন্ত্রী হন ৷
  • কামশি প্যাটেল: কামশি প্যাটেলের ছেলে কানু প্যাটেল সানন্দ থেকে বিধায়ক হয়েছিলেন ৷
  • বলবন্তসিংহ রাজপুত: বিজেপি-তে যোগদানের পর বলবন্তসিংহ রাজপুত জিআইডিসি বোর্ড কর্পোরেশনের চেয়ারম্যান হন ৷ এখন তিনি পদত্যাগ করেছেন ৷

এছাড়াও, মঙ্গল গাভিত, অক্ষয় প্যাটেল, জে ভি কাকাদিয়া, প্রদ্যুম্ন সিং জাদেজা, সোমা প্যাটেল, প্রবীণ মারু, জিতু চৌধুরি এবং তারপর ব্রিজেশ মের্জা কংগ্রেস থেকে পদত্যাগ করেন ৷ প্রবীণ মারু, মঙ্গল গাভিত এবং সোমা প্যাটেল কোনও দলে যোগ দেননি ৷ তবে, ভূপেন্দ্র প্যাটেল সরকারে ব্রিজেশ মের্জা, জিতু চৌধুরিরা মন্ত্রিসভায় নতুন পদ পেয়েছেন ৷ অক্ষয় প্যাটেল, জেভি কাকাদিয়া, প্রদ্যুম্ন সিং জাদেজা বিজেপি-তে যোগ দিয়ে উপনির্বাচনে জিতে আবার বিধায়ক হয়েছেন ৷ লুনাওয়াড়ার প্রাক্তন বিধায়ক হীরা প্যাটেলও বিজেপি-র নিয়োগ অভিযানে যোগ দিয়েছেন ৷ পাঁচ মাস আগে দিল্লি বিজেপি-তে যোগ দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সাগর রাইকা ৷

জয়রাজ সিং, যিনি 37 বছর ধরে কংগ্রেসে ছিলেন, তিনিও কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে বিজেপি-তে যোগ দেন ৷ কংগ্রেসের প্রবীণ এবং প্রাক্তন বিধায়ক অশ্বিন কোতওয়াল বিজেপি-তে যোগ দিয়েছেন ৷ হার্দিক প্যাটেল এবং শ্বেতা ব্রহ্মভাত-সহ আরও দুই কংগ্রেস নেতা দল বদলেছেন ৷ হার্দিক প্যাটেল 2022 বিধানসভা ভোটের জন্য ভিরামগাঁও থেকে টিকিট পেয়েছেন ৷

গত 48 ঘন্টায় ছোটোদেপুরের বিধায়ক মোহন সিং রাথওয়া, তালালার বিধায়ক ভগবান বাড়দ এবং ঝালোদের ভবেস কাটারা-সহ তিনজন কংগ্রেস বিধায়ক বিজেপি-তে যোগ দিয়েছেন। ছোটোদেপুরের বিধায়ক মোহন সিং রাথওয়া টানা 10 বার জয়ী হয়েছেন। কিন্তু, তাঁর ছেলেকে কংগ্রেস টিকিট না-দেওয়ায় তিনি কংগ্রেস ছেড়েছেন বলে দাবি সূত্রের ৷ অন্যদিকে, বিজেপি তাঁর ছেলেকেও টিকিট দিয়েছে ৷ মোহন সিং রাথওয়া আদিবাসী এলাকায় বেশ জনপ্রিয় ৷ তিনি উপজাতীয় অঞ্চলে প্রচার করে বিজেপি-কে আরও একটি উপজাতীয় আসনে জয়ী করতে সহায়তা করতে পারেন ৷

Last Updated : Nov 13, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.