গুয়াহাটি, 25 এপ্রিল : করোনা মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ কয়েকদিন আগে করোনা মোকাবিলায় অসহযোগিতার অভিযোগ তোলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আর তারপরেই টুইটে আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার ৷ প্রশ্ন তোলেন কেন প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া হবে ?
হিমন্ত বিশ্বশর্মা খোঁচা দিয়ে নিজের টুইটে লেখেন, "অরবিন্দ কেজরিওয়াল মহাশয়, করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর অসম সরকার 8 টি অক্সিজেন প্ল্য়ান্ট তৈরি করেছে ৷ সঙ্গে আরও 5টি প্ল্য়ান্ট তৈরির কাজ চলছে ৷ প্রধানমন্ত্রী দিল্লি সরকারকেও 8 টি অক্সিজেন প্ল্য়ান্ট তৈরির জন্য় পি এম কেয়ার ফান্ড থেকে টাকা বরাদ্দ করেছে ৷ কিন্তু আপনি একটিও অক্সিজেন প্ল্য়ান্ট তৈরি করতে পারেননি ৷ তারজন্য় কেন মোদিকে দোষারোপ করা হচ্ছে ?"
-
Dear Sri @ArvindKejriwal - Assam has installed 8 Oxygen plants (5.25 MT /day) after #Covid crisis hit us; 5 in process. PM Sri @narendramodi gave Delhi funds for 8 plants through #PMCARES in Dec 2020. Why blame Modi, when your govt has failed and could instal just one out of 8!
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear Sri @ArvindKejriwal - Assam has installed 8 Oxygen plants (5.25 MT /day) after #Covid crisis hit us; 5 in process. PM Sri @narendramodi gave Delhi funds for 8 plants through #PMCARES in Dec 2020. Why blame Modi, when your govt has failed and could instal just one out of 8!
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 24, 2021Dear Sri @ArvindKejriwal - Assam has installed 8 Oxygen plants (5.25 MT /day) after #Covid crisis hit us; 5 in process. PM Sri @narendramodi gave Delhi funds for 8 plants through #PMCARES in Dec 2020. Why blame Modi, when your govt has failed and could instal just one out of 8!
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 24, 2021
আরও পড়ুন- কেন্দ্র-রাজ্য একজোট হয়ে করোনাকে জয় করব: মোদির মন কি বাত
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে অক্সিজেনের ঘাটতি ও করোনা পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি ৷ পাশাপাশি পুরো বিষয়টিকে "বিগ ট্রাজেডি" বলে আখ্য়ায়িত করেন ৷ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, " স্য়ার আমাদের আপনার গাইডেন্স প্রয়োজন ৷ "
এরপরেই টুইট করেন হিমন্ত বিশ্বশর্মা ৷ একটি পরিসংখ্য়ান তুলে ধরে তিনি বলেন, সবথেকে বেশি অক্সিজেন পাঠানো হয়েছে অ-বিজেপি শাসিত রাজ্য়গুলিকে ৷ তাই এই পরিস্থিতিতে কোনও রাজনীতি চান না বলে জানিয়েছেন ৷