ETV Bharat / bharat

Assam youths Messaging App: অসমের যুবকের মেসেজিং অ্যাপ বিক্রি হল 416 কোটিতে - 50 মিলিয়ন মার্কিন ডলার

ডিব্রুগড়ের থানা চরিয়ালির বাসিন্দা মহেন্দ্র বাগারিয়া এবং নমিতা বাগরিয়ার ছেলে কিষানের অসাধারণ কৃতিত্বে অভিভূত সকলেই ৷ কিষাণকে রাতারাতি কোটিপতিও করে তুলেছে ওই অ্যাপ ৷ কারণ আন্তর্জাতিক জায়েন্ট অটোমেটিক অসমের এই ছেলের সঙ্গে 50 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 416 কোটি টাকা । কোম্পানি শুধু অ্যাপটি কিনেছে তাই নয় কিষানকে 'Texts.com'-এর অপারেশনের দায়িত্বও নেওয়ার প্রস্তাবও দিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 10:47 PM IST

ডিব্রুগড়, 2 নভেম্বর: অসমের একটি ছেলে তার অসাধারণ কৃতিত্বের জন্য এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন ৷ অসমের উপরের দিকে ডিব্রুগড়ের ছেলেটির ভাবনা ছিল, তাঁর তৈরি অ্যাপ বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে একটি অন্যতম হট সেলিং হবে । তাঁর সেই স্বপ্নই এবার বাস্তবে পরিণত হয়েছে ৷ ডিব্রুগড়ের যুবক কিষাণ বাগারিয়াকে 50 মিলিয়ন মার্কিন ডলার এনে দিয়েছে । তার তৈরি 'Texts.com' একটি একক প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপ যাকে ইতিমধ্যেই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অউটোমেটিক অধিগ্রহণ করেছে । উল্লেখ্য, ম্যাট মুলেনওয়েগ প্রতিষ্ঠিত কোম্পানি wordpress.com এবং Tumblr এর মালিক।

ডিব্রুগড়ের থানা চরিয়ালির বাসিন্দা মহেন্দ্র বাগারিয়া এবং নমিতা বাগরিয়ার ছেলে কিষাণের অসাধারণ কৃতিত্বে অভিভূত সকলেই ৷ কিষানকে রাতারাতি কোটিপতিও করে তুলেছে ওই অ্যাপ ৷ কারণ আন্তর্জাতিক জায়েন্ট অটোমেটিক অসমের এই ছেলের সঙ্গে 50 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 416 কোটি টাকা । কোম্পানি শুধু অ্যাপটি কিনেছে তাই নয় কিষাণকে “Texts.com”-এর অপারেশনের দায়িত্বও নেওয়ার প্রস্তাবও দিয়েছে ৷

Text.com কিষাণ বাগারিয়ার তৈরি করা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপস ইনস্টাগ্রাম, টুইটার, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্য়াপের মতো একই প্ল্যাটফর্মে উপলব্ধ করা হয়েছে৷ এই সাফল্যের পরে, প্রায় নয় মাস পর কিষান বাগরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিব্রুগড়ে পৌঁছেছেন৷ ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে কিষাণকে তার পরিবার এবং বন্ধুরা উষ্ণ অভ্যর্থনা জানায় ।

আরও পড়ুন: ফোনে নজরদারি সতর্কবার্তার বিষয়ে অ্যাপলকে নোটিশ কেন্দ্রের

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বুধবার ডিব্রুগড়ে আসা কিষাণ বাগারিয়া এটিকে তার কষ্ট ও সাধনার ফল এবং সেইসঙ্গে ঈশ্বর এবং বাবা-মায়ের আশীর্বাদ হিসাবে বর্ণনা করেছেন । অন্যদিকে কিষাণ বাগারিয়ার বাবা জানান, ছোটবেলা থেকেই ছেলে এসব ব্যাপারে এগিয়ে ছিল । সব মিলিয়ে ডিব্রুগড়ের কিষান বাগারিয়া Text.com-এর মাধ্যমে বিশ্বব্যাপী নজর কেড়েছে এবং অল্প বয়সে তার অসাধারণ কৃতিত্ব সমগ্র পরিবার এবং রাজ্যকে গর্বিত করেছে ।

ডিব্রুগড়, 2 নভেম্বর: অসমের একটি ছেলে তার অসাধারণ কৃতিত্বের জন্য এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন ৷ অসমের উপরের দিকে ডিব্রুগড়ের ছেলেটির ভাবনা ছিল, তাঁর তৈরি অ্যাপ বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে একটি অন্যতম হট সেলিং হবে । তাঁর সেই স্বপ্নই এবার বাস্তবে পরিণত হয়েছে ৷ ডিব্রুগড়ের যুবক কিষাণ বাগারিয়াকে 50 মিলিয়ন মার্কিন ডলার এনে দিয়েছে । তার তৈরি 'Texts.com' একটি একক প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপ যাকে ইতিমধ্যেই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অউটোমেটিক অধিগ্রহণ করেছে । উল্লেখ্য, ম্যাট মুলেনওয়েগ প্রতিষ্ঠিত কোম্পানি wordpress.com এবং Tumblr এর মালিক।

ডিব্রুগড়ের থানা চরিয়ালির বাসিন্দা মহেন্দ্র বাগারিয়া এবং নমিতা বাগরিয়ার ছেলে কিষাণের অসাধারণ কৃতিত্বে অভিভূত সকলেই ৷ কিষানকে রাতারাতি কোটিপতিও করে তুলেছে ওই অ্যাপ ৷ কারণ আন্তর্জাতিক জায়েন্ট অটোমেটিক অসমের এই ছেলের সঙ্গে 50 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 416 কোটি টাকা । কোম্পানি শুধু অ্যাপটি কিনেছে তাই নয় কিষাণকে “Texts.com”-এর অপারেশনের দায়িত্বও নেওয়ার প্রস্তাবও দিয়েছে ৷

Text.com কিষাণ বাগারিয়ার তৈরি করা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপস ইনস্টাগ্রাম, টুইটার, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্য়াপের মতো একই প্ল্যাটফর্মে উপলব্ধ করা হয়েছে৷ এই সাফল্যের পরে, প্রায় নয় মাস পর কিষান বাগরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিব্রুগড়ে পৌঁছেছেন৷ ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে কিষাণকে তার পরিবার এবং বন্ধুরা উষ্ণ অভ্যর্থনা জানায় ।

আরও পড়ুন: ফোনে নজরদারি সতর্কবার্তার বিষয়ে অ্যাপলকে নোটিশ কেন্দ্রের

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বুধবার ডিব্রুগড়ে আসা কিষাণ বাগারিয়া এটিকে তার কষ্ট ও সাধনার ফল এবং সেইসঙ্গে ঈশ্বর এবং বাবা-মায়ের আশীর্বাদ হিসাবে বর্ণনা করেছেন । অন্যদিকে কিষাণ বাগারিয়ার বাবা জানান, ছোটবেলা থেকেই ছেলে এসব ব্যাপারে এগিয়ে ছিল । সব মিলিয়ে ডিব্রুগড়ের কিষান বাগারিয়া Text.com-এর মাধ্যমে বিশ্বব্যাপী নজর কেড়েছে এবং অল্প বয়সে তার অসাধারণ কৃতিত্ব সমগ্র পরিবার এবং রাজ্যকে গর্বিত করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.