ETV Bharat / bharat

Kanpur Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্র্যাক্টর-ট্রলি, কানপুরে মৃত কমপক্ষে 25 পুণ্যার্থী - Modi and Adityanath have expressed grief

কানপুরের এক মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রাণ গেল কমপক্ষে 25 জন পুণ্যার্থীর ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 15 জনেরও বেশি ৷ শনিবার রাতে একটি পুণ্যার্থীদের নিয়ে ট্রাক্টর-ট্রলিটি কানপুর শহরের বাইরে ঘটমপুরের দিকে রওনা দিয়েছিল ৷ সে সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে উলটে যেতেই (Kanpur Road Accident) বিপত্তি ৷

Kanpur Road Accident
পথ দুর্ঘটনায় কানপুরে মৃত 22
author img

By

Published : Oct 1, 2022, 10:30 PM IST

Updated : Oct 1, 2022, 11:08 PM IST

কানপুর, 1 অক্টোবর: কানপুরের এক মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রাণ গেল কমপক্ষে 25 জন পুণ্যার্থীর (At least 25 people died in Kanpur road accident) ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 15 জনেরও বেশি ৷ শনিবার রাতে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর-ট্রলি ঘটমপুরের দিকে রওনা দেয় ৷ সে সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে উলটে যেতেই (Kanpur Road Accident) বিপত্তি ৷ এক পুলিশ আধিকারিকের কথায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্ততপক্ষে 12 জনের ৷ প্রায় 50 জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি ঘটমপুরের দিকে ফিরছিল বলে জানা গিয়েছে ৷

কানপুরের দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Narendra Modi and Yogi Adityanath have expressed grief over the incident) ৷ দুর্ঘটনার মৃতের পরিবারবর্গকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনার কথা শুনে মর্মাহত ৷ যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা ৷ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ স্থানীয় প্রশাসন দুর্গতদের সাহায্য়ার্থে সদা সতর্ক রয়েছে ৷"

  • Distressed by the tractor-trolley mishap in Kanpur. My thoughts are with all those who have lost their near and dear ones. Prayers with the injured. The local administration is providing all possible assistance to the affected: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানপুর নগর জেলার জেলাশাসক বিশাখ জি আয়ার পুলিশ এবং জেলা প্রশাসনকে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ একইসঙ্গে আহতদের সর্বোচ্চ পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন ৷ বিশাখ জি আয়ার জানিয়েছেন, খুব শীঘ্রই মৃতের সংখ্যা প্রকাশ করা হবে ৷

  • जनपद कानपुर में हुई सड़क दुर्घटना अत्यंत हृदय विदारक है।

    जिलाधिकारी एवं अन्य वरिष्ठ अधिकारियों को तत्काल मौके पर पहुंचकर युद्ध स्तर पर राहत व बचाव कार्य संचालित करने तथा घायलों के समुचित उपचार की व्यवस्था करने के निर्देश दिए गए हैं।

    घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।

    — Yogi Adityanath (@myogiadityanath) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:মথুরায় উপস্থিত বুদ্ধিতে স্বামীকে বাঁচালেন স্ত্রী

প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিল থেকেও মৃত এবং আহতদের পরিবারবর্গকে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজে উদ্ধারকাজে তদারকি করছেন, লখনউয়ে জানিয়েছেন সরকারি মুখপাত্র ৷

কানপুর, 1 অক্টোবর: কানপুরের এক মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রাণ গেল কমপক্ষে 25 জন পুণ্যার্থীর (At least 25 people died in Kanpur road accident) ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 15 জনেরও বেশি ৷ শনিবার রাতে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর-ট্রলি ঘটমপুরের দিকে রওনা দেয় ৷ সে সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে উলটে যেতেই (Kanpur Road Accident) বিপত্তি ৷ এক পুলিশ আধিকারিকের কথায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্ততপক্ষে 12 জনের ৷ প্রায় 50 জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি ঘটমপুরের দিকে ফিরছিল বলে জানা গিয়েছে ৷

কানপুরের দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Narendra Modi and Yogi Adityanath have expressed grief over the incident) ৷ দুর্ঘটনার মৃতের পরিবারবর্গকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনার কথা শুনে মর্মাহত ৷ যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা ৷ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ স্থানীয় প্রশাসন দুর্গতদের সাহায্য়ার্থে সদা সতর্ক রয়েছে ৷"

  • Distressed by the tractor-trolley mishap in Kanpur. My thoughts are with all those who have lost their near and dear ones. Prayers with the injured. The local administration is providing all possible assistance to the affected: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানপুর নগর জেলার জেলাশাসক বিশাখ জি আয়ার পুলিশ এবং জেলা প্রশাসনকে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ একইসঙ্গে আহতদের সর্বোচ্চ পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন ৷ বিশাখ জি আয়ার জানিয়েছেন, খুব শীঘ্রই মৃতের সংখ্যা প্রকাশ করা হবে ৷

  • जनपद कानपुर में हुई सड़क दुर्घटना अत्यंत हृदय विदारक है।

    जिलाधिकारी एवं अन्य वरिष्ठ अधिकारियों को तत्काल मौके पर पहुंचकर युद्ध स्तर पर राहत व बचाव कार्य संचालित करने तथा घायलों के समुचित उपचार की व्यवस्था करने के निर्देश दिए गए हैं।

    घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।

    — Yogi Adityanath (@myogiadityanath) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:মথুরায় উপস্থিত বুদ্ধিতে স্বামীকে বাঁচালেন স্ত্রী

প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিল থেকেও মৃত এবং আহতদের পরিবারবর্গকে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজে উদ্ধারকাজে তদারকি করছেন, লখনউয়ে জানিয়েছেন সরকারি মুখপাত্র ৷

Last Updated : Oct 1, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.