ETV Bharat / bharat

Elections 2022 Result LIVE : লখনউয়ে উড়ল গেরুয়া আবির, হোলি-তে মাতলেন যোগী-সহ বিজেপি নেতারা

Elections 2022 LIVE News
পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু
author img

By

Published : Mar 10, 2022, 8:11 AM IST

Updated : Mar 10, 2022, 6:05 PM IST

18:00 March 10

শুরু পাঁচ রাজ্যের ভোট গণনা ৷ নজরে রয়েছে উত্তরপ্রদেশ-পঞ্জাব ৷ বুথ ফেরত সমীক্ষা ইতিমধ্যেই জানিয়েছে, উত্তরপ্রদেশে ফের হাওয়া লাগবে যোগীর পালেই ৷ হতে পারে আসন সংখ্যা কিছু কমবে ৷ পাশাপাশি পঞ্জাবের মসনদে কে বসে তা নিয়েও জল্পনা চলছে ৷ তবে বঙ্গবাসীর কাছে গোয়াও স্পেশাল ইন্টারেস্ট ৷ মমতা-অভিষেকের প্রচেষ্টা কতটা সফল হবে সেখানে ? উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের গণনার খুঁটিনাটি দেখে নিন একনজরে ইটিভি ভারতে...

  • বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়ে লখনউয়ে বিজেপি অফিসে পৌঁছলেন যোগী আদিত্যনাথ ৷ যেখানে প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী, সমর্থকরা ভিড় করেছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে ৷ পার্টি অফিসে পৌঁছে হোলি খেললেন যোগী-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷

17:59 March 10

  • নির্বাচন কমিশনের বিকেল পাঁচটার ট্রেন্ড বলছে, মণিপুরে 15টি আসন ঝুলিতে পুরেছে বিজেপি ৷ এখনও 14টি আসনে এগিয়ে তারা ৷ কংগ্রেসের জয় 3টি আসনে ও 1টি আসনে লিড ৷ জনতা দল ইউনাইটেড জিতেছে 5 টি আসনে, এখনও দুটি আসনে এগিয়ে তারা ৷
  • পঞ্জাবে আম আদমি পার্টির প্রাপ্ত আসন 79টি, এখনও 13টি সিটে এগিয়ে৷ কংগ্রেস 13টিতে জয় পেয়েছে, এগিয়ে আরও 5টি আসনে ৷ শিরোমণি অকালি দল 3টি আসনে এগিয়ে, বিজেপি 2টি এবং বিএসপি ও নির্দল জিতেছে 1টি আসনে ৷
  • উত্তরপ্রদেশে বিজেপির প্রাপ্ত আসন 30টি, এগিয়ে 220টি সিটে ৷ সমাজবাদী পার্টি 3টিতে জিতেছে, এগিয়ে 113টিতে ৷ আপনা দল 1টি আসনে জয়যুক্ত হয়েছে, এগিয়ে 11টি আসনে ৷ আরএলডি 8টি আসনে এগিয়ে, কংগ্রেস 1টিতে জিতেছে এবং 1টি আসনে এগিয়ে ৷
  • উত্তরাখণ্ডে বিজেপির ঝুলিতে 20টি আসন, এগিয়ে 27টি আসনে ৷ কংগ্রেস 6টিতে জিতেছে এবং 13টি আসনে এগিয়ে ৷ বিএসপি 1টি আসন পেয়েছে, আরও একটিতে এগিয়ে ৷ নির্দল পেয়েছে 2টি আসন ৷

16:33 March 10

  • গোরখপুরে নিজের কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে লক্ষাধিক (1 লাখ 2 হজার 399) ভোটে হারালেন যোগী আদিত্যনাথ ৷ জীবনের প্রথম বিধানসভা ভোটে লড়ে বিপুল ব্যবধানে জয়ী তিনি ৷ টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন ৷

16:16 March 10

  • পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রায় ধুয়ে মুছে সাফ কংগ্রেস ৷ দলের এই শোচনীয় পরাজয় মাথা পেতে নিলেন রাহুল গান্ধি ৷ টুইটারে লিখলেন, জনাদেশ মাথা পেতে নিলাম ৷ জয়ী প্রার্থীদের শুভেচ্ছা ৷ আমরা এর থেকে শিক্ষা নেব ৷ এবং দেশের মানুষের হিতে কাজ করে যাব ৷

15:57 March 10

  • গোয়ায় ম্যাজিক ফিগার 21 ছুঁতে পারল না বিজেপি ৷ তাদের আসন সংখ্যা 20 ৷ কংগ্রেসের ঝুলিতে গিয়েছে 11টি আসন, কংগ্রেসের জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টি 1টি আসন পেয়েছে ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পেয়েছে 1টি আসন ৷ আপের ঝুলিতে গিয়েছে 2টি এবং 4টি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা ৷ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায়নি একটিও আসন ৷ ম্যাজিক ফিগার না ছুঁলেও নির্দলদের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গড়ার দাবি জানাচ্ছে বিজেপি ৷

15:56 March 10

  • বেলা তিনটে পর্যন্ত উত্তরপ্রদেশে 266টি আসনে এগিয়ে বিজেপি ৷ সমাজবাদী পার্টি 128টি, বিএসপি 1টি, কংগ্রেস 1টি এবং 5টি আসনে এগিয়ে অন্যান্যরা ৷
  • পঞ্জাবে সরকার গড়ার পথে আপ ৷ অরবিন্দ কেজরিওয়ালের দল 92টি আসনে এগিয়ে, 18টি কংগ্রেস, শিরোমণি অকালি দল 4টি, বিজেপি 2টি এবং অন্যান্যরা 1টি ৷
  • উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে 47টি আসনে ৷ কংগ্রেস 18টি, আপ-0 এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে ৷

15:32 March 10

  • উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল আশাপ্রদ নয় ৷ তাই আত্মহত্যার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির এক কর্মী ৷ আজ লখনউয়ে বিধানসভার বাইরে আত্মহত্যার চেষ্টা করেন এক সপা কর্মী ৷

15:10 March 10

  • উত্তরাখণ্ডে হারলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ খাতিমা বিধানসভা কেন্দ্র থেকে গত দু'বার জিতেছিলেন তিনি ৷ উত্তরাখণ্ডে তাঁর নেতৃত্বেই বিধানসভা ভোটে লড়াই করেছে বিজেপি ৷ তবে নিজের আসন ধরে রাখতে পারলেন না তিনি ৷

15:02 March 10

  • পঞ্জাবে ধরাশায়ী হেভিওয়েট প্রার্থীরা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, নভজ্যোৎ সিং সিন্ধু, বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পরাজিত হয়েছেন ৷ পাতিয়ালা থেকে 19 হাজার ভোটে হারলেন ক্যাপ্টেন ৷ অমৃতসর পূর্ব আসন থেকে 6,750 হাজার ভোটে হেরেছেন সিধু ৷ 14,408 ভোটে হার শিরোমণি অকালি দলের বিক্রম সিং মাজিথা ৷

14:12 March 10

  • উত্তরপ্রদেশের কনৌজে গণনা চলাকালীন সপা এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে ৷ ইট-পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন অনেকে ৷

14:07 March 10

  • পঞ্জাবের অমৃতসর পূর্ব কেন্দ্রে পরাজিত নভজ্যোত সিং সিধু ৷

13:24 March 10

  • গোয়ার জয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপির প্রমোদ সাওয়ান্ত ৷

13:19 March 10

  • উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হরিশ রাওয়াত পরাজিত হলেন লালকুয়ান কেন্দ্র থেকে ৷

13:00 March 10

  • ধুরি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ভগবন্দ মান ৷ দিল্লির পাশাপাশি দখলে আসতে চলছে আরও এক রাজ্য ৷ পঞ্জাবে আপের জয়কে 'বিপ্লব' বলে উল্লেখ করে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

12:40 March 10

  • পঞ্জাবে জয়ের দিকে এগোচ্ছে আপ ৷ ইতিমধ্যেই ফিরোজপুর গ্রামীণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রজনীশ দাহিয়া ৷ মোট 117টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে 91টি আসনে ৷ তার মধ্যেই আপের জয় স্বীকার করে টুইট করেছেন নভজ্যোত সিং সিধু ৷ জানিয়েছেন অভিনন্দনও ৷ লিখেছেন, "মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর... নম্রভাবে পঞ্জাবের জনগণের রায় গ্রহণ করুন..."


12:31 March 10

  • পঞ্জাবের পাতিয়ালা কেন্দ্রে লোক কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পিছনে ফেলেছেন আম আদমি পার্টির অজিত সিং কোহলি ৷

12:21 March 10

  • যোগী রাজ্যে বিজেপি এগিয়ে 269টি আসনে ৷ অখিলেশ যাদবের সপা এগিয়ে রয়েছে 124টি আসনে ৷
  • উত্তরপ্রদেশে নতুন ইতিহাস তৈরি হচ্ছে : বিজেপি

গণনা শুরু পর থেকেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বিজেপি স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলেছে ৷ গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জোরের সঙ্গে বলেন, "মানুষ মোদির নীতিতে আস্থা রেখেছেন ৷ উত্তরপ্রদেশে বিজেপি 300-এর কাছাকাছি আসন জিতবে ৷ তাতেই স্পষ্ট, উত্তরপ্রদেশে একটি নতুন ইতিহাস তৈরি হল ৷"

12:11 March 10

  • গোয়ার দুই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন ৷

11:47 March 10

  • পঞ্জাবের কাপুরথালা আসন থেকে জয়ী কংগ্রেসের রানা গুরজিত সিং ৷
  • পাঠানকোটে জয়ী বিজেপির অশ্বিনী শর্মা ৷

11:00 March 10

  • মণিপুরে 60টি আসনেই ট্রেন্ড ধরা পড়ল ৷ 23টি আসনে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এবং ন্যাশানাল পিপলস পার্টি 11টি করে এবং অন্যান্যরা 15টি আসনে এগিয়ে ৷

10:54 March 10

  • গোয়ায় 40টির মধ্যে 18টি আসনে এগিয়ে বিজেপি ৷ এখানে কংগ্রেস 13টি, তৃণমূল জোট 6টি, আপ 1টি এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে ৷

10:50 March 10

  • উত্তরাখণ্ডে 70টি আসনের মধ্যে 46টিতে এগিয়ে বিজেপি ৷ 22টি আসনে এগিয়ে কংগ্রেস এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে এগিয়ে ৷

10:35 March 10

  • উত্তরপ্রদেশের 403টি আসনেই ট্রেন্ড ধরা পড়ল ৷ বিজেপি এগিয়ে 243টি আসনে ৷ সপা 135টিতে, বিএসপি 7টি, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা 15টি আসনে এগিয়ে ৷

09:57 March 10

  • পঞ্জাবে 117টি আসনেই ট্রেন্ড ধরা পড়ল ৷ সেরাজ্যে আপ-ঝড়, 76টি আসনে এগিয়ে ৷ কংগ্রেস এগিয়ে 22টি, শিরোমণি অকালি দল 13টি এবং বিজেপি 1টি আসনে এগিয়ে ৷ অন্যান্যরা এগিয়ে 1টি আসনে ৷

09:45 March 10

  • পঞ্জাবে এগিয়ে আপ ৷ এখানে 71টি আসনে এগিয়ে রয়েছে তারা ৷ কংগ্রেস 22টিতে এবং শিরোমণি অকালি দল জোট এগিয়ে রয়েছে 12টি আসনে ৷ বিজেপি লড়ছে 1টি আসনে এগিয়ে থেকে ৷

09:41 March 10

  • উত্তরপ্রদেশে 403টি আসনের মধ্যে 202টিতে এগিয়ে গেরুয়া শিবির ৷ পাশাপাশি 107টি আসনে এগিয়ে অখিলেশের সপা ৷

09:23 March 10

  • উত্তরপ্রদেশে 155টি আসনে এগিয়ে বিজেপি ৷ অখিলেশের সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে 85টি আসনে ৷ পাশাপাশি বিএসপি 7টি, কংগ্রেস 3টিতে এগিয়ে রয়েছে ৷

09:19 March 10

  • গোয়ার পানাজিতে এগিয়ে বিজেপি ৷

09:16 March 10

  • পঞ্জাবের অমৃতসর পূর্ব সিট থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী নভজ্যোৎ সিং সিধু ৷
  • উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি প্রার্থী অদিতি সিং ৷
  • পঞ্জাবের পাতিয়ালা আসন থেকে পিছিয়ে অমরেন্দ্র সিং ৷
  • উত্তরপ্রদেশের চক্রাতা আসন থেকে এগিয়ে সপা প্রধান অখিলেশ যাদব ৷

09:03 March 10

  • গোয়ায় এগিয়ে তৃণমূল জোট ৷ সেখানে 3টি আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির ৷

08:54 March 10

  • মণিপুরে এগিয়ে কংগ্রেস ৷ 5টি আসনে এগিয়ে রয়েছে তারা ৷ পাশাপাশি 3টি আসনে বিজেপি এবং 1টি আসনে ন্যাশানাল পিপলস পার্টি এগিয়ে রয়েছে ৷

08:50 March 10

  • গোয়ায় তৃণমূল কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে ৷ এখানে বিজেপি 15টি, কংগ্রেস 16টি এবং আপ 3টি আসনে এগিয়ে রয়েছে ৷

08:47 March 10

  • উত্তরাখণ্ডে 17টি আসনে বিজেপি এবং 15টি আসনে কংগ্রেস এগিয়ে ৷

08:45 March 10

  • পঞ্জাবে 16টি আসনে এগিয়ে কংগ্রেস ৷ শিরোমণি অকালি দল 11টিতে এবং আপ 9টি আসনে এগিয়ে ৷ 2টি আসনে এগিয়ে রয়েছে বিজেপিও ৷

08:41 March 10

  • গোরক্ষপুর আর্বান আসনে এগিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ ৷ এগিয়ে অখিলেশ যাদবও ৷

08:20 March 10

  • প্রথম 20 মিনিটেই উত্তরপ্রদেশে 21টি আসনে এগিয়ে বিজেপি ৷ অখিলেশের সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে 8টি আসনে ৷
  • কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে ৷

07:52 March 10

  • সকাল আটটা থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের ভোট গণনা ৷

18:00 March 10

শুরু পাঁচ রাজ্যের ভোট গণনা ৷ নজরে রয়েছে উত্তরপ্রদেশ-পঞ্জাব ৷ বুথ ফেরত সমীক্ষা ইতিমধ্যেই জানিয়েছে, উত্তরপ্রদেশে ফের হাওয়া লাগবে যোগীর পালেই ৷ হতে পারে আসন সংখ্যা কিছু কমবে ৷ পাশাপাশি পঞ্জাবের মসনদে কে বসে তা নিয়েও জল্পনা চলছে ৷ তবে বঙ্গবাসীর কাছে গোয়াও স্পেশাল ইন্টারেস্ট ৷ মমতা-অভিষেকের প্রচেষ্টা কতটা সফল হবে সেখানে ? উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের গণনার খুঁটিনাটি দেখে নিন একনজরে ইটিভি ভারতে...

  • বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়ে লখনউয়ে বিজেপি অফিসে পৌঁছলেন যোগী আদিত্যনাথ ৷ যেখানে প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী, সমর্থকরা ভিড় করেছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে ৷ পার্টি অফিসে পৌঁছে হোলি খেললেন যোগী-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷

17:59 March 10

  • নির্বাচন কমিশনের বিকেল পাঁচটার ট্রেন্ড বলছে, মণিপুরে 15টি আসন ঝুলিতে পুরেছে বিজেপি ৷ এখনও 14টি আসনে এগিয়ে তারা ৷ কংগ্রেসের জয় 3টি আসনে ও 1টি আসনে লিড ৷ জনতা দল ইউনাইটেড জিতেছে 5 টি আসনে, এখনও দুটি আসনে এগিয়ে তারা ৷
  • পঞ্জাবে আম আদমি পার্টির প্রাপ্ত আসন 79টি, এখনও 13টি সিটে এগিয়ে৷ কংগ্রেস 13টিতে জয় পেয়েছে, এগিয়ে আরও 5টি আসনে ৷ শিরোমণি অকালি দল 3টি আসনে এগিয়ে, বিজেপি 2টি এবং বিএসপি ও নির্দল জিতেছে 1টি আসনে ৷
  • উত্তরপ্রদেশে বিজেপির প্রাপ্ত আসন 30টি, এগিয়ে 220টি সিটে ৷ সমাজবাদী পার্টি 3টিতে জিতেছে, এগিয়ে 113টিতে ৷ আপনা দল 1টি আসনে জয়যুক্ত হয়েছে, এগিয়ে 11টি আসনে ৷ আরএলডি 8টি আসনে এগিয়ে, কংগ্রেস 1টিতে জিতেছে এবং 1টি আসনে এগিয়ে ৷
  • উত্তরাখণ্ডে বিজেপির ঝুলিতে 20টি আসন, এগিয়ে 27টি আসনে ৷ কংগ্রেস 6টিতে জিতেছে এবং 13টি আসনে এগিয়ে ৷ বিএসপি 1টি আসন পেয়েছে, আরও একটিতে এগিয়ে ৷ নির্দল পেয়েছে 2টি আসন ৷

16:33 March 10

  • গোরখপুরে নিজের কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে লক্ষাধিক (1 লাখ 2 হজার 399) ভোটে হারালেন যোগী আদিত্যনাথ ৷ জীবনের প্রথম বিধানসভা ভোটে লড়ে বিপুল ব্যবধানে জয়ী তিনি ৷ টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন ৷

16:16 March 10

  • পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রায় ধুয়ে মুছে সাফ কংগ্রেস ৷ দলের এই শোচনীয় পরাজয় মাথা পেতে নিলেন রাহুল গান্ধি ৷ টুইটারে লিখলেন, জনাদেশ মাথা পেতে নিলাম ৷ জয়ী প্রার্থীদের শুভেচ্ছা ৷ আমরা এর থেকে শিক্ষা নেব ৷ এবং দেশের মানুষের হিতে কাজ করে যাব ৷

15:57 March 10

  • গোয়ায় ম্যাজিক ফিগার 21 ছুঁতে পারল না বিজেপি ৷ তাদের আসন সংখ্যা 20 ৷ কংগ্রেসের ঝুলিতে গিয়েছে 11টি আসন, কংগ্রেসের জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টি 1টি আসন পেয়েছে ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পেয়েছে 1টি আসন ৷ আপের ঝুলিতে গিয়েছে 2টি এবং 4টি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা ৷ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায়নি একটিও আসন ৷ ম্যাজিক ফিগার না ছুঁলেও নির্দলদের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গড়ার দাবি জানাচ্ছে বিজেপি ৷

15:56 March 10

  • বেলা তিনটে পর্যন্ত উত্তরপ্রদেশে 266টি আসনে এগিয়ে বিজেপি ৷ সমাজবাদী পার্টি 128টি, বিএসপি 1টি, কংগ্রেস 1টি এবং 5টি আসনে এগিয়ে অন্যান্যরা ৷
  • পঞ্জাবে সরকার গড়ার পথে আপ ৷ অরবিন্দ কেজরিওয়ালের দল 92টি আসনে এগিয়ে, 18টি কংগ্রেস, শিরোমণি অকালি দল 4টি, বিজেপি 2টি এবং অন্যান্যরা 1টি ৷
  • উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে 47টি আসনে ৷ কংগ্রেস 18টি, আপ-0 এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে ৷

15:32 March 10

  • উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল আশাপ্রদ নয় ৷ তাই আত্মহত্যার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির এক কর্মী ৷ আজ লখনউয়ে বিধানসভার বাইরে আত্মহত্যার চেষ্টা করেন এক সপা কর্মী ৷

15:10 March 10

  • উত্তরাখণ্ডে হারলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ খাতিমা বিধানসভা কেন্দ্র থেকে গত দু'বার জিতেছিলেন তিনি ৷ উত্তরাখণ্ডে তাঁর নেতৃত্বেই বিধানসভা ভোটে লড়াই করেছে বিজেপি ৷ তবে নিজের আসন ধরে রাখতে পারলেন না তিনি ৷

15:02 March 10

  • পঞ্জাবে ধরাশায়ী হেভিওয়েট প্রার্থীরা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, নভজ্যোৎ সিং সিন্ধু, বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পরাজিত হয়েছেন ৷ পাতিয়ালা থেকে 19 হাজার ভোটে হারলেন ক্যাপ্টেন ৷ অমৃতসর পূর্ব আসন থেকে 6,750 হাজার ভোটে হেরেছেন সিধু ৷ 14,408 ভোটে হার শিরোমণি অকালি দলের বিক্রম সিং মাজিথা ৷

14:12 March 10

  • উত্তরপ্রদেশের কনৌজে গণনা চলাকালীন সপা এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে ৷ ইট-পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন অনেকে ৷

14:07 March 10

  • পঞ্জাবের অমৃতসর পূর্ব কেন্দ্রে পরাজিত নভজ্যোত সিং সিধু ৷

13:24 March 10

  • গোয়ার জয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপির প্রমোদ সাওয়ান্ত ৷

13:19 March 10

  • উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হরিশ রাওয়াত পরাজিত হলেন লালকুয়ান কেন্দ্র থেকে ৷

13:00 March 10

  • ধুরি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ভগবন্দ মান ৷ দিল্লির পাশাপাশি দখলে আসতে চলছে আরও এক রাজ্য ৷ পঞ্জাবে আপের জয়কে 'বিপ্লব' বলে উল্লেখ করে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

12:40 March 10

  • পঞ্জাবে জয়ের দিকে এগোচ্ছে আপ ৷ ইতিমধ্যেই ফিরোজপুর গ্রামীণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রজনীশ দাহিয়া ৷ মোট 117টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে 91টি আসনে ৷ তার মধ্যেই আপের জয় স্বীকার করে টুইট করেছেন নভজ্যোত সিং সিধু ৷ জানিয়েছেন অভিনন্দনও ৷ লিখেছেন, "মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর... নম্রভাবে পঞ্জাবের জনগণের রায় গ্রহণ করুন..."


12:31 March 10

  • পঞ্জাবের পাতিয়ালা কেন্দ্রে লোক কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পিছনে ফেলেছেন আম আদমি পার্টির অজিত সিং কোহলি ৷

12:21 March 10

  • যোগী রাজ্যে বিজেপি এগিয়ে 269টি আসনে ৷ অখিলেশ যাদবের সপা এগিয়ে রয়েছে 124টি আসনে ৷
  • উত্তরপ্রদেশে নতুন ইতিহাস তৈরি হচ্ছে : বিজেপি

গণনা শুরু পর থেকেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বিজেপি স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলেছে ৷ গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জোরের সঙ্গে বলেন, "মানুষ মোদির নীতিতে আস্থা রেখেছেন ৷ উত্তরপ্রদেশে বিজেপি 300-এর কাছাকাছি আসন জিতবে ৷ তাতেই স্পষ্ট, উত্তরপ্রদেশে একটি নতুন ইতিহাস তৈরি হল ৷"

12:11 March 10

  • গোয়ার দুই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন ৷

11:47 March 10

  • পঞ্জাবের কাপুরথালা আসন থেকে জয়ী কংগ্রেসের রানা গুরজিত সিং ৷
  • পাঠানকোটে জয়ী বিজেপির অশ্বিনী শর্মা ৷

11:00 March 10

  • মণিপুরে 60টি আসনেই ট্রেন্ড ধরা পড়ল ৷ 23টি আসনে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এবং ন্যাশানাল পিপলস পার্টি 11টি করে এবং অন্যান্যরা 15টি আসনে এগিয়ে ৷

10:54 March 10

  • গোয়ায় 40টির মধ্যে 18টি আসনে এগিয়ে বিজেপি ৷ এখানে কংগ্রেস 13টি, তৃণমূল জোট 6টি, আপ 1টি এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে ৷

10:50 March 10

  • উত্তরাখণ্ডে 70টি আসনের মধ্যে 46টিতে এগিয়ে বিজেপি ৷ 22টি আসনে এগিয়ে কংগ্রেস এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে এগিয়ে ৷

10:35 March 10

  • উত্তরপ্রদেশের 403টি আসনেই ট্রেন্ড ধরা পড়ল ৷ বিজেপি এগিয়ে 243টি আসনে ৷ সপা 135টিতে, বিএসপি 7টি, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা 15টি আসনে এগিয়ে ৷

09:57 March 10

  • পঞ্জাবে 117টি আসনেই ট্রেন্ড ধরা পড়ল ৷ সেরাজ্যে আপ-ঝড়, 76টি আসনে এগিয়ে ৷ কংগ্রেস এগিয়ে 22টি, শিরোমণি অকালি দল 13টি এবং বিজেপি 1টি আসনে এগিয়ে ৷ অন্যান্যরা এগিয়ে 1টি আসনে ৷

09:45 March 10

  • পঞ্জাবে এগিয়ে আপ ৷ এখানে 71টি আসনে এগিয়ে রয়েছে তারা ৷ কংগ্রেস 22টিতে এবং শিরোমণি অকালি দল জোট এগিয়ে রয়েছে 12টি আসনে ৷ বিজেপি লড়ছে 1টি আসনে এগিয়ে থেকে ৷

09:41 March 10

  • উত্তরপ্রদেশে 403টি আসনের মধ্যে 202টিতে এগিয়ে গেরুয়া শিবির ৷ পাশাপাশি 107টি আসনে এগিয়ে অখিলেশের সপা ৷

09:23 March 10

  • উত্তরপ্রদেশে 155টি আসনে এগিয়ে বিজেপি ৷ অখিলেশের সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে 85টি আসনে ৷ পাশাপাশি বিএসপি 7টি, কংগ্রেস 3টিতে এগিয়ে রয়েছে ৷

09:19 March 10

  • গোয়ার পানাজিতে এগিয়ে বিজেপি ৷

09:16 March 10

  • পঞ্জাবের অমৃতসর পূর্ব সিট থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী নভজ্যোৎ সিং সিধু ৷
  • উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি প্রার্থী অদিতি সিং ৷
  • পঞ্জাবের পাতিয়ালা আসন থেকে পিছিয়ে অমরেন্দ্র সিং ৷
  • উত্তরপ্রদেশের চক্রাতা আসন থেকে এগিয়ে সপা প্রধান অখিলেশ যাদব ৷

09:03 March 10

  • গোয়ায় এগিয়ে তৃণমূল জোট ৷ সেখানে 3টি আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির ৷

08:54 March 10

  • মণিপুরে এগিয়ে কংগ্রেস ৷ 5টি আসনে এগিয়ে রয়েছে তারা ৷ পাশাপাশি 3টি আসনে বিজেপি এবং 1টি আসনে ন্যাশানাল পিপলস পার্টি এগিয়ে রয়েছে ৷

08:50 March 10

  • গোয়ায় তৃণমূল কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে ৷ এখানে বিজেপি 15টি, কংগ্রেস 16টি এবং আপ 3টি আসনে এগিয়ে রয়েছে ৷

08:47 March 10

  • উত্তরাখণ্ডে 17টি আসনে বিজেপি এবং 15টি আসনে কংগ্রেস এগিয়ে ৷

08:45 March 10

  • পঞ্জাবে 16টি আসনে এগিয়ে কংগ্রেস ৷ শিরোমণি অকালি দল 11টিতে এবং আপ 9টি আসনে এগিয়ে ৷ 2টি আসনে এগিয়ে রয়েছে বিজেপিও ৷

08:41 March 10

  • গোরক্ষপুর আর্বান আসনে এগিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ ৷ এগিয়ে অখিলেশ যাদবও ৷

08:20 March 10

  • প্রথম 20 মিনিটেই উত্তরপ্রদেশে 21টি আসনে এগিয়ে বিজেপি ৷ অখিলেশের সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে 8টি আসনে ৷
  • কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে ৷

07:52 March 10

  • সকাল আটটা থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের ভোট গণনা ৷
Last Updated : Mar 10, 2022, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.